আসসালামু আলাইকুম। আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম। আমরা মুসলিম বলে তো কখনো অন্য ধর্মকে অবমাননা করিনি। সবাই সবার ধর্ম যথাযথ পালন করুক এটাই প্রত্যাশা।ইতিমধ্যে আনেকেই শুনেছেন সাহসী বীর মুসকানের কথা। যে কিনা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
হিজাব সকল নারীদের অলংকার।শুধু মুসলমানদের প্রতিক নয়। হতে পারে সে মুসলমান, হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে সে বৈদ্ধ, সে যেকোনো ধর্মের কিংবা জাতীর হতে পারে। শুধুমাত্র তার একটা মনোভাবের অধিকারী হতে হবে,”সে তার নিজেকে অন্যের কুনজর থেকে বাচাতে চায়।” তবে এখন কেনো হিজাব নিয়ে বিভেদ। আর সব ভারতী আমার ভাই। সব হিন্দু কিংবা বৈদ্ধ কিংবা খ্রিস্টান আমার ভাই।
হিজাব কেনো কলেজ ড্রেসের অবমাননা করবে?তারা তো হিজাব বাধ্যতামুলক করতে বলে নাই। তারা শুধু হিজাব পরে কলেজে যেতে চেয়েছে। ভারত কিংবা বাংলাদেশ সবখানেই ধর্ষন, নারীদের উত্যক্ত করা মারাত্মক ব্যাধি। এমন কোনো মানুষ নেই যারা এর বিরোধিতা করেন না। তবে যদি বোরখায় কিংবা হিজাবে নারী তার শরীরকে ঐ সকল কুনজর থেকে রক্ষা করতে পারে তবে হিজাবে ক্ষতি কিসের। আমি আবার উল্লেখ করতে চাই মুসলমানের সকল সংস্কৃতি সবার জন্য। আমার প্রিয়নবী হযরত মুহাম্মাদ (সঃ) সবার, আমার প্রিয় ধর্ম গ্রন্থ সবার জন্য, আমার ঈদ সবার, আমার ব্যাবহার কিংবা জীবনব্যাবস্থা সবার জন্য তবে কেনো এই বিবাদ।
আর অন্য দেশের সংস্কৃতির কথা।
ভারত উপমহাদেশ এলাকাটুকু সবার কাছে এইজন্য শ্রদ্ধেয় শুধু মাত্র তাদের সুন্দর সংস্কৃতি ও তাদের ধর্মের প্রতি শ্রদ্ধা আছে তাই। কিন্তু বিবেক কি আদৌ আছে। এটা খুবই নিন্দনীয় যে আমার এক ভাই অন্য ভাইয়ের ধর্ম পালনে বাধা হয়ে দাড়াচ্ছি।তবে আমার সকল ভাইদের কাছে আমার আবেদন থাকবে চলুন আমরা সবাই সাম্যের দুনিয়া গড়ি।
আমার সাহসী বোন।
হজরত আয়েশা, খাদিজা (রা.) দের যোগ্য উত্তরসূরী।শত শত লোকের জয় শ্রীরাম ধ্বনির সম্মুখে যার আল্লাহু আকবার শ্লোগাণ হয়ে উঠেছে পারমাণবিক বোমার চেয়েও তীব্র।
কোথায় সেই নারীবাদীরা! যারা নারী স্বাধীনতার বুলি আউরে নিজেদের স্বার্থ হাসিলের ধান্দায় থাকে!
অন্যায় যেখানে আছড়ে পড়ে! এমন সাহসী প্রতিবাদ সেখানে কর্তব্য হয়ে যায়।
এই মুসকান জায়গায় যদি আমাদের মতো কেউ হতো তাহলে হয়তো মাথানত করে চলে যেতাম। এই যুলুম সহ্য করে নিতাম। কিন্তু মুসকিন তীব্র প্রতিবাদ জানিয়েছে। তার ধ্বনিতে সারা বিশ্বের মুসলিম বোনদের জাগ্রত করেছে। তার মতো আমাদেরও সোচ্চার হতে হবে। স্যালুট সেই ভারতীয় বোনকে।
সাহসী তাকবীর শুনে একজন মুসলিম হিসেবে গর্বে মন ভরে উঠলো। আনন্দে চোখ ভিজে গেলো।
الله أكبر
আল্লাহু আকবার!!
আল্লাহু আকবার!!