বক্তব্য উপস্থাপনের সময় যা করণীয়
★ বক্তব্য উপস্থাপনের সময়, দর্শক শ্রোতার দিকে চোখে চোখ রাখুন।
★ এক জায়গায় না দাড়িয়ে, আপনি নড়েচড়ে কিংবা অঙ্গভঙ্গি দ্বারা উপস্থাপন করুন, এতে আপনার প্রতি মনোযোগ বাড়বে দর্শক শ্রোতার,আর বক্তব্য ও হবে আকর্ষনীয়।
★ কোনো বিষয়ে কথা থেমে গেলে কিংবা কথা না আসলে, থমকে না গিয়ে অন্য প্রসঙ্গ ধরে কথা বলুন, মনে রাখবেন থেমে যাওয়া মানেই আপনি হেরে গেলেন সবার সামনে।
★ বক্তব্য প্রদানের সময়, নিজে নার্ভাস ফিল করতেই পারেন, তবে সেই নার্ভাস কে বাহিরে প্রকাশ করা যাবেনা, ভিতরেই রাখতে হবে।
★ সব সময় স্বাভাবিকতা বজায় রাখুন, অতিরিক্ত স্টাইল কিংবা সৌন্দর্য করার ক্ষেত্রে আপনার বক্তব্যের বিষয়ই পাল্টে যেতে পারে কিংবা নিজের কাছে মনে হতে পারে আমি পারছিনা।
★ দর্শক শ্রোতার দৃষ্টি আকর্ষণ করুন, যাতে আপনার দিকেই সবার মনোযোগ থাকে, সে অনুযায়ী বার বার তাদের দিকে আঙ্গুল ইশারা করতে পারেন।
★ বক্তব্য প্রদানের সময় একদিকেই চেয়ে থাকবেন না, আপনার চাহনি চারদিকে ঘোরাতে হবে, মনে রাখবেন আপনি শুধু কাউকে নির্দিষ্ট করে বক্তব্য দিচ্ছেন না, উপস্থিত সবার উদ্দেশ্যই দিচ্ছেন।
★ দর্শক শ্রোতার মনোভাব বোঝার চেষ্টা করুন।
★ হাতের তালুর দিকে দর্শকের দৃষ্টি ফেলতে পারেন, এতে দর্শক আরো মনোযোগী হবে।
★ কথা বলার শুরুতেই খুব জোরে বলবেন না, ধীরে ধীরে শুরু করবেন, এবং আস্তে আস্তে গতি বাড়তে থাকবে, না হয় প্রথমে জোরে শুরু করলে আপনার কথার ফ্লো কমতে শুরু করবে, যা দর্শক শ্রোতারা নিবেন না।
★ সংযত হয়ে কথা বলবেন, উত্তেজিত হয়ে কথার উপর জোর দিলে, আপনার প্রতি নেতিবাচক ধারণা হবে সবার।