শিক্ষকের শেষ মন্তব্য পলি দোআঁশ মাটি কি নির্দেশ করে। কারণ আদর্শ পল্লী দোআঁশ মাটিতে অর্ধেক বালিকণা এবং অর্ধেক পলি কণাও কাদাযুক্ত থাকে। ধান চাষের জন্য মাটি উপযোগী নয়।
কারণ কংকর যুক্ত পলি দোআঁশ বেলে মাটি ছাড়া সব মাটি ধান চাষের উপযোগী। এটেল এটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুব ভালো। নদ নদীর অববাহিকা ও হাওর বাওর এলাকা যেখানে পলি জমে সেখানে ধান ভালো হয়।
উচ্চ মাঝারি নিচু সব ধরনের জমিতে ধানের চাষ করা যায়। যেমন নিজের জমিতে বোরো ও জলি আমন চাষ করা যায়। মাটির অম্লত্ব থেকে নিরপেক্ষ অবস্থান চাষের অনুকূল। মাটির জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা বাড়ানো যায় ।
মাটির নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফেট জিংক সালফেট এর মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়।
পরিশেষে বলা যায় যে উপরোক্ত গুনাগুন যেমন দোআঁশ মাটিতে বিদ্যমান থাকে না তাই এই মাটি ধান চাষের উপযুক্ত নয়।