বিসমিল্লাহীর রহমানির রহীম।
আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা যারা গ্রাথোরে বগ্লার তারা সবাই কোনো না কোনো কর্মের সাথে জডিত। কেউ ছাত্র, ব্যবসায়ী কিংবা চাকরিজীবি। আমরা যারা ছাত্র অবস্থায় আছি আজকের পোষ্টটি তাদের জন্য বেশি গুরুপ্তপূর্ণ। আমরা বছরের প্রায় সময়ই বিদ্যালয় কিংবা বাডিতে থাকিনা।
এনসিটিবি পাঠ্যপুস্তক ২০২১ – Bangla Text Book অ্যাপ্লিকেশন ডাউনলোড লিংক: https://link.grathor.com/gb
বিভিন্ন সমস্যার কারনে আমাদের বাডির বাইরে থাকতে হয়। পডা লেখাটা এমন গুরুপ্তপূর্ন যে আমরা যেখানেই থাকি না কেন আমাদের পডা – লেখা একান্ত প্রয়োজন। তাই আমরা যদি কোনো জায়গায় বেডাতে যায় সেখানে তো আমাদের বিশাল বড আর ওজনের বইটি বহন করা সম্ভব নয়।
তাই আমাদের বইটি বহনের উপযোগি হওয়া প্রয়োজন। আমরা যারা ইন্টারনেটের সাথে জডিত তারা অনেক এপস বা সফটওয়্যারের সাথে পরিচিত। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব এন. সি. টি. বি নামক একটি এপসের সাথে যেটা আপনাকে সব সময় আপনার প্রয়োজনের সাথি হবে।
বাংলাদেশ সরকার কর্তৃক অনুমদিত এপস এটি। এন. সি. টি. বি এপসে আপনার সকল শ্রেণীর সকল পাঠ্য বই ডাউনলোড করে অনায়াসেই পডতে পারবেন। শুধু প্রথম বার ডাউনলোড করলেই হবে তাহলেই সব সময় এমবি ছাডাই এপসটি অপেন করে পডতে পারবেন।
তবে প্রয়োজন মতো চাইলে সেখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। আপনি প্লে স্টোরে সার্চ করলেই এপসটি পাবেন এবং ডাউনলোড করুন। এই এপসটি সর্বাধিক ডাউনলোডার। আর আপনার রেটিংটি এপসে প্রবেশ করে দিয়ে দিন। আসলে এটা নিয়ে কথা বলার কিছুই নেই ।
এছাডাও আপনি এন. সি. টি. বি তে বিভিন্ন খবরের আপডেট পাবেন। এই এপসটিতে লাইট বা আলো কিংবা অন্দকারে দুটোতেই পডা যাবে।আমি আশা করি আজকে আমি যে এপসটি আপনাদের মাঝে শেয়ার করলাম তা আপনাদের অনেক উপকারে আসবে।
আপনি যদি কোনো কার্ডিয়ান হন তবে আপনার সন্তানকে দেখিয়ে দিন। আজকের পোষ্ট এই পর্যন্ত।
ভালো থাকবেন। সুস্থ থাকবেন।