ইন্টারনেটের এই যুগে শিক্ষার্থীদের জন্য প্লে স্টোরে রয়েছে হাজারো শিক্ষামূলক অ্যাপ। অনেক অ্যাপ পেইড হলেও কিছু কিছু অ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।আজকে এমন তিনটি অ্যাপ নিয়েই বলবো।
Edx:
Edx অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলেই পাবেন হার্ভার্ড ও এমআইটির মত স্বপ্নের বিশ্ববিদ্যালয় গুলির ফ্রি কোর্স। যেসব ছাত্র ছাত্রী পরীক্ষার্থী তারা এই সব কোর্সগুলি রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন।
Download link:
https://play.google.com/store/apps/details?id=org.edx.mobile
LectureNotes:
LectureNotes অ্যাপে আপনি ইচ্ছামত আঁকতে পারবেন, নোট নিতে পারবেন। এই অ্যাপটি আপনার করা সকল নোট সুন্দর করে সাজাতেও সাহায্য করবে। আপনি পরে নোট পিডিএফ আকারে সেভ অথবা প্রিন্ট করতে পারেন।
Download link:
https://play.google.com/store/apps/details?id=com.lecture.notes
TickTick:
একটি টুডু লিস্ট রিমাইন্ডার অ্যাপ। এটি আপনার সকল ক্লাস, রুটিন ও হোমওয়ার্কের কথা মনে করিয়ে দিবে।
উপরের এই অ্যাপগুলো শিক্ষার্থীদের জন্য অনেক উপযোগী।
Download link:
https://play.google.com/store/apps/details?id=com.ticktick.task