আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়।
শীতকাল আমাদের দেশের বাকি ঋতু গুলোর তুলনায় খুব উল্লেখযোগ্য একটি ঋতু।ঋতুর পালাবদলের হাওয়া নিয়ে প্রতিবছর আমাদের সামনে হাজির হয় তার আগমনী বার্তা নিয়ে।শীতকালে চারদিক রুক্ষ হয়ে ঊঠে, বাতাসে শীতের আমেজ লাগে।প্রচন্ড ঠান্ডার সকলের জনজীবন বিপন্ন হয়ে উঠে।কিন্তু এত্ত অসুবিধার পরও শীতকাল অনেকের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে।
শীতকালে কৃষকেরা ধান তুলে নিয়ে আসে তাদের ঘরে। নবান্ন উৎসব শুরু হয় প্রতিটি কৃষকের বাড়িতে।চারদিকে খেজুরের রস এবং নতুন নতুন পিঠাপুলির ধুম লেগে যায়।শীতকালের এই সকল বিশেষত্তের কারণে শীতকাল অন্য সকল ঋতু থেকে আলাদা।শীতকালের আগমনী বার্তা নিয়ে কত মনীষী যে হরেক রকম উক্তি রচনা করেছেন তার হিসেব জানা নেই।চলুন তাহলে শীতের আগমনী বার্তা নিয়ে কিছু উক্তি সমূহ তুলে ধরছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
শীতের আগমন নিয়ে উক্তি:
১.উক্তিঃ
হিম হিম বইছে মৃদ হাওয়া শীতের কি কাপন,
বছর ঘুরে আবার এলো শীতের আগমণ।
-বিজন অধিকারী
২.উক্তিঃ
“উড়ে আসা হিমালয়ের হিম হিম হাওয়া
বাংলাদেশের শীত তাই বাতাসেই পাওয়া”।
৩.উক্তিঃ
“শীত এসেছে হঠাৎ চুপটি করে ঘাপটি মেরে
কাপুনি জ্বর নাকি শীতের তরে?
মনের ভেতর প্রশ্ন করে”
-চান্ডাল
৪.উক্তিঃ
“চুপি চুপি কোথা থেকে এলো আজ শীত
গুণ গুণ পাখি গায় শীত শীত শীত”।
৫.উক্তিঃ
“ঘুম ভেঙেছে তিন প্রহরে শিশিরের শব্দ শুনে
হিমেল কুয়াশা দিকভ্রষ্ট করে জীর্ণ পথের শরীষা খেতে”।
৬.উক্তিঃ
“শীত এসেছে শিশির ছুয়েছে
শীতের পরশ লেগেছে খুজেরের রসে”।
৭.উক্তিঃ
কুয়াশা ভরা প্রভাত শিক্ত কিশলয়
সন্ধ্যা বেলায় হিমেল বাতাস তোর পরিচয়।
৮.উক্তিঃ
অসহ্য গরমে বেসামাল অবশেষে এলো শীতকাল
উলোর মোঝা গরম চাদুর একটু রোদ ভিষণ কদর।
৯.উক্তিঃ
” শীত মানে সকাল বেলা লেপ মুড়ি দিয়ে ঘুম
শীত মানে গরম চায়ে স্নৃতি রোমান্থন”।
১০.উক্তিঃ
“শীত কুয়াশার পথের ধারে শীতের পরেই বসন্ত
শীত আগমন বার্তা নিয়ে বঙ্গমাঝে হেমন্ত”।
১১.উক্তিঃ
“শীত আসে হেলে পড়ে সূর্য রাতনদী গ্রাস করে দিন
থেমে যায় কোলাহল বন্ধ হয় চেতনা”।
১২উক্তিঃ
“গাছের পাতাগুলো সবার অগোচরে ডেকে নিয়ে আসে শীতকে
কিছুটা রুক্ষতা আর অনেকটা আলসেমি মাঝানো অনুভূতি নিয়ে”।
সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন