Cheap price backlink from grathor: info@grathor.com

শীতের ছুটি নানীর বাসায়।

আমি অনিকা।আমি নবম শ্রেণী তে পড়ি।আজ আমার ফাইনাল পরীক্ষা শেষ।যেহেতু ফাইনাল পরীক্ষা শেষ সেহেতু একটা লম্বা ছুটি পাচ্ছি।পরীক্ষা দিয়ে বাড়িতে এসে খাওয়ায় টেবিল এ মাকে বললাম আম্মু পরীক্ষা তো শেষ চলো না আমরা নানীর বাসায় যায়। আম্মু বললো হুমম রে ঠিকই বলেছিস অনেক দিন তর নানীর বাসায় যাওয়া হয়না।আর তোর নানিও আজ ফোন দিয়েছিল শীতের পিঠা খাওয়া দাওয়াত দিল।আমদের সবাই কে যেতে বলেছে আর তোদের দুই ভাই বোনের ই যেহেতু পরীক্ষা শেষ তাহলে চল আমরা কালি রওনা দেই।

আমি আর ভাই তো অনেক খুশি।অনেক দিন পর নানীর বাসায় যাওয়া হবে।আর আম্মু বলছে খালা ও খালাতো ভাই বোন রাও নাকি সবাই আসবে।অনেক মজা করবো সবাই মিলে।

তো আমরা রাত এ সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখলাম।পরের দিন সকাল ১০টায় রওনা দিলাম ।নানীর বাসায় যেতে আমদের ১:৩০মিনিট সময় লাগে।তো আমরা ১২টার দিকে পৌঁছায় গেলাম ।গিয়ে দেখি খালারা এখনো এসে পৌঁছায়নি ।বিকেল বেলা আসবে।আমরা সবাই ফ্রেশ হইয়ে মামা মামী মামাতো ভাই বোন নানা নানি সবাই মিলে অনেক গল্প করলাম ।দুপুরে খাবার খেয়ে সবাই বসে আছি।গল্প করছি।

৩তার দিকে খালারা সবাই চলে আসলো।আম্মুরাও অনেক খুশি ।অনেক দিন পর সবাই একসাথে হলো।তারপর খালারা খাওয়া দাওয়া করলো।আমরা সবাই মিলে 4তার দিকে বেড়াইতে গেলাম মাঠে।অনেক ঘুরাঘুরি করলাম সব ভাইবোন।তারপর সন্ধার সময় বাসায় ফিরে আসলাম।রাতে আম্মু খালা নানি আর মামী মিলে অনেক রকম পিঠা বানাচ্ছিল।আর আমরা সবাই ভাই বোন বসে বসে দেখছিলাম আর খাচ্ছিলাম।

আহঃ শীতের পিঠা খাওয়ায় মজাই আলাদা।খেজুরের গুড়ের পায়েস,রস পিঠা,ভাপা পিঠা আরো কত পিঠা।অনেক রাত ধরে আমরা পিঠা বানালাম খেলাম।রাতে সব ভাই বোন একসাথে ঘুমালাম আর আম্মু খালা নানী একসাথে ঘুমালো।

সকালে উঠে আমরা গেলাম খেজুর বাগানে খেজুরের রস খেতে।গাছিরা খেজুর এর রস দিয়ে গুর বানাচ্ছে।কি সুন্দর সেই দৃশ্য।শীত এর সকাল আসলেই অনেক ভালো।খেজুর এর রস খেয়ে গুর নিয়ে আমরা বাসায় আসলাম।এবার সবাই মিলে গুর দিতে মুড়ি খেলাম আর আগুন পহালাম।

দুপুরে অনেক রকম রান্না হয়েছে সবাই পেট পুড়ে খেলাম।

আম্মু এবং ভাই আর খালারা সবাই বিকেল বেলা বাসায় চলে গেলো কিন্তু আমি পুরো ছুটি টা নানীর বাসায় কাটাব বলে থেকে গেলাম।আমার মামাতো ভাই বোন রা তো অনেক খুশি আমাকে পেয়ে।

তারপর এভাবে শীত এর পিঠা,খেজুর গুর আর ঘোরাঘুরি দিয়ে শীত এর ছুটি টা নানীর বাসায় পার করলাম।পরীক্ষার রেজাল্ট দিবে তাই বাসায় চলে আসলাম।

আসলে শীত এর ছুটিটা সত্যি নানীর বাসায় খুব মজা করে কাটে।

Related Posts

7 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No