আসসালামু আলাইকুম
আপনার নামাজ পড়ার কথা মনে আছে তো? হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের মাঝে আরও একটি পোস্ট নিয়ে তো আজকের এই পোস্টটিতে তোমাদের দেখাবো একেবারে প্রমাণ সহকারে কিভাবে ইউটিউবে বেশি বেশি ভিউ পাবে তোমার চ্যানেলে যদি জিরো সাবস্ক্রাইবার থাকে তাহলে কোন সমস্যা নেই কারণ তোমাদেরকে আমি একটা ট্রিক শিখিয়ে দেব। সেই চিঠির মাধ্যমে তোমাদের ভিডিও গুলিতে ভিউজ আসবে ইনশাআল্লাহ। তো আমার একটা ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ 1k ভিউজ হয়ে গেছে। তো কিভাবে হল কি কাজ করে হলো সমস্ত কিছু এই পোস্টে বলব অবশ্যই সবাই শেষপর্যন্ত পোস্টটা মনোযোগ সহকারে পড়ে নিবে তাহলে অবশ্যই তোমাদেরও অনেক লাভ হবে এবং কাজে আসতে প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হল আমি দেখেছি অনেকে রয়েছে অন্যদের ভিডিও নিচে কমেন্ট করে থাকো আমার ভিডিওগুলো দেখো এবং আমার চ্যানেল প্রমোট করো এগুলো কমেন্ট করে থাকো তো যারা এগুলো কমেন্ট করেছ তাদের সেই চ্যানেলটা বাদ দিয়ে দাও কারণ সেই চ্যানেলটা কিন্তু অলরেডি spam হয়ে গেছে এবং যারা সাবস্ক্রাইবার কিনে থাকে তাদের চ্যানেল একদিন না একদিন সমস্যা হবে। তো তোমাদের চ্যানেলে ভিউ নিয়ে আসার জন্য কিছু ট্রিক ফলো করতে হবে তাহলে অবশ্যই তোমাদের ভিডিও তো কিন্তু আসবে আর সেটা একদিনে হবে না আমার ভিডিওটা কিন্তু নয় মাসের উপরে হয়ে গিয়েছে তবুও কিন্তু প্রতিদিন অনেক অনেক ভিউজ আসছে। তো তোমরা যদি মনে করো ইউটিউব এ ভিডিও দেখে দেখে ইউটিউবিং শিখবে তারা কিন্তু ভুল ধারণা নিয়ে বসে আছ। কারণ হলো 100 টা ভিডিওর মধ্যে 80 টা ভিডিও কিন্তু ফেক তারা নিজেরাও জানেনা ইউটিউব সম্পর্কে কিন্তু তারা দেখবে ভিডিওতে অনেক ফটর ফটর করছে ভিডিও লম্বা করছে এবং নিজেদের চ্যানেল গ্রো করাচ্ছে। তোমাদেরকে সঠিক ধারণা কিন্তু খুব কম ইউটিউবার দিবে। আর আমিও এর শিকার হয়েছি বারবার। প্রথমত তোমাদের ভিডিও বানাতে হবে ভিডিওর মধ্যে আকর্ষণীয় থাম্মিল দিতে হবে টাইটেল দিতে হবে এবং ডেসক্রিপশন বক্সে লিখতে হবে ভালোভাবে। আর তোমার ভিডিওটাতে ভালো কিছু থাকতে হবে যেন মানুষ বেশিক্ষণ দেখে ধরো তুমি দশ মিনিট ভিডিও বানাবে দশ মিনিটের ভেতর 7 মিনিট যেন মানুষ তোমার ভিডিওটা দেখে সেই রকম ভাবে ভিডিও বানাবে আর ওয়ান কে আমার কিভাবে হল সেটা এখন বলছি তোমাদের। শুধুমাত্র ভিডিওতে ট্যাগ ব্যবহার করে আমার ওয়ানকের উপরে ইউজ করছে এখন অনেকেই বলবে এবং অনেক ইউটিউব আরে বলে থাকে ট্যাগ কোন কাজ। তাদের বলছি না ট্যাগ কিন্তু কাজ করে সেটা আমি প্রমাণ পেয়েছি এবং আমি ভিডিওতে ভালোভাবে চেক দিয়ে Seo করে। ভিডিও আপলোড দিয়ে থাকি এবং ভালো ভিউজ পেয়ে থাকি। তো আরেকটি বিষয় হলো তোমার আগেই ট্র্যাকগুলো দিচ্ছ সেই ট্যাগ গুলো যেন আনকমন হয়। এখন তুমি যদি পপুলার টেক ইউজ করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা সার্চ করলে আসবে না তো তুমি অবশ্যই নিজে থেকে কেক বানিয়ে তোমার ভিডিওতে ব্যবহার করবে যে ভিডিও বানিয়েছ সেই সম্পর্কে ভালো ভালো এবং ক্রিয়েটিভ ট্যাগ ব্যবহার করবে তাহলে দেখবে তুমি সাচ করার সাথে সাথে তোমার ভিডিও প্রথমে চলে আসবে। আজকের পোস্টটি এই পর্যন্তই আশা করছি খুব তাড়াতাড়ি আরো পোস্ট নিয়ে চলে আসব সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে ধন্যবাদ।
এবং আরেকটা কথা তোমরা যারা এই পোস্টটি দেখলে তারা আমার এই ভিডিওটা অবশ্যই দেখবে 1kভিউসের ভিডিওটা এবং শেষের দিকে আমি আরেকটা ভিডিও দিয়েছি সে ভিডিওটা যারা গেম খেলে থাকো তাদের জন্য খুবই ইনপরটেন একটা ভিডিও দয়া করে সেই ভিডিওটা সবাই দেখবে এবং শেয়ার করবে আর তোমাদের যে কোন হেল্প লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুকের লিংক দেওয়া হয়েছে সেখানে অবশ্যই কন্টাক্ট করতে পারো।