অনলাইন এর আয় করা এত সোজা বেপার না সত্যি কথা বলতে গেলে,অনলাইন জগৎ টা যতটা সোজা ভাববেন আপনি ততই বার এই ঠকবেন,
তবে অনলাইন থেকে আয় হয়,অই আয়টা করতে গেলে ও আপনাকে অনেক যাচাই করে নিতে হবে,আপনি যেই কাজ টা করছেন তা কতটা রিয়েল,কারণ এখন অনলাইন মানুষ ধোকা দেয় বেশি। আপনি কাওকে বিশ্বাস করে কাজ করতে যাবেন দেকবেন আপনি টকবেন,
আপনি যদি টিক করেন আপনি অনলাইনে কাজ করে আয় করবেন তাইলে আপনি ঠিক করেন আপনি কি ভাবে কাজটা করবেন,যা আপনি করতে পারেন এমন কাজ গুলো বাচাই করে নিন,তারপর অনলাইনে এমন কাজ গুলো খুজতে থাকুন,প্রথমে আপনার অনেক কষ্ট হবে,তবে আপনি কাজ খুঁজে বের করার সময় ভাল করে যাচাই করেন অই সাইট,বা app কতটা রিয়েল, পেমেন্ট করে কিনা,
পেমেন্ট প্ররুপ আছে কি না….
তবে এখন ফেক সাইট আর সাইট সব গুলো তে প্রেমেন্ট প্ররুব দেয়,এই ক্ষেত্রে আপনি কেমন করে বুজে নিবেন অই সাইট টা রিয়েল নাকি,
আপনি দেখবেন ফেক সাইট গুলো মাঝে অনেক সুবিধা দিবে যাতে আপনি লোভে পড়ে কাজ টা করেন,অই সাইট গুলো তে বোনাস এর পরিমাণ টা অনেক বেশী থাকবে,আর ইনকাম করা অনেক সোজা দেখাবে আপনার কাছে….
আর দেখবেন যেই সাইট গুলো তুলনামূলক ইনকাম কম আর কাজ গুলো একটু জটিল সেই সাইট গুলো রিয়েল,আর আবার বলছি যে সাইটে কাজ করবেন সেই সাইটি ভাল করে যাচাই করে নিন…
আর টাকা ইনভেস্ট করে কাজ করতে হলে তাহলে আর বেশি করে যাচাই করে নিন,অও রকম সাইট গুলো মানুষ কে আর বেশী ধোকা দেয়…..
ভাল থাকবেন, আর কাজ করার আগে ভাল করে যাচাই করে নিন,তাইলে আর্নিং করতে পারবেন অনলাইন থেকে….
কিছু কথা আরও বলে রাখা ভাল এখন যে হারে অনলাইন আয়ের ব্যবস্থা দেখা যাচ্ছে তার ৯০% এই ফেইক, আর অনেকে বলে এই ভাবে আয় করেছেন অই ভাবে আয় করেছেন কিন্তু সত্যি বলতে তারা কোন আয় করে নি,তারা নিজে অহ জানে না যে সে ধোকা খাচ্ছে আর আপনাকে সেই পথে নিয়ে যাচ্ছে,
অই কাজ গুলো থেকে দুরে থাকুন, আর একটা কথা আপনি যদি সত্যি অনলাইন এ আয় করতে চান তাহলে আপনি আনিং কোন সাইট খুঁজে নিন যেই সাইটে আপনি কাজ করতে পারবেন আর আপনি আয় করতে পারবেন,
যদি আপনি ভাবেন দুর এইখানে আয় করা খুব সুজা,এইটা কোন ব্যাপার এই না,তাইলে আপ্নি ভুল করছেন, অনলাইন জগৎ টা এত সোজা না,সব কাজ এত সহজ না,তাই ভেবে কাজ করেন,না হয় আপনি ধোকা খাওয়ার জন্য বসে থাকুন….
খোদা হাফেজ ভাল থাকবেন সবাই… আর সচেতনতার সাথে কাজ করুন, তাইলে নিজে অহ ভাল থাকবেন….