Cheap price backlink from grathor: info@grathor.com

সময়টাই যেখানে পরিবর্তনশীল সেখানেতো মানুষগুলো কিছুই না

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজকে লিখব আমাদের বর্তমান অবস্থা নিয়ে। পৃথিবীতে বেঁচে থাকলে সুখ-দুঃখ হাসি কান্না সবকিছু থাকবে। কিন্তু অনেক সময় দেখা যায় কারো কারো জীবনে কোন সমস্যা বা সুখ স্থায়ী হয়। আবার অনেক সময় দেখা যায় ভিক্ষুক ও এক সময় রাজপ্রাসাদের মালিক হয় আবার রাজপ্রাসাদের মালিক রাস্তায় নেমে আসে। মূলত ভিক্ষুক রাজপ্রাসাদের মালিক হয় তার পরিশ্রম দ্বারা অপরপক্ষে রাজপ্রাসাদের মালিকও রাস্তায় আসে তার কর্মের দ্বারা। মূলত একজন মানুষের ভাগ্য নির্ধারণ হয় তার কর্ম দ্বারা।যে মানুষ কর্মক্ষম সে কখনোই দারিদ্র্য কিংবা তার ভাগ্যের কাছে হার মানে না আর অন্যদিকে যে মানুষ কর্মহীন সে কখনোই তার ভাগ্যে কিংবা তার ব্যক্তি জীবনে কোনদিনই উন্নতি সাধন করতে পারেনা। আবার অনেককেই নানা সমস্যায় জর্জরিত আজকের এই লেখাটা শুধু তাদের জন্যই লেখা। বর্তমান সমাজে তরুণদের কিংবা তরুণীদের অবস্থা খুব একটা ভালো না। বর্তমান যে সমস্যাটা প্রকট তরুণ-তরুণীদের মাঝে তা হচ্ছে অনৈতিক সম্পর্ক কিংবা কিংবা ভালবাসার বেদনা এবং হতাশা। যখন কোনো ছেলে কোন মেয়ে কে মন দিয়ে ভালবাসে এবং যদি তাকে তার জীবন সঙ্গী হিসেবে না পায় তাহলে সে হতাশায় নিমজ্জিত হয় এবং তার মধ্যে একটা অন্যমনস্ক ভাবে দেখা যায়। যা তার শক্তিকে শেষ করে দেয়।ঠিক এই সময়ে অনেকেই তার মূল্যবান জীবন টা পর্যন্ত দেয় এরাই হচ্ছে বর্তমান সমাজের অন্যতম একটি সমস্যা।এখানে যে জিনিসটা প্রয়োজন তা হচ্ছে নিজের জীবন সম্পর্কে নিজের লক্ষ্য সম্পর্কে এবং নিজের কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া। অনেকেই আছে যাদের গেছে ফলে সে নিজের জীবন এর আশা ছেড়ে দিয়েছে এটাই হচ্ছে ভুল। যে তোমাকে ছেড়ে যাবে জেনে নিও সে কখনোই তোমার ছিল না, তাকে যেতে দাও। হয়তো তার চেয়েও ভালো কেউ তোমার জন্য অপেক্ষা করছে। যে তোমাকে ছেড়ে চলে গেছে তুমি প্রমাণ করে দাও যে তোমাকে ছেড়ে যাওয়া টাই তার জীবনে ছিল সবচেয়ে বড় ভুল। যে তোমাকে ছেড়ে সুখে থাকতে পারে তুমি কেন তাকে ছাড়া সুখে থাকতে পারবে না।স্বপ্নটাকেই লক্ষ বানিয়ে নাও দেখবে তুমি সফল।আর একটা কথা মনে রাখা দরকার কেউ কখনো কারো জন্য মরে না কেউ কখনো কারো জন্য অপেক্ষা করে না। সময়টাই যেখানে পরিবর্তনশীল সেখানেতো মানুষগুলো কিছুই না।মানুষ পরিবর্তন হতেই পারে তাই বলে নিজের জীবন সম্পর্কে উদাসীন হওয়া যাবে না। চেষ্টা করলে সাফল্য একসময় ধরা দেবেই।এর জ্বলন্ত উদাহরণ পৃথিবীতে অনেক। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের ও জীবনে প্রেম বিচ্ছেদের মতো ঘটনা ঘটেছিল।তাই বলে কি তা তার বিখ্যাত হয়নি? হয়েছে ।তার কর্ম দ্বারা তার ইচ্ছাশক্তি দ্বারা। চেষ্টা পরিশ্রম করলে কিই না পাওয়া যায়। মনে রাখতে হবে সামান্য একটা মেয়ে কিংবা সামান্য একটা দূর্ঘটনা তোমার বছরের পর বছর লালীত স্বপ্নকে নিংশেষ করে দিতে না।

কারন তোমার স্বপ্ন তো আর দশজনের মত সস্তা না।এটা তোমার শুধু ইতোমার

Related Posts

5 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No