সময় এমন একটা জিনিস যা মানুষের কাছে ধরা দেয় না।সে চলতে থাকে নিজের গতিতে.।সময় হচ্ছে আপন ভুলা…
সে চলছে তো চলছে থেমে থাকতে তার মানা🙄
কিন্তু সময় তো সময় এর মত চলবে,কাছে লাগাতে হবে আমাদের,কথায় আছে সময় আর নদীর স্রোত কারো জন্য আপেক্ষা করে না,তাই আমাদের এই সময় টা সঠিক ব্যবহার করতে হবে,সময় কে যদি হেলা করা এক দিন সেই সময় তোমায় ধিক্কার দিবে….
প্রতিটি মানুষ এর উচিত সময় এর কাজ ফেলে না রাখা,যখন কাজ তখন করে নেওয়া..কারণ সময় এক বার চলে গেলে কান্না করে অহ সেই সময় কে ফিরিয়ে আনতে পারবে না…..
সময় এর ঠিক ব্যবহার করলে সফলতা এক দি আপনাকে ধরা দিবে.সময় কে আপনি যেই ভাবে ব্যবহার করবে সময় আপনাকে সেই ভাবে ফিডব্যাক দিবে….
দুনিয়া জুড়ে যত মানুষ সফলতা পেয়েছেন বা সফল ভাবে নিজেকে গড়ে তুলেছে তাদের পিছনে গল্পটা হল সময়ের যথাযথ ব্যবহার, তারা সময়কে কাজে লাগিয়েছে তাই তারা আজ সফল, তুমি অহ সময়ের ব্যবহার ঠিক করে কর সফলতা একদিন তোমার পিছনে ছুটবে, তোমার ছুটতে হবে না সফলতা,তাই বলতে হলে বলা লাগে সময়ের যথাযথ ব্যবহার এই পারে তোমাকে সফলতার উঁচু শেখরে নিয়ে যেতে…
সময় নিয়ে কিছু মনিষী কথা তুলে ধরলাম…
১.যার হাতে কিছুই নেই, তার হাতেও অফুরন্ত সময় আছে। এটাই বড় সম্পদ”
০২. “অতীত চলে গেছে, তাই এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ভবিষ্যৎ নিয়ে ভেবেও লাভ নেই, চিন্তা করো বর্তমান সময় নিয়ে, সেটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো”
৩. “আমরা যদি সময়ের যত্ন নিই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে”
৪. “আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে, এখনকার সময়ও নষ্ট হবে
তাই বলছি সময়ের মুল্য দাও,প্রতিটি মুহূর্ত তোমার জন্য খুব দামি,আলস্য কর না,অইটা একটা রোগ যারে ধরে শেষ করে চেরে দেয়,তাই এই ব্যধি বাসা বাধতে দিয় না,তাই যখন এর তখন শেষ কর কাল করবে,তাই অই কাল অই দিন টায় আর আসবে না।
মনে রেখ তুমি যা কিছু করো তার মাঝে সময় কে বেশি প্রাধান্য দাও,কারণ সময় তোমায় ফিডব্যাক দিবে একদিন।
যারা আজ পযন্ত সময় কে টিক মত ব্যবহার করে নি তাদের কাজে পাবেন সময় নিয়ে হাজার অভিযোগ, মানুষ বাহানা বানাতে পারে,তাই তাদের অভিযোগ এর শেষ নেই,তারা এইটা ভাবে না,কি করছে সে নিজে ও জানে।আসলে সব সাফল্যের মূল ঘাঁটলে দেখা যাবে, সময়ের মূল্য দেয়া এবং সময়ের সদ্ব্যবহার। তাই সময় এর সঠিক ব্যবহার করেন. সময় এমন একটা জিনিস যা ফিরে গেলে আর পাওয়া যায় না,তাই সময়ের ভাল ব্যবহার করতে পারলে শুধু আপনার জীবন এ উন্নতি করা সম্ভব.
খোদা হাফেজ
anas258