Cheap price backlink from grathor: info@grathor.com

স্কুল জীবনের প্রথম ভালোবাসা

বাসা থেকে বের হয়েছি,স্কুল যাবার জন্য।সাইকেল নিয়ে দাড়িয়ে আছি ফারাবীর জন্য। দেখি একটা মেয়ে ভ্যানে করে স্কুলের দিকে যাচ্ছে,Girls স্কুলের ড্রেস,বুঝতে বাকি রইল না ও Girls স্কুলের।মেয়েটা অনেক সুন্দরী,আমি ওকে দেখেই ক্রাশ খেয়ে গেছি,এর মধ্যেই ফারাবী চলে এলো,আমরা স্কুলের উদ্দেশ্যে রওয়ানা হলাম,আমি যেতে যেতে ওকে মেয়েটার কথা বললাম।আজ ও আমাকে অনেক পচালো,কারন ফ্রেন্ডসদের ভিতর আমিই একমাত্র অধম ব্যাক্তি,যে এখনো কোনদিন ক্রাশই খাইনাই কাউকে দেখে,ভালোই লাগতো না একদম।
স্কুল ছুটি হয় ২ টায়,মাঠ দিয়ে গেটের কাছে আসতে আসতে দেখি সেই মেয়েটা,বাহ্,কি ভাগ্য আমার,পুরা বাধিয়ে রাখার মতো কপাল,সবাইকে দেখালাম,আমার মতো সবাই অবাক।কি অপরুপ সুন্দরী সে।কি দারুন চোখ তার,কপালে জোড়া ভ্রুটার মাঝে একটা কালো টিপ,কি দারুন ঠোটঁ,আর সেই ঠোঁটের উপর মিষ্টি হাসি,পুরা অন ফায়ার।🤩😁
বাকিটা পরে বলি,ও চলে যাবে যে😔,ওকে বাই,ওর পিছু নিলাম,এই experience টা আগে থেকেই ছিল সবারই, ফ্রেন্ডসদের জন্য এমন প্রায়ই করতে হতো।so,প্রব্লেম নাই😅। সাথে থাকা মেয়েটার ফ্রেন্ডগুলা সব বুঝে গেছে,যে আমরা ওদের কারো একজনের পিছু নিয়েছি😕।কি করার আছে, ওদের সবাইকেই চিনি,রাস্তায় থাকার জন্য ওরা ব্যাপারটা ক্লিয়ার করতে পারল না,ওরা হাটছে,আমরাও সাইকেল নিয়ে ওদের পিছে হাটছি🥰।যেতে যেতে ওর বাসার কাছে চলে এলাম,ও বাসায় ঢুকে গেল😔,আমরাও যে যার বাসায় যাওয়ার জন্য ব্যাক করলাম,বিকালে কোচিং আছে,তাই আর দেরি করা ঠিক হবে না।বিকালে কোচিং-এ ঢুকতে না ঢুকতেই,মেয়েরা তো শুরু করে দিল😫।ফারাবী ওদের সব বলে দিয়েছে😑,আমার মানসম্মান আর কিছু থাকল না🥴।রিতু তো সবথেকে বেশি😫।নিশা বলল,”ওর নাম,নিধি।আমাদের স্কুলে নতুন এসেছে,আমাদেরই ক্লাসমেট।”ফারাবী বলল,”সে তোদের দেখেই বুঝেছিলাম😁”।এর মধ্যেই স্যার চলে আসল,আমারা সবাই ক্লাসে মন দিলাম।
পরদিন আবার ওর পিছু নিলাম,আজ শুধু আমি আর ফারাবী😎।ওহ বলে নেই,ফারাবী হলো আমার বেস্টফ্রেন্ড,আমরা ছোটবেলা থেকেই একসাথে,আর আমি হলাম নিশান,মানে ছোট করে নিশু😋।ও ওর ফ্রেন্ডদের সাথে হাটছে,আর আমি আর ফারাবী ওদের পিছে,হঠাৎ করে আমাকে পিছে দেখে নিধি খুব রেগে গেল,ও খুব তাড়াতাড়ি একটি ভ্যান নিয়ে সেখান থেকে চলে গেল।ও হঠাৎ করে এমন করলো দেখে আমি অবাক হয়ে গেলাম,আমার মনটা খারাপ হয়ে গেল😢,কি হলো সেটা জানার ইচ্ছা হচ্ছিল 😫।সেখান থেকে বাসায় চলে আসলাম।বিকালে কোচিং-এ তাড়াতাড়ি গেলাম,দেখি কোচিং এর গেট এখনো খুলে নি।বাইরে দাঁড়িয়ে আছি।নিশা এলো,আমি ওর কাছে দুপুরের ব্যাপারটা সম্পর্কে জানতে চাইলাম।নিশা বলল,”ওরা নিধিকে সব বলে দিয়েছে,ও ওদের ভিষন রাগ করেছে।😢 আর বলেছে এইসব উল্টোপাল্টা কথা ওকে যেন আর কখনো বলা না হয়।”এটা শুনে আমার মন খারাপ হয়ে গেল😔।আমি আর কিছু বললাম না।কোচিং-এ ঢুকে সবার সাথে ফাজলামো করতেছি,এর মধ্যে একজন নতুন স্টুডেন্ট এলো, আমাদের ক্লাসে।guess what…!🤩,আর কেউ না,সেটা নিধিই।হঠাৎ ক্লাসে ঢোকায় আমি ওর দিকে তাকিয়ে পড়েছি,চোখে চোখ পড়ে গিয়েছে।আমার ওকে দেখে এতো ভালো লাগছিলো তা বলে বোঝানো যাবে না🤩।ক্লাস করলাম।পরদিন আবার স্কুল শেষে ওর পিছু নিলাম,ও আমাকে লাইক করে না তা তে কি হয়েছে?আমিতো করি।😋 একই ঘটনার পুনরাবৃত্তি😫।ও আবার আমাকে দেখে ভ্যানে উঠে চলে গেল।আমি আর পিছু নিলাম না,শুধু শুধু তার 10 টাকা বৃথা হয়ে যাবে,আহারে বেচারি😅।থাক পিছু নিয়ে কাজ নাই🙃।এমনই তো কোচিং এ দেখা হবে।কোচিং-এ গিয়ে আমরা সবাই কথা বলি,ফাজলামো করি,বাট আমার নিধিটা কোন কথায় বলে না,ও একদম mood নিয়ে বসে থাকে😒।যাই হোক,এই করতে করতে কোচিং এর week test চলে এলো।নিধির সাথে প্রথম টেস্ট, ওকে প্রুভ করতেই হবে আমি ভালো স্টুডেন্ট 😎,সেই জোশে খুব পড়লাম,এমনই প্রথম ছিলাম,ও কোন ব্যাপার না,বাট তার মানে এই না আমি ভালো স্টুডেন্ট ছিলাম,তা না..😫।রেজাল্ট দিল,হলো ভালো, মোটামুটি ওর আমার সম্পর্কে একটা ধারণা হলো,আমি ফাজিল হলে কি হবে,ছেলে ভালো আছি।তাই সে এখন আমাকে আর ইগনোর করে না,এখন সে একটু কম্ফোর্ট হয়ে গেছে,এখন সে আমি ছাড়া সবার সাথে মোটামুটি কথা বলে,ফাজলামো করে,সে কিন্তু কম ফাজিল না😒।এতোদিন জাস্ট চুপ ছিল।আমার বলা জোক্সে হাসে,কোনো সাব্জেক্টে কোন প্রব্লেম হলে নিশার মাধ্যমে আমার কাছ থেকে সমাধান করে নেই,আমিও তাই😋😁।আমার মনে হলো এখন হয়তো সে ও আমাকে লাইক করতে শুরু করেছে,ফারাবীও বলল,আমার এখন ওকে বলা উচিত🙈।স্কুল শেষে প্রতিদিনের মতো ওর পিছু নিলাম,সে আবারও প্রতিদিনের মতো ভ্যানে উঠে যেতে লাগলো🤦‍♂️।আচ্ছা ও শুধু শুধু কেন এটুকু হেটে আসতো কে জানে,ও তো জানেই আমি ওর পিছু নিবোই,তাহলে ও এমনিই চলে যেতে পারে তো।🤷‍♂️।what if she love me??😉।যাই হোক,আজ কিন্তু ওকে যেতে দিলাম না,আজ সাইকেল নিয়ে ওর পিছু নিলাম।আমি সাইকেল চালাচ্ছি আর ফারাবী পিছে বসে আছে। আমি সাইকেলটা ভ্যানের কাছাকাছি নিয়ে যেতেই ফারাবী ডাক দিল,”নিধি”।what a look yaar…!🤩।ফারাবী বলল,”নিশু তোমাকে ভালোবাসে”। সাথে সাথেই নিধি খুব রেগে বলল,”আর কোনদিন যদি এইসব কথা আমাকে বল তাহলে আমি আব্বুকে বলে দিব,তোমরা আমাকে খুব ডিস্টার্ব কর,আর নিশান তোমার লজ্জা করে না,এইভাবে আমাকে ডিস্টার্ব কর,আজ বলে দিলাম আর কোনদিন যদি তুমি আমার পিছু নিয়েছ তো দেখে নিও”কথাটা শুনে আমি সাইকেল থামিয়ে দিলাম,সাইকেলটা ঘুরিয়ে খুব জোরে সেটা চালিয়ে অনেকটা দূর চলে গেছি।জীবনে কখনো কেউ আমাকে এভাবে বলেনি,আমাকে কখনো এতটা অপমান করেনি,খুব রাগ হচ্ছে আমার নিজের উপর😢😢।ফারাবী বলল,”ওই কি হয়ছে,আচ্ছা ওর যখন পছন্দ না,আমরা আর ওর পিছে যাব না,আমারই ভুল হয়ছে,তোকে এটা করতে বলা আমার একদম উচিত হয়নি,আমি বুঝতে পারিনি এমন কিছু হবে।”রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে।নিজের উপরই রাগ হচ্ছে,ও বলল,বাসায় চল,পাগলামো করিস না।তারপর সাইকেলটা একটু দাড় করিয়ে কিছু সময় দাঁড়িয়ে আবার ঘুরিয়ে বাসায় ফিরলাম।আমার মন ভিষণ খারাপ,লজ্জাও লাগছে খুব,আমি কিভাবে নিধির সামনে যাব বুঝতে পারছি না,এভাবে আমাকে কেউ কোনদিন অপমান করেনি।সেদিন আর কোচিং গেলাম না,আমি কি করব কিছু বুঝতে পারছি না,আমি কোচিং ছাড়তে চাই না এই ছোট কারনে।তাই আমার ওর সামনে যেতে হবে,আমি ওর সাথে কথা না বললেই হলো।আমি ওর পিছু নেই না,ওর সাথে রাস্তায় দেখা হলে তাড়াতাড়ি সাইকেল চালিয়ে চলে যাই,এখন আমি ওকে কোনভাবেই ডিস্টার্ব করি না,কোচিং-এ কোন ক্লাসেই বেশি কথা বলি না।রেহান স্যার জিজ্ঞেস করলো,”নিশু কোন প্রব্লেম?”আমি বললাম,”না স্যার,আমার আবার কি প্রব্লেম হবে,আমি তো সবাইকে প্রব্লেমে ফেলি,আমাকে কে ফেলবে🙂🙂”।স্যার বললেন,”সেই জন্যই বলছি,নিশু এতটা চুপ ক্লাসে,ভাবা যাই না।”আমি কিছু বললাম না। পাঁচদিন পর,কোচিং-এ ক্লাস শেষ,সবাই বের হচ্ছে। আমি বের হতে যাব,এমন সময় নিধি আমাকে ডাক দিল,”নিশান”আমি কিছু না বলে বেরিয়ে যেতে লাগলাম।ও আবার আমার পিছে এসে ডাক দিল,”নিশান,দাঁড়াও”আমি দাঁড়িয়ে গেলাম।ও বলল,”sorry,আর কখনো এমন করবো না”আমি বললাম,”তুমি কেন sorry বলছ,আমি দোষ করছি,আমি তোমাকে ডিস্টার্ব করছি,আমার জন্য তোমার এতো প্রব্লেম হয়ছে,তুমি আমাকে মাফ করে দেও।😔,আমি লজ্জিত,আমি এতো বাজে বিহেভ করবো কারো সাথে ভাবিনি কখনো😢।”নিধি,”তুমি আমার পিছু নেও না কেন?”আমি,”আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি কখনো।”নিধি,”Sorry”আমি,”কেন?”নিধি,”আমি এতো কথা বলতে চাই না,তুই আমাকে সবসময় ডিস্টার্ব করবি,আমি আর কিছু জানতে বা শুনতে চাই না,কোন কিছু না।তুই কাল থেকে আর এমন করবি না।আমার ভালো লাগে না,কাল থেকে সব কিছু যেন আগের মতো হয়,ঠিক আছে।”এটা বলে নিধি চলে যেতে থাকল।আমিতো অবাক,”পাগল নাকি🙄”হঠাৎ পিছে ফিরে বলল,”I like you too,stupid.😒”
পরদিন আমি নিধির পিছু নিলাম,মানে আমি আর ফারাবী। আজ নিধি রাগ করলো না।ওর বান্ধবীরা আমাকে নিয়ে ওকে অনেক পচালো।বাট ও তাদের ও কিছু বলল না।শুধু মুচকি মুচকি হাসে😅।আমার মনে হয় ওর মাথায় ঝামেলা আছে🙄🥴।বাট ও অসম্ভব সুন্দর ছিল।আর ওর সাথে থাকতে,কথা বলতে আমার খুব ভালো লাগতো। আর এইভাবেই আমার স্কুল জীবনের প্রথম ভালোবাসা সফলতা পেল🥰।

(স্কুল জীবনের সেই ছোট্ট ভালোবাসার গল্পগুলো বেশিরভাগ ক্ষেত্রেই থেকে যায় অসমাপ্ত।আমরা এটাকে ছেলেমানসি ভেবে বা পাগলামি ভেবে,ভুলে থাকার চেষ্টা করি।কিন্তু স্কুল জীবনের এই প্রথম ভালোলাগা গুলো হয় সবথেকে বেশি মধুর।সব থেকে স্মৃতিময়।আমাদের জীবনে যতই ভালোলাগা ভালোবাসা আসুক না কেন,আমরা কোনদিন এই ভালোলাগা বা ভালোবাসাটা ভুলতে পারিনা)

Related Posts

4 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No