আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভাল আছি। আজকের আলোচনার বিষয়: স্বপ্নে চেয়ার দেখলে কি হয়, স্বপ্ন কেন মানুষ দেখে?
ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধুই আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয়। এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ হতে পারে, কিংবা সতর্কবাণী হতে পারে। সুতরাং স্বপ্নের বিষয়টা নিয়ে আমাদের খুব ভালো ধারণা রাখা উচিত।
আমরা অনেকেই মনে করি স্বপ্ন একটা নিছক বিষয়। কিন্তু একজন মুমিনের জন্য স্বপ্ন অনেক অর্থপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে পারে। একজন মুমিনের জীবনে একটা ভালো স্বপ্ন হতে পারে আল্লাহ তা’আলার পক্ষ থেকে সুসংবাদ, দিক নির্দেশনা, অথবা হতে পারে ঐ মুমিন বান্দার প্রতি সতর্কবাণী।
দার্শনিকদের মতে, মানুষ যখন ঘুমায় তখন তার মস্তিষ্ক স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করে, বা স্মৃতিগুলোকে পুনর্বিন্যাস’ করে আর সেটাই মানুষের কাছে স্বপ্ন হিসেবে ধরা দেয়। তাদের মতে মানুষের চিন্তা-ভাবনার কিছু প্রতিচ্ছবি তার ঘুমের মাঝে ফুটে ওঠে । তবে এ কথাগুলো বাস্তবতার সাথে কোনো মিল নেই।
ইসলামী জ্ঞানসম্পন্ন বিজ্ঞ আলেমরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন। বিজ্ঞ আলেমরা বলেছেন সব স্বপ্নই মানুষের ধারণাপ্রসূত নয়। আমরা অনেক স্বপ্ন দেখি যা অর্থবোধক।
স্বপ্নে চেয়ার দেখলে কি হয়
(০১) হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহ. বলেছেন, স্বপ্নে চেয়ার দেখা, ইলম শিক্ষা করা যুক্তির আলোকে তা অত্যাবশ্যক। অর্থাৎ আলেম বা জ্ঞানী হওয়ার লক্ষণ।
(০২) স্বপ্নে টেবিল দেখা আত্মীয়স্বজন কেউ বাড়িতে আসার লক্ষণ হতে পারে। অথবা নেতৃত্ব লাভের সম্ভাবনার লক্ষণ।
(০৩) স্বপ্নের টেবিল ভাঙ্গা দেখা স্বপ্নদ্রষ্টার কৃপণতার লক্ষণ।
(০৪) সপ্নে চেয়ার-টেবিল ক্রয় করতে দেখলে সম্মানিত হবার লক্ষণ।
(০৫) স্বপ্নে চেয়ার-টেবিল বিক্রি করতে দেখা ধন সম্পদ বৃদ্ধি হবার লক্ষণ ।
(০৬) স্বপ্নের চেয়ার-টেবিল দান করতে দেখা সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করার লক্ষণ।
(০৭) স্বপ্নের চেয়ার-টেবিল নিয়ে ভাত খেতে দেখলে স্বপ্নদ্রষ্টার জীবনের সফলতার লক্ষণ অথবা মান সম্মান বৃদ্ধির লক্ষণ।
(০৮) স্বপ্নে কাঠমিস্ত্রির বানানো কাঠের চেয়ার দেখলে বিবাহ করার লক্ষণ।
(০৯) স্বপ্নে তার বসার চেয়ার ভেঙ্গে যেতে দেখলে স্ত্রীর মৃত্যু হওয়ার লক্ষণ।
(১০) স্বপ্নে নিজের বন্ধু বা পরিচিত একজন শক্ত কাঠের চেয়ারে বসতে দেখা, শীঘ্রই ঐ ব্যক্তির সম্পর্কে দুঃখজনক সংবাদ পাওয়ার লক্ষণ।
উপসংহার : ভালো স্বপ্ন আল্লাহ তায়ালার পক্ষ থেকে আসে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। খারাপ স্বপ্ন দেখলে সাথে সাথে আমাদের বামদিকে তিনবার থুতু ফেলে আউযুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজীম বলা উচিত।
তবে আপনারা কেউ আবার সত্যিকারের থুথু ফেলবেন না। এর মানে হচ্ছে মুখ থেকে পানি বের করবেন না। থুথু ফেলার একটা আওয়াজ করতে হবে। হাদিস থেকে জানা যায়,
হাদীসে এসেছে “নাফাস” শব্দ যার অর্থ দাঁড়ায় হালকা থুতু যাতে কোনো পানি নেই। আমাদের আল্লাহ তায়ালা সুন্দর সুন্দর কার্যকরী স্বপ্ন দেখার তৌফিক দান করুক। সবাই বলুন “আমিন”
পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।