আসসালামু আলাইকুম , আশা করি আপনারা সবাই ভালো আছেন । আজ আমি আপনাদের কাছে একটি মজার গল্প শেয়ার করব । গল্পটি হলো হাঁসের একটি পাঁ । এবার আমরা গল্পটি বলি –
বাজার থেকে এক ভদ্রলোক একটি হাঁস ক্রয় করলেন । হাঁসটি নিয়ে তিনি বাড়ি রওনা হলেন । বাড়ি পোছানোর পর তিনি তার রাধুঁনিকে হাঁসটি রান্না করতে বললেন । রাঁধুনি হাঁসটি রান্না করলেন । রাধুঁনি রান্না শেষ করলেন । হাঁসটি কি রকম রয়েছে তার স্বাদ নেওয়ার জন্য রাঁধুনি ছোট এক টুকরা হাঁস খেয়ে ফেললেন । হাঁস রান্না খুবই সুস্বাধু হয়েছিল । রাঁধুনি তার লোভ সাঁমলাতে পারল না । রাঁধুনি একটি রান খেয়ে ফেলল । এবার শুরু মাজার ও আসল গল্প । এখন মালিক খাবার খাওয়ার জন্য আসলেন । রাঁধুনি খাবার পরিবেশন করলেন । এখন মালিক খাবার খেতে যাওয়ার পর দেখলেন রান একটি । রান থাকবে দুটি , তাহলে অন্য রানটি কোথায় । মালিক রান খুঁজতেছে ।
মালিক রান খুঁজছে কিন্তু কিছুতেই রান খুজেঁ পাওয়া যায় না । এখন সে তার রাঁধুনিকে ডেকে প্রশ্ন করছে , রান আর একটি কোথায় । রাঁধুনি বলল , হাঁসের একটি তো একটি পাঁ থাকে । হাঁস এর একটি পাঁ থাকলে রান ও একটি । মালিক বলল , হাঁসের পাঁ দুটি থাকে । রাঁধুনি বলল , মালিককে হাঁস এর দুটি পা নয় , হাঁস এর একটি পাঁ রয়েছে । এখন , রাঁধুনি ও মালিক হাঁস এর একটি পাঁ না দুটি পাঁ তা নিয়েঁ কিছু সময় তর্ক করলেন । তাঁদের তর্ক কিছু সময় পর শেষ হলো । এখন , মালিক তারঁ রাঁধুনি এর কাছে প্রমান চাইঁলেন । যে প্রমান করো যে হাঁস এর একটি পাঁ । রাঁধুনি প্রমান করবার জন্য রাঁজি হলেন যে হাঁস এর একটি পাঁ । রাঁধুনি মালিককে একটি হাঁস এর ঝাঁক কাছে নিয়ে গেল । মালিক দেখল হাঁসগুলি এর পাঁ একটি । এখন মালিক বিশ্বাস করল যে হাঁসের একটি পাঁ । তারপর মালিক বাড়ি আসল এবং হাঁস এর একটি পাঁ এর একটি রান খুব মজা করে খেয়ে ফেলল ।
মলিক বুঝতেই পারল না যে , রাঁধুনি তাকে কিভাবে বোকা বানিয়ে ফেলল । রাঁধুনি হাঁস এর একটি পাঁ বিলুপ্ত করে ফেলেঁছে । রাঁধুনি নতুন প্রজাতির হাঁস আবিষ্কার করে ফেলল । যদি হাঁস জাতি একথা জানতে পারে তাহলে রাঁধুনির খবর আছে । সব জানার পর সব হাঁস মিলে রাঁধুনিকে দিবে গন পিটুনি ।
সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন যে গল্পটি কেমন লাঘল । মালিক কত শখ করে বাজার থেকে হাঁস ক্রয় করে আনল , যে মজা করে হাঁস এর রান দুটি খাবে । কিন্তু হাঁস এর তো একটি পাঁ । কি দু:খ ! কি দু:খ ! মালিক এখন থেকে হাঁস এর একটি পাঁ খাবে , কারন হাঁস এর তো একটি পাঁ ।
সঠিক বলতে গেলে হাঁস এর দুটি পাঁ । এখানে অন্য পাঁ টি রাঁধুনি এর । রাধুঁনি খুবই চালাক । সে কিভাবে তার মালিককে বোকা বানিয়ে ফেলল । চমতকার রাঁধুনি ।
গল্প এর শেষে আমি একটি কথা বলব – প্যাগ , প্যাগ , প্যাগ প্যাগ ।