আমাদের মাঝে একটা কু সংস্কার আছে যে আমাদের ভাগ্য আছে।ভাগ্যে যা হবে তাতো হবেই আমি কিছু করবো না।
আরে ভাই একটা কথা খুব ভালো করে জানেন হয়তো বাচ্চা যদি না কাদে তাহলে মা ও দুধ দেয়না।
ভাগ্য আছে বলে কিছু নেই।আপনার কর্ম আপনার ভাগ্য।আপনি যা করবেন তা ই হবে ভালো কছু করলে সেই ভালো কাজের জন্য উপোহার পাবে আর খারাপ কাজের জন্য শাস্তি পাবে।
সুখ শান্তি এমনি আশে না এটাকে অর্জন করে নিতে হয়।
আমাদের সমাজের নামি দামি লোকের সম্বন্ধে একটু ভালো করে জানুন দেখুন তারা কি ছিলো আর কি হয়েছে।এসব কিন্তু এমনি হয়নি।তারা অনেক কস্ট করেছেন বিধায় তারা আজ এ পর্যায়ে পৌছাতে পেরেছেন।