আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৬ সপ্তাহের পরিকল্পিত এ্যাসাইনমেন্ট প্রোগ্রামে আজকে নিয়ে এলাম এই সপ্তাহে চলমান ৯ম শ্রেণির বিজ্ঞান (পার্ট-৩, ৬ষ্ঠ সপ্তাহ) এ্যাসাইনমেন্টের সমাধান। তাহলে শুরু করা যাক।
(ক) উত্তর: যে সকল যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন প্রদান করে তাকে এসিড বলে যেমন: HCl
(খ) উত্তর: অ্যাসিটিক এসিডের (6-10)% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়।
আমরা জানি যে সকল এসিড পানিতে আংশিক বিয়োজিত হয় অর্থাৎ যতগুলো এসিড অণু থাকে তার সবগুলো H+ আয়ন তৈরি করে না ;তাকে দুর্বল এসিড বলে। তেমনি ভিনেগারও সম্পূর্ণরূপে পানিতে বিয়োজিত না হয়ে আংশিক বিয়োজিত হয়, এজন্য ভিনেগারকে দুর্বল এসিড বলা হয়।
(গ) উত্তর : উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি হচ্ছে
HCl(aq) + Al(OH)3(aq) =?
বিক্রিয়াটি সমতাকরণ করে পাই,
3HCl(aq) + Al(OH)3(aq) = AlCl3 + 3H2O
এসিড + ক্ষার = লবণ + পানি
এখানে HCl, Al(OH)3’এর সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।
আমরা জানি, এসিড ও ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করলে তাকে প্রশমন বিক্রিয়া বলে।
এখানে HCl, Al(OH)3 এর সাথে বিক্রিয়া করে AlCl3(লবণ) ও H2O(পানি) উৎপন্ন করেছে।
সুতরাং, (ii)নং বিক্রিয়াটি হচ্ছে প্রশমন বিক্রিয়া।
(ঘ) উত্তর: উদ্দীপকের বিক্রিয়া দুটি হচ্ছে প্রশমন বিক্রিয়া।
2HCl(aq) + Mg(OH)2(aq)= MgCl2 + 2H2O
এসিড + ক্ষার = লবণ + পানি
2HCl(aq) + Al(OH)3(aq) = AlCl3 + 3H2O
এসিড + ক্ষার = লবণ + পানি
পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ার ভূমিকা অপরিসীম। মূলত পাকস্থলীতে এসিডিটি দেখা দিলে আমাদেরকে এন্টাসিড ওষুধ সেবন করানো হয়। এন্টাসিড ওষুধ মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড [Mg(OH)2] যা সাসপেনশন বা ট্যাবলেট দুই ভাবেই পাওয়া যায়। কখনো কখনো এন্টাসিডে [Al(OH)3] অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও থাকে। এই ক্ষারজাতীয় এন্টাসিড ওষুধ পাকস্থলীতে এসিডের সাথে বিক্রিয়া করে এসিডকে প্রশমিত করে নিরপেক্ষ যৌগ লবণ ও পানি উৎপন্ন করে।এবং এই লবণ ও পানি বেশি হয়ে গেলে তা আমাদের শরীরের ঘামের মাধ্যমে ও প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় এবং আমরা এসিডিটি থেকে রক্ষা পায়।
সুতরাং, পাকস্থলীতে এন্টাসিড সমস্যা হলে তা থেকে উত্তরণের জন্য উদ্দীপকের বিক্রিয়াগুলো ভূমিকা অপরিসীম।
কোন সমস্যা হলে কমেন্ট করুন এবং পরবর্তী এ্যাসাইনমেন্টগুলো পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
আগের পোস্টটি পড়তে ক্লিক করুন।