তুমি ভালোবাসনি;ভাবলে—-
কেনো জ্বলে উঠে আপাদমস্তক?
কেনো দু চোখ ভিজে যায়
উষ্ণ গরম জলে??
যদি জিগ্যেস করি,কি জবাব দেবে শুনি?
জানি!নির্বাক তুমি অপলক তাকাবে,
ওই বিধ্বস্ত অন্ধকারে,
যেখানে আমার ভালোবাসা;
সামান্য মুক্তির আশায়
ঝড়ের বেগে ধেয়ে গেছে কেবল
সুনামীর মত;তোমার পথের পানে!!
জানো তো? কেবল তোমারি জন্য
যুদ্ধে মেতেছি যুগে যুগে—-
কেবল বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকার ভয়ে
হাতে তুলে নিয়েছি যত ভয়ংকর অস্ত্র।
তোমাকে দিবো না বলে —
কালের কপালে জুটেছে যত ঘূর্ণিঝড়!
সময়ে আঘাত হেনেছে মহামারী,
তোমাকে পেতে না হয়
আবার ও বইয়ে দেবো —
রক্তের বন্যা;
পৃথিবীর সকল মহা সমুদ্রে।
আকাশের সকল মেঘমালা এনে না হয়
আবার ও বইয়ে দেবো প্রলয়ংকরী আগুনে বৃষ্টি।
ঝলসে যাক;সে চতুর্দিক!
যা আমার নয়।
বদলে দেবো ভীষণ বিষ্ফোরণে
পৃথিবীর আণ্হিক ও বার্ষিক গতিশীলতা।
কেবল এখনো আকাশ নীল
যা আজীবন,
প্রেমের সংগ্রামী সত্তার বিজয়ে অমলিন।
মায়া নয় সখা!
ক্ষমতার ছলনায়!!কি মায়াহীনতায়!!!
কেবল আলিঙ্গন মত্ত
আজ সবুজ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি!!
আর তাই যুগে যুগে তুমি আমার প্রণয়ী,
কোনো ধ্বংস হয়ে যাওয়া মহাশূন্যের বলয়ে
ঘূর্ণায়মান উপগ্রহ নয়——
নয় নীহারিকার আগমনে
পৃথিবীর বুকে জেগে থাকা
স্বপ্নীল সুখস্মৃতি;
তুমি আমার কালের কপোলে
জেগে উঠা জ্বলজ্বলে ভালোবাসার দ্যুতি।
যা আবহমান কাল ধরে বয়ে চলেছে
সৃষ্টির আদি হতে অনন্তকালের পথে।
দেখেছো কি?এখানে মায়ার ছন্দে পরিপাটি
সমাজ আজ ভীষণ বুভূক্ষু কেবল ;
আপন!আপন!!আপন!!
আমার আপন এই ছন্দে,
ভীষণ অসহায় আর সব।
তবুও ইচ্ছেরা কেনো বল খোঁজে তোমায়
আজো,গ্রামের সারি সারি গাছের ছায়ায়
চির সবুজ ধানের ক্ষেতের সবুজের দোলায়?
উড়ে যাওয়া কোনো পাখির ডানায়?
তুমি তো আছ বহমান বাতাসে
আমার ভাগ্য বিধাতার অগুনিত হাস্য-পরিহাসে।
জানি, তুমি ভুলেছ বিজয়ের একাল-সেকাল
এসবে কোনো ইন্টারেস্ট নেই তোমার।
তবু হঠাৎই যখন মুক্তির গান গাই
ভেবেছিলে কি একবারও কংক্রিট হয়ে গেছি?
না ভাবনি।
তবে কি লাশ কাটা ঘরে মৃত্যু হয়নি
আজন্ম লালিত ভালোবাসার স্বপ্নের?
যদি এমন হত—–
শুধু ভালোবাসি বললে
ফুল ফুটত রোজ গাছে ও ঘাসে।
শুধু ভালোবাসি বলে,
রোজ সৃষ্টি হত নতুন পৃথিবী।
যদি এমন হত সকল পাপ মুছে যেতো
বৃষ্টির জলে।কেবল ভালোবাসার বলে,
ভুলে যেতাম অপরাধ যত,
যদি টাকা ও চাষ করা যেতো
অঙ্কুরিত ফসলের মত;
তবে জীবনের অভাব যত বিদায় নিত
রাতের আধার শেষে আগত দিনের মত।
তবে সেখানে তারূন্যের উচ্ছাসের প্লাবন
তোমার ভালোবাসাকে সংগীত করে
লোক হতে লোকান্তরে একি সুরে -মুগ্ধতায়
ছড়াবে আলো; গোধূলির ধূসর রাঙা সাঝের বেলা
কোনো গৃহিনীর কন্ঠে বেজে উঠবে;
আমাদের আবহমান কালের ভালোবাসা।