অনলাইনে জিনিসপত্র কেনার সময় যেনো না চিটিং এর স্বীকার হন তার জন্য বেস্ট কিছু টিপস
অনলাইনে জিনিসপত্র কেনার সময় যেনো না চিটিং এর স্বীকার হন তার জন্য বেস্ট কিছু টিপস
আজকাল তো অনলাইনের যুগ , আর অনলাইন নির্ভর অনেক দোকান পত্র রয়েছে । ধীরে ধীরে অনলাইনে কেনাটাকা বাড়তেছে । আর অনলাইনে কেনাকাটায় ঠকানোর চেষ্টা করা হয় দ্বিগুণ হারে । তবে এক্ষেত্রে আপনারা কিছু সতর্কতা অবলম্বন করলে আর কেনাকাটায় ঠকবেন না । কিছু টিপস আপনাকে করে তুলবে স্মার্ট ।
তাহলে চলুন সেগুলো জেনে নেয় —
* অনলাইনে কেনাকাটার সময় যে, ছবির মতো প্রোডাক্ট আপনি ওয়ার্ডার দেবেন সেই ছবিটি সংগৃহীত করে রাখুন ।
*সেই ছবিটি দিয়ে মিলিয়ে নিন । আপনার প্রোডাক্ট টি দেখতে কি ঐছবির মতো নাকি অন্য কোনো প্রোডাক্ট দিয়েছে । যদি ছবির প্রোডাক্ট এর মতো না হয় তাহলে অভিযোগ করতে পারেন ।
*আপনি এই অনলাইনের অফিসের ঠিকানা ফোন নাম্বার ভালো ভাবে নোট করে রাখুন । প্রয়োজনে আপনি ঐ অফিসে যেতে পারেন ।
* পণ্যের দাম পরিশোধ করার জন্য অনেকগুলো অপশন থাকে , সেক্ষেত্রে আপনারা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে দাম পরিশোধের ক্ষেত্রে সাবধান হতে হবে। আর ব্যাংকের মাধ্যমে দাম পরিশোধ না করাই বেটার ।
* কোনো ব্যক্তিগত উদ্যোক্তার কাছ থেকে অর্থ ফেরত পাওয়াটা কঠিন। তবে পণ্যের কোনো সমস্যা থাকলে আপনি টাকা ফেরত চাইতে পারেন ।
এই টিপস গুলো যদি কেউ কাহে লাগায় তাহলে আশা করা যায় আপনারা অনলাইনে কেনাকাটার সময় ঠকবেন না । এরপরও যদি আপনি ঠকে যান তাহলে ভোক্তা অধিকার অনুযায়ী পুলিশের কাছে অভিযোগ করুন । সচেতন হন , সতর্ক থাকুন । কেননা সতর্কতার কোনো মার নেই ।
ধন্যবাদ সকলকে ।
Good
Ok
Nice
Thanx
❤️
Nice
ooo