অনেক আগে একটা গ্রামে একজন সাধুবাবা বাস করতেন.।.তিনি নাচলে বৃষ্টি পড়ত.।.গ্রামে যখন বৃষ্টির অভাবে মানুষের চাষাবাদ নষ্ট হয়ে যেত ,””””””””””তখন গ্রামের মানুষরা সবাই মিলে সাধুবাবার কাছে আসতো, ,,এবং প্রাথনা করত,,,,, “বাবা বৃষ্টি ডাকেন,,,,,, আমরা অনাহারে ভোগছি ,,,,’আমাদের ওপর দয়া করেন “””””এই বলে সবাই কান্নাকাটি করত, “সাধুবাবা বসা থেকে উঠে ———–নাচ শুরু করত “তখনই চারিদিকের আকাশ মেগালো হয়ে যেত, ,””””””'””””””””””তারপর —-বৃষ্টি পড়ত “”””””””,গ্রামের সবাই আনন্দ ওল্লাশ শুরু করত, “””””””
একদিন শহর থেকে গ্রামে চারজন ছেলে আসে। গ্রাম দেখতে “””””এরা গ্রামের মানুষ থেকে সাধুবাবার কথা শুনে হাসি পায়, “”””””””””তারা সাধুবাবার কাছে যায় এবং বলে “”””””””বাবা আপনি নাচলে নাকি বৃষ্টি পড়ে “””””আমাদেরকে একটু বৃষ্টিতে ভিজান দেখি,,, এই বলে হাসতে থাকে ,,,,”বাবা বলে হে ভিজাব আমার একটা শরত আছে, ,,””ছেলেরা বললো কি???? বাবা বললো,,, তুমরা আগে নেচে বৃষ্টি আনতে পারো নাকি দেখি,, ,”ছেলেরা নাচ শুরু করলেন ,,,”৪-৫ঘনটা নাচলেন, কিন্তু বৃষ্টি এলোনা,,,, “এবার সাধুবাবা নাচ শুরু করলেন.কিছুক্ষণ নাচার পর “””””হঠাৎ “””””””””””””বৃষ্টি এলো “”””””এই দেখে ছেলেরা অভাক হয়ে গেল “””””
তারপর ছেলেরা সাধুবাবা থেকে খমা চাইলো, “”””””””””””
Good
Nice
হাহাহাহাহাহহা
Hummmmm
Nice
nice post
nice post.
Obak
Nice
❤️
Ok
Thanks
nice post