এই পোস্টটি একটু অন্য রকম,তার পরেও লিখতে বসলাম।
আচ্ছা আপনার চার পাশের আইন ব্যাবস্থার কথা চিন্তা করে বলুনতো আইন কি সবার জন্য এক.? অনেকে বলবেন জি আইন ব্যাবস্থা এক,আবার অনেক লোক বলবেন এক নয়।যারা বল্লেন যে এক নয় তাদেএ চোখের সামনে বা তাসের সাথে এমন কোন ঘটনা নিশ্চই ঘটেছে যার কারনে বলতে বাধ্য হয়েছেন।
ভাই আপ্নারা একটু চিন্তা করেন আমাদের বাসায় যখন কেউ বেড়াতে আসে। তখন তাকে আমরা আদোর যত্ন করি।ঠিক তেমনি আমাদের আইন ব্যাবস্থা ও তেমন হয়ে যাচ্ছে অনেক জায়গায়।যখন একটা গরিব লোকের ছেলে বা গরিব বাবা জেলে যায় তখন তাদের না দেয়ার থাকে ঘুষ আর না থাকে বেড় হওয়ার কোন রাস্থা।এবং জেলে তাদের অনেক বাধার সম্মুক্ষে যেতে হয়।অন্যদিকে আমাদের মাঝে যাদের টাকা পয়শা আছে এমন লোক জেলে ঢোকে বেড়িয়ে আসতেও সময় লাগেনা।আর যদি বেড় হতে লেট ও হয় তাহলে তাদের তাদের জন্য জেলের মধ্যে থাকে রাজার হালত এর ব্যাবস্থা যা গরীব সেই ছেলে বা বাবাটির পহ্মে সম্ভব না।
Nice
nice
nice
Ok
Nice
❤️
https://blog.jit.com.bd/a-good-quality-gpu-for-smartphones-4544
ওহ
Thanks
nice post
basic!