১. যুক্তরাষ্ট্রের Guantanamo bay detention camp কোথায় অবস্থিত?
(ক) ফ্লোরিডা (খ) হাইতি
(গ) জ্যামাইকা (ঘ) কিউবা গ
ব্যাখ্যা; ওয়ানতানামে বে কারাগারে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার যা বন্দিদের উপর
অমানষিক নির্যাতনের জন্য কুখ্যাত। ৯/১১- এর পরবর্তী সময়ে ‘শত্রু যুদ্বাদে’র আটক রাখতে
২০০২ সালের জানুয়ারিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এ কারাগার চালু করেন।
দক্ষিণ কিউবায় অবস্থিত মার্কিন সেনাঁঘাঁটিতে ওয়ান্তানামো বে কারাগার অবস্থিত। ১৯০৩ সালে হাভানা
চুক্তির আওতায় কিউবা থেকে ইজারা নিয়ে মার্কিন ঘাঁটি নির্মাণ করা হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট
বারাক ওবামা কারাগারটি বন্ড করার ঘোষণা দিলেও কংগ্রেস বাধার কারণে তা সম্ভব হয়নি।
২. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা ( The 2030 Agenda for Sustainable Development)- তে কয়টি লক্ষ্য (০) রয়েছে?
(ক) ১৫ (খ) ১৭
(গ) ২১ (ঘ) ২৭ খ
ব্যাখ্যা; ২৫-২৭ সেপ্টেম্বর, ২০১৫ যুক্তরাষ্ট্রের নিউওয়ার্কে জাতি সংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনের ১ম দিনেই টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা গৃহীত হয় এবং এর অংশ হিসেবে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য (০০০০০) এবং ১৬৯টি লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। এই এজেন্ডার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে পৃথিবীকে পুরোপুরি দরীদ্রমুক্ত করাসহ উন্নয়নকে টেকসই করতে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতভাবে টেকসই উন্নয়নের লক্ষ্য গ্রহন করে। ১৫ বছর মেয়াদি এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হয় ১ জানুয়ারি ২০১৬।
৩. জাতিসংঘ কোন সালে মানবাধীকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
(ক) ১৯৪৮ (খ) ১৯৫৬
(গ) ১৯৪৫ (ঘ) ২০০০ ক
ব্যাখ্যা; মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল যা ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে জাতিসংঘ সাধারণ পরিষদের ১৮৩তম অধিবেশনে গৃহীত হয়।
৪. মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?
(ক) তাজাকিস্তান (খ) আজারবাইজান
(গ) পর্তুগাল (ঘ) বেলারুশ ঘ
ব্যাখ্যা; দেশ- তাজাকিস্তান, আজারবাইজান, পর্তুগাল, বেলারুশ।
রাজধানী- দুশানবে, বাকু, লিসবন, মিনস্ক।
৫. সর্বশেষ মিউনকি নিরাপওা সম্মেলন কোন সালের কোন মাসের হয়েছে ?
(ক) সেপ্টেম্বর,২০১৮ (খ) মার্চ, ২০১৯
(গ) ফেব্রুয়ারি, ২০১৯ (ঘ) ডিসেম্বর ২০১৯ গ
ব্যাখ্যা; ১৫-১৬ ফেব্রুয়ারি, ২০১৯ জার্মানির মিউনিখের হোটলে (Hotel Bayerisher Hof) বাইরিশার হফ- এ ৫৫তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলনে অস্ত্র নিয়ন্ত্রণের ভবিষ্যৎ নিয়ে আলোচনার পাশাপাশি বাণিজ্য ও আন্তর্জাতিক নিরাপওা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জলবায়ু পরিবর্তনের মতো বিষয় পরিবর্তন এবং আন্তর্জাতিক নিরাপত্তা প্রযুক্তিগত উদ্বোধনের বিষয় আলোচনায় স্থান পায়।
৬. `V 20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
(ক) কৃষি উন্নয়ন (খ) দারিদ্র বিমোচন
(গ) জলবায়ু পরিবর্তন (ঘ) বিনিয়োগ সম্পর্কিত গ
ব্যাখ্যা; `V 20’ এর পুর্ণরুপ Vulnerable Twenty। এটি মূলত জলবায়ু পরিবর্তনজনিত গ্রুপ যা ফিলিপাইনের সভাপতিত্বে ৮ অক্টোবর ২০১৫ পেরুর রাজধানী মিলাতে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের শীর্ষ 20 টি দেশ যারা সর্বাধিক জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সম্মুখীন তারাই এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন।
৭. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়?
(ক) ১৯৭৯ সালে (খ) ১৯৮২ সালে
(গ) ১৯৮৩ সালে (ঘ) ১৯৯৮ সালে খ
ব্যাখ্যা; জাতিসংঘ সমুদ্র আইন ‘জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন’ United Nations convention The law of the sea সংক্ষেপে Unclos হিসেবে পরিচিত।
জলসীমা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে বিরাজমান বিরোধ মীমাংসার দিক-নির্দেশনা দেওয়ার জন্য ১৯৮২ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন’ চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯৪ সালের ১৬ নভেম্বর এটি কার্যকর হয়। জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশনের ৫৭ অনুচ্ছেদ মোতাবেক কোন দেশের উপকূল রেখা বা ভিত্তি রেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকাকে (Exclusive Economic zone) একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল বলা হয়।