আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপর ছাত্রলীগের হামলা কি সত্যিই গুজব?

“আমরা সবকিছু গুজব বলে উড়িয়ে দিতে ভালোবাসি

প্রথম আলো, ডেইলিস্টার, বিডিনিউজ২৪, ইনডিপেনডেন্ট টিভি – এদেরকে তো আমরা TRUSTED NEWS SOURCE বলে মানি … এরা কোন নিউজ দেখালে বা ছাপালে আমরা বিশ্বাস করি

আপনি টিভি খুলে দেখেন, এরা কেউ কিছু দেখাচ্ছে না … কোন নিউজ সাইটে ধানমন্ডির কোন নিউজ নাই … অথচ দুনিয়ার কোথাও কিছু হলেই আমরা লাইভ আপডেট পেতাম এতদিন … বাহ !!

তো আমরা এখন কাকে বিশ্বাস করবো ??

দুইটা কলেজের ছাত্রী কাঁদতে কাঁদতে ফেইসবুকের একটা লাইভ ভিডিওতে বললো যে তাদেরই সাথের বন্ধুবান্ধবদের খুন এবং রেইপ করা হয়েছে … জিনিসটা ছড়ায়ে গেলো … এবং এটাই আমাদের একমাত্র সোর্স !!

আপনি বাসায় বসে কিভাবে জোর দিয়ে বলেন যে এটা গুজব ??

আপনার মিডিয়া গিয়ে এটাকে ভুল প্রমাণ করুক

আপনি এটাকে ভুল প্রমাণ করেন

ডেডবডি তো আর কেউ দেখাতে পারতেছে না কারণ ভিডিও করতে দিচ্ছে না, ফোন কেড়ে নিতেছে

তো এখন মানুষ কি করে আপনাকে বিশ্বাস করাবে ??

আপনার ঘরের ভেতর যদি একজন আপনাকে মারে এবং আপনার প্রতিবেশী সেটা দেখে অন্যদের জানায় … আপনার প্রতিবেশীর মুখের কথাই তো মানুষ বিশ্বাস করবে তখন, নাকি ?? … নাকি তখন আবার ভিডিও এভিডেন্স লাগবে ?? তাও আবার একাত্তর টিভি, আল জাজিরা আর ডেইলি স্টারের ??

মার্ডার বা রেপ হচ্ছে কিনা – আল্লাহ ভালো জানেন … তবে রক্ত যে ঝরেছে – সেটা তো মিথ্যা না … যা হচ্ছে, ভালো হচ্ছে না … সাফাই গাবেন না … মানুষ হয়ে থাকলে এগুলার সাফাই গাবেন না !!” 🙂

ছাত্রলীগের হামলায় নিহত আইডিয়াল কলেজ ছাত্রের মৃত দেহ।

Related Posts

8 Comments

মন্তব্য করুন