কোনো বিষয় না আপনারা কোন ব্রান্ড এর স্মার্ট ফোন ব্যবহার করছেন। আমাদের স্মার্ট ফোনে সীমাহীন লুকানো বৈশিষ্ট্য রয়েছে, যা হয়তো তোমরাও জান না। তাই আজকে আমি এমন কিছু স্মার্টফোনের ২০২১ সালের কিছু টিপস নিয়ে এসেছি যা আপনাদের কাজে আসতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক।
১. ( floating tabs) কম্পিউটারের মত ভাসমান করে নিন আপনার টেব বা সাইট।
যদি আপনারা মাল্টিটাস্ক পছন্দ করেন তাহলে এই টিপস টি আপনাদের জন্যে। floating tabs বা ভাসমান টেব ঠিক কম্পিউটারে যে রকম একসাথে দুটি কাজ করা যায় ঠিক সেই রকম। ধরেন আপনি এক দিকে ইউটিউব ভিডিও দেখছেন আর অন্য দিকে মেসেঞ্জারয়ে কারো সাথে চ্যাট করছেন।
কেবলমাত্র অ্যান্ড্রয়েড ১০ ইউযার রা এই স্টেপ ফোলো করতে পারেন।
১.⚙️সেটিং এ যান।
২.developer অপশনে যান। যদি আপনি ইতিমধ্যে developer না হন তাহলে developer অপশনে চাপ দেন, যতক্ষন না আপনাকে এসএমএস দেয় আপনি developer আ্যড করেছেন।
৩.ভিতরে ঢুকে, নিচে যান, গিয়ে দুটি অপশন চালু করুন।
১ “force activists to be resizable ” ২ “Enable freeform windows “
৪.পরিবর্তন এর জন্য Reboot করুন।
৫.Reboot করার পর মেনু বাটনে ক্লিক করুন এবং যেকোনো একটি টেব বা সাইটে একটু সময় চেপে ধরুন। তারপর “freeform” অপশনে ক্লিক করুন।
এখন আপনি যেকোনো অ্যাপ্লিকেশান ছোট বড় করে ব্যবহার করতে পারবে।
২.( accessibilities feature) বা অভিগম্যতার বৈশিষ্ট্য।
অনেক ফোনেই কিন্তু একাধিক অপশন রয়েছে সেটিং এর জন্য। কিন্তু আপনার ফোনে কি গুরুত্বপূর্ণ কিছু সেটিং খুঁজে পাচ্ছেন না। যেমন, date and time, gesture, talkback, screenshot ইত্যাদি। কিছু কিছু ফোনে accessibility চালু না থাকলে এসব খুঁজে পাওয়া যায় না। তাই আপনি এটি চালু করলে অনেক অপশন পাবেন।
Accessibility অপশন চালু করতে নচের নিয়মগুলো অনুসরণ করুন।
১.⚙️সেটিং এ যান।
২.accessibility অপশনে যান, গিয়ে 🔛 অন বাটনটি চালু করুন।
এটি চালু করলে আপনি অনেকগুলো সুযোগ সুবিধা পাবেন।
৩.Gboard ব্যবহার করে একসাথে অনেকগুলি লেখা কপি করোন।
কপি ও পেস্ট এর ব্যবহার কিন্তু প্রায়ই দেখা যায়। যেকোনো ডকুমেন্ট গুরুত্বপূর্ণ মনে হলে কিন্তু আমরা কপি করে রাখি। আপনার ফোনে যদি Google Gboard না থাকে তাহলে আপনি প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।
কিভাবে করবেন?
১.আপনার Gboard keyboard অপেন করেন।
২.তার পর কিবোর্ড এর উপরের ডান কোনায় “…” এই রকম থ্রিডট বাটন দেখতে পাবেন, ওই খানে ক্লিক করোন।
৩. তার পর necessary permission টা চালু করুন।
আপনার টা হয়েগেছ এবার আপনি ইচ্ছা মত কপি করতে পারবেন।
৪.lite mode. আপনি যদি গুগল কোম “Google chrome” বেশি ব্যবহার করে থাকেন, তাহলে lite mode চালু করে কমিয়ে নিন আপনার মোবাইল ডাটার খরচ।
গুগল ক্রমে lite mode চালু করতে, আপনাকে যেটি করতে হবে।
১.গুগল ক্রমে যান, গিয়ে একদম উপরে ডান → দিকে থ্রিডট বাটনে ক্লিক করুন।
২.এখানে আপনি ⚙️সেটিং এ যান,
৩.এখানে আপনি সহজেই
lite mode লেখাটি দেখতে পাবেন, এবার এটি চালু করে নিন।
হয়ে গেছে এবার আপনি এক টন ডাটা সেভ করতে পারবে বিভিন্ন প্রকারের মুভি দেখেও।
৫. আঙুল দিয়ে চেপে ধরে এখন আর হোয়াটসঅ্যাপ এ স্ট্যাটাস দেখা লাগবেনা।
আমরা প্রায়ই হোয়াটসঅ্যাপ এ স্ট্যাটাস ভিডিও দেখি, কিন্তু ভিডিও দেখার সময় লম্বা লেখা হলে দেখার ইচ্ছা থাকলেও আঙুল দিয়ে চেপে ধরে দেখতে হয়। তাই এই টিপস টি তাদের জন্যই।
যাইহোক এখন আপনি যদি হোল্ড না করে স্টোরি কিংবা স্ট্যাটাস ভিডিও দেখতে চান, তাহলে নিচের দেওয়া নিয়ম গুলো অনুসরণ করুন।
১.হোয়াইটঅ্যাপ এ স্ট্যাটাস ভিডিও চালু করোন যে ভিডিও টা আপনি দেখতে চান।
২.ভিডিও চলার সময় তিন আঙুল দিয়ে স্ক্রিনে ক্লিক করুন।
- হয়ে গেছে! এইভাবে আপনি যেকোনো ভিডিও থামিয়ে ভালো করে পড়ে নিতে পারবে।