আপনার বর্তমান সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার কয়েকটি উপায়: পার্ট-২

আপনার বর্তমান সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার কয়েকটি উপায় ঃ পার্ট-২

 

 

আপনার বর্তমান সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার কয়েকটি উপায় ঃ পার্ট-২

প্রথম পর্ব যারা দেখেন নি তারা সেই টা আগে দেখে নিন।

আমি আপনাদের জন্য কয়েকটি টিপস নিয়ে এসেছি যেগুলো আপনাকে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে খুবই কাজে আসবে । তাহলে চলুন জেনে আসি –

* বন্ধুত্বপূর্ণ হওয়া ঃ
সুসম্পর্কের জন্যে বন্ধুত্বপূর্ণ হওয়াটা কিন্তু একেবারেই সঠিক সমাধান, তাই নয় কি ? এটা কি সম্পর্ক গড়ে তোলার জন্য নির্দিষ্ট লক্ষ্য নয়? বাস্তবে,আপনার কাজের সময় এটাকে ধরে রাখা খুবি সোজা এবং আপনার চারপাশের লোকগুলোর মাঝে চলাফেরা করুন আর তাদেরকে বেশি মনোযোগ না দিয়ে নিজের লক্ষ্য গুলোকে অর্জন করুন । আপনি যখন পথের মধ্যে, অথবা লিফটের মধ্যে অথবা আপনার দিকে কেউ তাকিয়ে রয়েছে কিন্তু আপনি কখনো তার সাথে কথা বলেন নি ,আপনি সেই সময় তার সাথে “হাই / হ্যালো” বলে নিজের পরিচয় দিবেন । এতে তার সাথেও আপনার একটা সম্পর্ক গড়ে ওঠার সুযোগ থাকে ।

টিপস ঃ
এখানে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো । আপনি যখন কারো সাথে কথা বলতে যাবেন তখন কিন্তু আপনরা মুখে হাসিহাসি ভাব রাখলে ভালো হয় । এই টা আপনাকে আরো আকর্ষণীয় করে তুলবে ।আমরা প্রতিদিনের কাজের জন্য যখন যাই, তখন কিন্তু অনেক কে দেখি যারা কঠোর বা রাগান্বিত হয়ে থাকে । যখন আমরা হাসি মুখে কারো সাথে বলি এটা আমাদের কাছে আলাদাভাব নিয়ে আসে ।

নেক্সট পার্ট ও আসতেছে – তাহলে চোখ রাখুন ।

 

 

আপনার বর্তমান সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার কয়েকটি উপায় ঃ পার্ট-২

Related Posts