আমাদের প্রত্যেকের কাপবোর্ডে বা আলমারিতে বিভিন্ন ডিজাইনের শর্ট, লং, টু পিছ, থ্রী পিছ, শাড়ী থাকে।
ঐ সব কাপড় হয়তো বেশিরভাগই এমব্রয়ডারি করা, কিন্তু বর্তমানে হ্যান্ড পেইন্ট ও জায়গা করে নিচ্ছে।
আপনার কাছে যদি একটিও হ্যান্ড পেইন্ট এর ড্রেস না থাকে তাহলে বলবো আপনি অনেক পিছিয়ে আছেন, আপনি এখন হয়তো ভাবছেন যে হ্যান্ড পেইন্ট কি সব ধরনের কাপড়ে করা যায়?
জ্বি হ্যান্ড পেইন্ট সব ধরনের কাপড়েই করা যায়।
হ্যান্ড পেইন্টের মাধ্যমে সুন্দর কাপড়টাকে আরো সুন্দর করে তুলতে পারবেন। যেমন ধরুনঃ জামদানি।
জামদানি সে তো এমনেই সুন্দর কিন্তু তাও আজকাল মানুষ ঐ জামদানিতে ও হ্যান্ড পেইন্ট করছে।
কারন হ্যান্ড পেইন্ট এ আছে মায়া। মনের মায়া যেটা হাতের মাধ্যমে সব ধরনের কাপড়ে ফুটিয়ে তোলা হয়।
যিনি হ্যান্ড পেইন্ট করে ঐ ব্যক্তিই জানে হ্যান্ড পেইন্ট কতটা কষ্ট করে, কতটা আদরে করা হয়, যদি ও কাজটা টাকার বিনিময়ে করা হয়, তারপরও যখন পেইন্টেড কাপড়টা গ্রাহকের কাছে দেওয়া হয়, তখন একবার না কয়েকবার কাপড়টার দিকে পেইন্টার তাকায় আর কাস্টমারের কথা ভাবে যেন কাস্টমার কাপড়টা পছন্দ করে আর যত্নে রাখে।
হ্যান্ড পেইন্ট করার সময় বিভিন্ন রং এর প্রয়োজন হয় কিন্তু দেখা যায় সব সময় সব রং হাতের কাছে পাওয়া যায় না, তাই আমি কিছু রং মিক্সিং লিখবো।
যে গুলো ব্যবহার করে আপনি আপনার কাঙ্খিত রং পেয়ে যাবেন, কিন্তু কিন্তু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রং এর পরিমান।
যেমনঃ লাল + একটু নীল = বেগুনি।
কিন্তু যদি নীল রং এর পরিমান বেশি হয়ে যায় তাহলে বেগুনীর জায়গায় রং টা নেভি ব্লু হয়ে যাবে।
তাই ধীরে ধীরে অল্প অল্প করে রং মিশ্রন করুন। এবার কালার মিক্সিং গুলো লিখছি।
১। লাল + নীল= বেগুনি।
২। গোলাপি + সাদা = হালকা গোলাপি।
৩। হালকা গোলাপি + নীল= সুন্দর বেগুনি।
৪। কমলা+ কালো= শ্যাওলা রং।
৫। কালো+ সাদা = এ্যাশ কালার।
৬। কমলা + লাল = লালচে কমলা।
৭। হলুদ+ লাল= কমলা
৮। হলুদ+ একটু নীল= টিয়া কালার।
৯। কমলা+ সাদা= ক্রিম কালার।
১০। নীল+ সাদা= আকাশি।
১১। নীল + সবুজ= ময়ূরকন্ঠী।
১২। কমলা+ হলুদ= লালচে কমলা।
১৩। হালকা গোলাপি + হলুদ = গোল্ডেন/ বাসন্তী।
১৪। লাল + সাদা= মিষ্টি কালার।
এবার বলবো কোন কালারের কাপড়ে কোন রংটা বেশি ফোটে।
- ১। নেভি ব্লু রং এর কাপড়ে > ক্রিম কালার, হালকা গোলাপি, আকাশি রং বেশি ফোটে।
- ২। লাল রং এর কাপড়ে > হালকা সবুজ, জলপাই কালার, হলুদ, সাদা, কালো রং বেশি ফোটে।
- ৩। হালকা গোলাপি রং এর কাপড়ে > মেজেন্টা, কালো, নীল, নেভি ব্লু, সাদা, গাঢ় পিত কালার রং বেশি ফোটে।
- ৪। ফিরোজা রং এর কাপড়ে > হলুদ, সাদা, ক্রিম, হালকা বেগুনী রং ফোটে।
- ৫। পেয়াজ রং এর কাপড়ে > গাঢ় ক্রিম কালার, হালকা কলা পাতা কালার, সাদা, হলুদ রং ফোটে।
- ৬। হালকা কলা পাতা রং এর কাপড়ে > লাল, নীল, খয়েরী, নেভি ব্লু, কালো রং ফোটে।
- ৭। ক্রিম রং এর কাপড়ে > লাল খয়েরী, কালো, মেজেন্টা, কালো খয়েরী রং ফোটে।
- ৮।ছাঁই রং এর কাপড়ে > লাল খয়েরী, হালকা আকাশি, কলা পাতা, কমলা, নীল রং ফোটে।
- ৯। নীল রং এর কাপড়ে > হলুদ, হালকা আকাশী, সাদা, ক্রীম রং বেশি ফোটে।
- ১০। অফ হোয়াইট রং এর কাপড়ে > নীল, বেগুনি, কালো, লাল, হালকা গোলাপি, হালকা পেয়াজ রং বেশি ফোটে।
আজ এ পর্যন্ত।