যখন প্রথম পাবজি খেলা শুরু করি
আমার ভাইয়া এই গেম টার কথা বলে
আমি ইন্সটল করি দেখলাম সবাই মিলে
একসাথে খেলা যায় কথা বলা যায়।
ভালোই লেগেছিল তখন কতই না
বট এর মতো খেলতাম আমার
বড় ভাইয়ার সাথে খেলতে খেলতে
শিখে গেলাম খেলা।
তখন একটা চিকেন পাইলে সেটার
এক অন্যরকম অনুভূতি ছিল।
তখন ছিল না প্রতিযোগিতা ছিল না
রয়েল পাস ছিল না ভালো গেম দক্ষতা
সবাই মিলে মিশে খেলতাম
হারলে অতোটা আক্ষেপ হতো না আর
জিতলে হতো অনেক আনন্দ হতো অনেক কথা
আজ আর খেলা হয়না তাদের সাথে
কেও ডিলিট করে দিয়েছে আবার
কেও খেলতে চায়না ভাইরা
আমি এখন প্রো হলেও
সেই প্লেয়ার গুলাদের আর পাইনা।
পাবজি আমার জিবনে অনেক
মানুষের সাথে পরিচয় করিয়েছ।
মনে পরে তাদের কথা গুলো
যাদের সাথে অনেক ম্যাচ খেলেছিলাম
একে অপরকে উৎসাহ দিতাম যে আমরাও
একসময় প্রো হব ভালো খেলবো চিকেন নিবো।
তখন পাবজি গেম টাকে সিরিয়াস হয়ে
খেলতাম না।
হয়তো তখন ভালোই ছিলাম
না ছিল পেরা নিয়ে খেলা
না ছিল গেম নিয়ে টিমমেটের উপর রাগ করা
তখন যেমন খেলাই হতো নুব ছিলাম
তাও মনের ভিতর অনেক শান্তি থাকতো।
আজ আমিও একজন প্রো প্লেয়ার
আজ চিকেন পাই হয়
প্রতিযোগিতা রয়েল পাস গেম দক্ষতা
কিন্তু হয়না সেই মিলেমিশে খেলা
হয়না সেই উৎসাহ দেয়া।
একটা সময় ছিল যখন আমাকে
বলা হত আমি নাকি গরিব,
আমি ঠিক বুঝিনাই পরে
বুঝলাম রয়েল পাস আনলক করলেই
বড়লোক হওয়া যায়।
এখন আমার কি নাই সবই
আছে আমাকে এখন সবাই ভাই ভাই
জামা টা দেন বলে যা আগে আমি
করতাম।
আগে আমার কাছে পাবজি
খেলার মত মোবাইল ছিলনা
যার কারনে লেগ দিত খেলা জেতনা
সবাই হাসি ঠাট্টা করে মজা নিত।
এখন আমার আইফন আছে
কিন্তু নেই শুধু সেই ভাইরা।
আজ নেই তারা ফ্রেন্ড লিস্টে
হারিয়ে গেছে তারা প্রতিযোগিতার ভিরে।
তাই যখন যেটা থাকে আমরা তা নিয়ে খুশি থাকি না আরো কিছু পেতে চাই
হতে চাই কিন্তু হয়ে যাবার পর
আজ তাদের খুব মিস করি।