নকল ফ্রি ফায়ার ডাউনলোড কিভাবে করবেন? MOD APK, Crack

আজকে আমরা নকল ফ্রি ফায়ার গেইম নিয়ে কথা বলতে যাচ্ছি। নকল ফ্রি ফায়ার গেইম কি, নকল ফ্রি ফায়ার আর আসল ফ্রি ফায়ারের পার্থক্য, নকল ফ্রি ফায়ার ডাউনলোড কিভাবে করবেন, মানুষ কেন ডাউনলোড করতে চায়, আদৌ কতটুকু নিরাপদ ইত্যাদি সকল বিষয় নিয়ে আজকের পোস্টে আলোচনা করা হবে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।

নকল ফ্রি ফায়ার গেইম কি?

নকল ফ্রি ফায়ার গেইম কি

একটি গেমের আসল ভার্সনের কিছু কিছু জিনিস পরিবর্তন করে বা নতুন কিছু জিনিস যুক্ত করে আনঅফিসিয়ালি কোনো ব্যবহারকারীর দ্বারা আপলোডকৃত ভার্সনকেই নকল ভার্সন বলে। এর আরও নাম রয়েছে যেমন Mod (মোড) ভার্সন বা cracked (ক্র‍্যাকড) ভার্সন বলে৷ একে আবার হ্যাকড ভার্সনও বলা হয় যদিও নকল ভার্সন কিংবা ক্র‍্যাকড ভার্সনের সাথে হ্যাকিং এর কোনোই সম্পর্ক নেই। নকল বা মোড ভার্সনে বিভিন্ন ধরণের পরিবর্তন করা হয় যা গেইমের ছোটখাটো কোনো জিনিসের পরিবর্তন থেকে শুরু করে পেইড আইটেমগুলো ফ্রি করে দেওয়া থেকে গেমের মূল কনসেপ্ট বাদে সব পরিবর্তন পর্যন্ত হতে পারে। বেশিরভাগ নকল গেইম ভার্সনে পেইড আইটেমগুলো ফ্রি করে দেওয়া হয় কিংবা আনলিমিটেড গেইম কারেন্সি দেওয়া হয় বা আ্যড সরিয়ে দেওয়া হয় বা কোনো অনেক পুরাতন আইটেম যা এখন আর গেইমে নেই তা পুনরায় আনা হয়।

যেমন ধরুন ফ্রি ফায়ারে অনেক পেইড গান স্কিন, গ্লু ওয়াল স্কিন, পেট, ক্যারেক্টার আছে।

এখন আপনি যদি একটি ফ্রি ফায়ারের নকল ভার্সন বা ক্র‍্যাকড ভার্সন ডাউনলোড করেন তাহলে ওই গেইমের মধ্যে সব গান স্কিন, ক্যারেক্টার ইত্যাদি সবকিছু পেয়ে যাবেন ফ্রিতে কিংবা আনলিমিটেড ডায়মন্ড পাবেন।

এমনকি গেইমের মধ্যে কিছু পরিবর্তনও দেখতে পারবেন।

কিন্তু মনে রাখবেন নকল ফ্রি ফায়ার আর আসল ফ্রি ফায়ার কিন্তু এক নয়।

মানে আপনি নকল ফ্রি ফায়ারে যে যে আইটেম পাবেন তা কিন্তু আবার আসল ফ্রি ফায়ারে আসবে না। নকল ভার্সন একটা সম্পূর্ণভাবে ভিন্ন আ্যপ।

আসল এবং নকল ফ্রি ফায়ার গেইমের পার্থক্য কি?

আসল ফ্রি ফায়ার ডাউনলোড

আসল এবং নকল ফ্রি ফায়ারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।

নিচে আসল ফ্রি ফায়ার এবং নকল ফ্রি ফায়ারের বৈশিষ্ট্য দেওয়ার মাধ্যমে কয়েকটি পার্থক্য দেওয়া হলো।

আসল ফ্রি ফায়ার

১. আসল ফ্রি ফায়ার বা কোনো গেইমের আসল ভার্সন আসল কোম্পানির দ্বারা তৈরি করা হয়। যেমন ফ্রি ফায়ারের মালিকের নাম Garena (গেরিনা)।

২. ফ্রি ফায়ার গেইমের আসল ভার্সন গুগল প্লে স্টোর কিংবা আ্যপল আ্যপ স্টোরে থাকে।

৩. ফ্রি ফায়ারের আসল ভার্সনে অনেক আইটেম রয়েছে যা আসল টাকা দিয়ে কিনতে হয়।

৪. যদি আসল ফ্রি ফায়ারে আপনি কোনো ভুল বা হ্যাক বা কিছু ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ব্যান হয়ে যেতে পারেন।

৫. আসল ফ্রি ফায়ার খেলে আপনি মজা বেশি পাবেন কারণ ম্যাচের মধ্যের বেশিরভাগ প্লেয়ারই আসল।

৬. আসল ফ্রি ফায়ারে চাইলে আপনি আপনার বন্ধুদের সাথে একসাথে খেলতে পারবেন।

নকল ফ্রি ফায়ার

১. নকল ফ্রি ফায়ার আসল গেইম কোম্পানি অর্থাৎ গেরিনা এর দ্বারা তৈরি না। এটি সাধারণ প্লেয়ারদের দ্বারা তৈরি করা হয়ে থাকে। আপনার যদি এসব সম্পর্কে নলেজ থাকে তাহলে চাইলে আপনিও এরকম একটি ভার্সন তৈরি করতে পারবেন না।

২. নকল ফ্রি ফায়ার আপনি প্লে স্টোর, আ্যপ স্টোর কিংবা অন্য কোনো বড় আ্যপ স্টোরে পাবেন না। এটি বিভিন্ন মোড ভার্সন ডাউনলোডের স্টোরে পেয়ে থাকবেন।

৩. ফ্রি ফায়ারের নকল ভার্সনে হয় সব পেইড আইটেম এমনিতেই ফ্রিতে পাবেন আর তা না হলে আপনাকে আনলিমিটেড ডায়মন্ড দেওয়া হবে।

৪. নকল ফ্রি ফায়ারে আপনি কি করেন বা কি ব্যবহার করেন কিছুতেই কিছু যায় আসে না কারণ এটি নিজেই একটি ক্র‍্যাকড ভার্সন।

৫. নকল ফ্রি ফায়ার খেলে আপনি তেমন মজা পাবেন না কারণ হয়তো ম্যাচ আরম্ভই হবে না আর আরম্ভ হলেও বেশিরভাগ প্লেয়ারই বট হবে।

৬. নকল ফ্রি ফায়ার আপনি আপনার বন্ধুদের সাথে খেলতে পারবেন না কারণ বেশিরভাগ ভার্সনে আদৌ ফ্রেন্ড রিকোয়েস্টই পাঠানো যায় না।

মানুষ কেন নকল ফ্রি ফায়ার ডাউনলোড করতে চায়?

নকল ফ্রি ফায়ার গেইম – মানুষ নানা কারণে এই নকল ফ্রি ফায়ার ডাউনলোড করতে চায়। নকল ফ্রি ফায়ারে গেইমে এমন অনেক আইটেম ও সুযোগ-সুবিধা রয়েছে যা Real ফ্রি ফায়ারে নেই এর কারণেই মানুষ নকল ফ্রি ফায়ার গেইম ডাউনলোড করে। আপনি নকল ফ্রি ফায়ার গেইম ডাউনলোড করলে আনলিমিটেড ডায়মন্ড পেয়ে যাবেন কিংবা সব আইটেম এমনিই আনলকড পেয়ে যাবেন (কি মোড ডাউনলোড করেছেন তার উপর নির্ভর করে)।

আপনার সব স্বপ্নের গান স্কিন, বান্ডেল সবকিছু ফ্রিতে আপনার সামনে।

এছাড়াও নতুন নতুন গান বা গান স্কিন থাকতে পারে যা ফ্রি ফায়ারে নেই বা কোনো দিন ছিল না।

এমন গানও থাকতে পারে যা দ্বারা এনিমিকে এক শট দিলেই এনিমি শেষ।

বিভিন্ন ধরণের নতুন ক্যারেক্টার থাকতে পারে। গেইমে বিভিন্ন ধরণের গেইম মোড থাকতে পারে যা আসল গেইমে নেই।

কিংবা আপনার নকল ভার্সনে অটো এইম থাকতে পারে অর্থাৎ আপনার গান অটোমেটিক শত্রুর দিকে তাক করা থাকবে।

সব ধরণের পুরনো আইটেম যা হয়তো এখন আর গেইমে নেই তা আপনি পেয়ে যাবেন।

মূলত সব প্রিমিয়াম ও পেইড আইটেম পাওয়ার শখ মেটানোর জন্যই মানুষ ফ্রি ফায়ারের নকল ভার্সন বা ক্র‍্যাকড ভার্সন ডাউনলোড করে থাকে।

নকল ফ্রি ফায়ার ডাউনলোড করার উপায়

নকল ফ্রি ফায়ার ডাউনলোড

নকল ফ্রি ফায়ার বা যেকোনো গেইমের মোড ভার্সন আপনি বিভিন্ন মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি শুধু গুগলে গিয়ে ‘Free Fire Mod Apk’ লিখে সার্চ করেন তাহলেও অনেক মোড ভার্সন পেয়ে যাবেন কিন্তু তার সব নিরাপদ নয়।

এখন আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে ফ্রি ফায়ারের মোড ভার্সন নিরাপদে ডাউনলোড করবেন৷

প্রথমে আপনি গুগলে সার্চ দিবেন Happymod। এরপর হ্যাপিমোডের ওয়েবসাইটে ঢুকে তাদের আ্যপ ডাউনলোড করুন এবং পরবর্তীতে ইন্সটল করুন। এখন আপনি হ্যাপিমোড আ্যপে প্রবেশ করুন। উপরে থাকা সার্চবারে গিয়ে Free Fire লিখে সার্চ করুন।

এখন বেশ কয়েকটি আ্যপ বা গেইম আসবে তার মধ্যে দিয়ে ফ্রি ফায়ারে ট্যাপ করুন (সাধারণত সবার উপরে)।

এরপর আপনার সামনে বেশ কয়েকটি এপিকে (এপলিকেশন) আসবে।

এখান থেকে আপনি চাইলে আসল ভার্সনও ডাউনলোড করতে পারবেন।

প্রতিটি মোড ভার্সনের নিজস্ব ফিচার ও সুযোগ সুবিধা রয়েছে। তার মধ্যে যেটি পছন্দ হবে সেটিতে ক্লিক করুন।

একটিও যদি পছন্দ না হয় তাহলে More Version(s) এ ক্লিক করুন।

তারপর আপনি ফ্রি ফায়ারের এখন পর্যন্ত হ্যাপিমোডে আপলোড করা সব ভার্সন পেয়ে যাবেন। যেটি পছন্দ হবে সেটিতে প্রবেশ করুন।

প্রবেশের পর উপরে আপনি ওয়ার্কিং রেট, সাইজ, রিভিউ এবং মোট কতজন আ্যপটি ডাউনলোড করেছেন।

ওয়ার্কিং রেট মানে কতজন ইউজারের জন্য এই ভার্সনটি কাজ করেছে।

এরপর Download (APK+OBB) লেখা বাটনে ক্লিক করুন।

একটি আ্যড আসবে এবং তার সাথেসাথে আ্যপটি ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শেষ হতে অল্প কিছু সময় লাগবে।

পরবর্তীতে আপনার APK এবং OBB ফাইল ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি ওই OBB ফাইলটিকে extract করুন।

প্রথমে প্লে স্টোর থেকে ZArchiver নামক একটি আ্যপ ইন্সটল করুন।

ZArchiver এ প্রবেশ করে ডাউনলোড এ গিয়ে ফ্রি ফায়ারে .zip ফাইল খুজুন।

এটিই আপনার OBB। প্রথমে নরমাল যে .apk আছে সেটি ইন্সটল করুন। করার পর Done এ ক্লিক করুন।

এখন .zip ফাইলটির উপর ক্লিক দিন এবং সেখানে extract নামে একটি অপশন আসবে সেটিতে ক্লিক করুন।

এরপর আপনি কোথায় ফাইলটিকে আনজিপ করতে চান তা চাইবে।

আপনি Android এ ঢুকে OBB এর মধ্যে গিয়ে নিচে থাকা Unpack আইকনে ক্লিক করুন।

তারপর ফাইল আনপ্যাক আরম্ভব হবে। ব্যাস! তাহলে আপনার ফ্রি ফায়ারের নকল গেইম বা মোড ভার্সন ডাউনলোড করা হয়ে গেল।

আপনি চাইলে Happymod এর বদলে AN1 কিংবা ApkModGet থেকে ফ্রি ফায়ারের নকল ভার্সন ডাউনলোড করতে পারবেন।

একই নিয়ম সব। প্রথমে AN1 বা ApkModGet এর ওয়েবসাইটে ঢুকে Free Fire লিখে সার্চ করবেন।

পছন্দের মীডে ঢুকে তার APK ও OBB ডাউনলোড করবেন।

তারপর পূর্বে উল্লেখিত নিয়ম অনুসারে .zip ফাইলটি আনপ্যাক করুন।

নকল ফ্রি ফায়ার গেইম কি ডাউনলোড করা উচিত?

এখন আসল বিষয়ে আসা যাক, আপনার কি আদৌ নকল ফ্রি ফায়ার গেইম ডাউনলোড করা উচিত কিনা?

আমি বলব এটি সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করে।

আপনার যদি ইচ্ছা হয় তাহলে ডাউনলোড করুন আর যদি আপনি আসল ভার্সন নিয়েই খুশি আছে তাহলে লাগবে না।

যদি আপনার সব পেইড আইটেমগুলো ফ্রিতে পাওয়ার ইচ্ছা থাকলে তাহলে আপনি ডাউনলোড করতে পারেন।

আপনার যদি অটো এইম টাইপের সুবিধা প্রয়োজন তাহলে আপনি নকল ভার্সন নামাতে পারেন।

কিন্তু কয়েকদিন খেলার পরই দেখতে পারবেন যে খুবই বোরিং লাগতেছে এবং আপনার আর ভালো লাগছে না কারণ আগেই বলেছি যে এইসব মোড ভার্সনের সার্ভার তেমন একটা ভালো নয় এবং তেমন একটা এক্টিভ প্লেয়ারও থাকে না তাই আপনি যদি কোনোভাবে ম্যাচে ঢুকতেও পারেন, ম্যাচের বেশিরভাগ প্লেয়ার হবে বট। তাছাড়া অটো এইম এবং সবকিছু থাকার পর আপনি দেখবেন যে এই গেইম খেলে তেমন একটা মজা নেই। এছাড়াও এরকম শোনা যায় যে, আপনি যদি ফ্রি ফায়ারের নকল গেইম বা ক্র‍্যাকড ভার্সন ডাউনলোড করেন তাহলে নাকি রিয়েল ফ্রি ফায়ার গেইমে আপনার একাউন্ট ব্যান হয়ে যেতে পারে যদিও এর কোনো সত্যতা বা প্রমাণ নেই। এছাড়াও মোবাইলের নানা ধরণের সিকিউরিটি সমস্যা তো হতেই পারে। তো আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি বলব, ডাউনলোড না করাই ভালো আপনার যদি একান্ত ইচ্ছা হয় তাহলে ডাউনলোড করে দুই তিনদিন খেললেও খেলতে পারেন।

নকল এবং ক্র‍্যাক থেকে কেন সাবধানতা অবলম্বন করা উচিত?

কোনো গেইমের নকল কিংবা ক্র‍্যাকড ভার্সন ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। নকল ভার্সন ডাউনলোড করার ক্ষেত্রে সাবধান না হলে আপনার মোবাইলে সমস্যা হতে পারে৷

বিভিন্ন নকল ভার্সন ডাউনলোড করার সাইট আছে যারা নানা ধরণের ভাইরাস বহন। এছাড়া অপ্রীতিকর আ্যডসমূহ তো আছেই।

অনেক ক্র‍্যাকড ভার্সনের মধ্যে এসব ভাইরাস আ্যড করা থাকে। এসব দিয়ে আপনার অনেক সমস্যা হতে পারে।

যেমন: মোবাইলের মধ্যে আ্যড, অপ্রীতিকর সব নোটিফিকেশন, মোবাইল ল্যাগ ইত্যাদি। তো এসব থেকে বাঁচার উপায় কি?

নিচে বিস্তারিতভাবে এ থেকে বাঁচার উপায় বর্ণনা করা হচ্ছে:

১. Brave Browser বা তেমন ধরণের আ্যড ব্লকার দেওয়া ব্রাউজার ব্যবহার করুন। এই এড ব্লকার আপনাকে উল্টাপাল্টা আ্যডের হাত থেকে বাঁচাবে।

২. ব্রাউজারের Incognito Mode ব্যবহার করুন। কোনো সমস্যা হলে আপনি জাস্ট Incognito Mode অফ করে বেরিয়ে যেতে পারেন।

৩.মোবাইলে Avast Mobile Security ডাউনলোড করে সেটাপ করে রাখুন।

৪. খালি নিরাপদ মাধ্যম থেকে গেইম ডাউনলোডের চেষ্টা করুন। যেমন উপরে আমি Happymod, AN1, ApkModGet এর নাম উল্লেখ করেছি।

৫. নিরাপদ মাধ্যম থেকে মোড ডাউনলোড করলেও সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করুন।

৬. যদি Play Protect কিংবা বিশেষ করে Avast Mobile Security আপনাকে একটি গেইম ডাউনলোড করতে মানা করে তবে তা ডাউনলোড করবেন না। বরং ওই ফাইল সাথে সাথে ডিলিট করে দেওয়া শ্রেয়।

উপরোক্ত নিয়মকানুন মেনে চললে আশা করা যায় আপনি বা আপনার মোবাইল কোনো ধরণের সমস্যায় পড়বে না।

তো আজকে আমরা জানলাম নকল ফ্রি ফায়ার ডাউনলোড কিভাবে করবেন? MOD APK, Crack app ইত্যাদি সম্পর্কে। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।

Related Posts

11 Comments

মন্তব্য করুন