আসসালামু আলাইকুম।সম্মানিত পাঠকগণ আশা করি, সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য এমন ৩০ টি ইংরেজি Sentences ( বাংলা সহ) নিয়ে আলোচনা করব যেগুলো ইংরেজিতে স্পিকিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।প্রতিদিন ব্যবহৃত হয় এমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য। আশা করি এ sentence গুলো সবাই মনোযোগ সহকারে পড়বেন এবং বুঝার ট্রাই করবেন।তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
দেখা বা সাক্ষাতের সময়:
1) What’s up?/How are you?-কি খবর?
2) I am not so good/well/fine- আমি ততটা ভালো নেই
3) What are you doing?-আপনি কি করছেন?
4)Where do you stay?-আপনি কোথায় থাকেন?
5) I live in village- আমি গ্রামে থাকি
6) Where are you from?-আপনি কোথা থেকে এসেছেন?
7) I have been living here for many years- আমি এখানে অনেক বছর ধরে বাস করছি
8) It’s great to meet you-আপনার সাথে দেখা করে ভালো লাগছে
9) What do you do? – আপনি কি করেন?
10)I work in a private company -আমি একটি বেসরকারি কোম্পানিতে কাজ করি।
সাহায্য চাওয়া ও সাহায্য করার সময়:
1) Could you help me please? দয়া করে আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন?
2) How can I help you?আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
3) You have to help me with this mobile-আমাকে এই মোবাইলটি নিয়ে একটু সাহায্য করতে হবে
4) I will always remeber your help-আমি সবসময় আপনার সাহায্যর কথা মনে রাখব
5) That is so kind of you/You did a great pity-আপনি অনেক বড় দয়া করলেন
6) I awe you one-আমি আপনার কাছে ঋনী হয়ে রইলাম।
7)It is My pleasure – খুবই ভালো লাগল।
স্কুল/ কলেজ/বিশ্ব বিদ্যালয়ের ছাত্রদের কথোপকথন:
1) Which school are from?-তুমি কোন স্কুল থেকে এসেছ?
2) Whice university/ College/ school/ madrasha do you study in?-তুমি কোন বিশ্ববিদ্যাল/স্কুল/কলেজ/মাদ্রাসায় পড়?
3) I am studied in Dhaka University- আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছি
4) Do you have any dream of doing PHD? তোমার কি পিএইচডি করার কোনো স্বপ্ন আছে?
5) I have a dream to be a teacher in future/ I would like to be a teacher in future – আমার ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্ন আছে
6) I am having a problem with this math-আমার এ ম্যাথটি নিয়ে একটু সমস্যায় আছে
7) Do you want to go for a group study?-তুমি কি গ্রুপ স্টাডি করতে চাও?
8) I have to go now/ I have to leave now -আমার এখন যেতে হবে?
9) Do you want to read/ study with me? – তুমি কি আমার সাথে পড়তে চাও?
10)It will be great for us if we study together- আমরা যদি একসাথে পড়ি তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো হবে
11) I agree with you/ I agree with your word- আমি তোমার সাথে একমত
12) No more today,Keep me in your prayer-আজ এই পর্যন্ত, আমার জন্য দোয়া করবে
13) Thanks much/ Thanks a lot/ thanks a million/ thank you so much- অসংখ্য ধন্যবাদ।
উল্লিখিত বাক্যগুলো স্পোকেন ইংলিশ এর জন্য ভয়ানক জরুরি।তাই সবার বাক্যগুলো ভালোভাবে পড়া এবং মুখস্থ করে রাখা উচিত।এগুলো পড়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো,প্রেকটিস করা।এখন প্রশ্ন আসতে পারে,প্রেকটিস টা কিভাবে করব?প্রেকটিস টা আপনার নিজেকেই করতে হবে।যেমন,বাক্যগুলো পড়ার পর কয়েকদিন অন্তর অন্তর দিনে পাঁচবার করে পড়বেন।এবং প্রেকটিকেল লাইফে ইউস করবেন।তাছাড়া আপনি চাইলে এ Sentenceগুলো থেকে আপনি নিজেও অনেক sentence তৈরি করতে পারবেন।যদি গ্রামার বুঝেন।
আশা করি সবাই বাক্যগুলো ভালোভাবে পড়েছেন।আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে।