ইউটিউবার হতে হলে যে সাধারণ বিষয়গুলোর উপর এক্সপার্ট হতে হবে ২০১৮

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি অনেক ভাল আছেন।

আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছেঃ Youtubing করার আগে আপনাকে যে সাধারণ বিষয়গুলোর উপর এক্সপার্ট হতে হবে।

1) ছবি এডিটিং

2) ভিডিও এডিটিং

3) ইউটিউব এর নিয়ম কানুন জানতে হবে।

তাহলে চলে আজকের আর্টিকেলটি শুরু করিঃ

<

১) কেনো ফটো এডিটিং শিখতে হবে?

উত্তরঃ ইউটিউবে আমরা সকলেই ভিডিও দেখে থাকি, কিন্তু ভিডিও দেখার পূর্বে উপরে যে ঊ একটি ছবি থাকে সেটাকে ইউটিউবের ভাষায় থাম্নেইল বলা হয়। এটা তৈরি করার জন্য আপনাকে তো অবশ্যই ফটো এডিটিং এর কাজ জানতে হবে। তাছাড়াও ইউটিউবের লোগো এবং চ্যানেল আর্ট তৈরি করতে হলে আপনাকে অবশ্যই ফটো এডিটিং এর কাজ জানতে হবে।

পিসির জন্য যে সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারেন: আমার জানামতে photoshop এর কাজটা ভালো ভাবে জানলেই কি হলো।

মোবাইল জন্য যে সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারেন: Picsart,Pixelab,Snapseed Etc

এই কারণেই আপনাদের বলা হয়েছে যে ইউটিউবিং শুরু করার আগে আপনারা অবশ্যই photo editing এর কাজটা হালকা-পাতলা জেনে নিবেন।

একটা ভিডিওতে সব থেকে যে কারণে view আছে সেটা হচ্ছেঃ ভিডিওর থাম্নেল, আপনার থাম্নেল যত সুন্দর হবে আপনার ভিডিওতে তাতো ভিউ হবে। ( এটা আমার সম্পূর্ণ নিজের মতামত)

২) এবার আসি কেন আপনাকে ভিডিও এডিটিং জানতে হবে?

উত্তরঃ আচ্ছা আপনারা যখন ইউটিউবে প্রবেশ করেন তখন হয়তো আপনাদের সামনে অনেক চকচকে থাম্নেইল চোখে পড়ে।

কিন্তু আপনি যখন ভিডিওটি ওপেন করার চেষ্টা করেন তখন হয়তো ভিডিওটি একদম নিম্ন টাইপের হয়ে থাকে।

যেমনঃ অনেক জোরে background Music আছে কিন্তু আপনি যে মূল ভয়েস টি শোনার জন্য ভিডিওটি open করছেন হয়তো আপনি সেটি আর শুনতে পাচ্ছেন না।

এছাড়াও অনেক টুকিটাকি সমস্যা থাকে বিভিন্ন প্রকার ভিডিওতে। তাই আমি আপনাদের একটা কথাই বলবো যদি আপনাদের youtube এ ভিডিও আপলোড করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ভিডিও এডিটিং টা অবশ্যই জানতে হবে।

পিসির জন্য যে সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারেন: এডোবি প্রিমিয়ার প্রো, after effect, sony vegas, কামতাসিয়া, filmorago ইত্যাদি

মোবাইল জন্য যে সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারেন: কাইনমাস্টার, viva video, powerdirector ইত্যাদি।

৩) ইউটিউবের কেনো নিয়ম-কানুন মানতে হবে?

উত্তর: আমি আপনাদের প্রাকটিক্যাল বুঝাচ্ছি ধরেন: আপনি একটি নতুন এলাকায় গেছেন সেখানে চিনেন না যে সেই এলাকার বস কে? এবং সেই বসের সাথে কিভাবে আচরণ করতে হবে।

এখন আপনি যদি সেই বসের সাথে না বুঝে কোন অপরাধ করে বসেন, তাহলে তো বিষয়টি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে হয়তো আপনি এতক্ষণে বুঝতে পারছেন।

  • ইউটিউব ও হচ্ছে এই রকম একটি প্ল্যাটফরম যেখানে আপনার আগে থেকে তাদের নিয়মকানুন জানতে হবে তা না হলে বড় ধরনের বিপদ হতে পারে।

Related Posts

7 Comments

  1. Sultan Ahmed
    Good apps

    জবাব
    Sadia Afrin RumiSadia Afrin Rumi
    Good job

    জবাব
    faraby officialfaraby official
    আপনারা যারা নতুন অনলাইনে এসেছেন এবং যারা মোটামুটি অনলাইন মোটামুটি জানেন তাদের জন্য আমার ১৫ জন মিলে একটা টিম তৈরি করে একটা সাইট তৈরি করেছি আপনারা সেখানে সব রকম টিউটোরিয়াল আর্টিকেল পোস্ট পেয়ে যাবেন নিচের লিংকে যান ↓

    আমাদের সাইটের লিংক নিচে ↓
    https://www.expertbd.gq/

    অনলাইন ইনকাম ব্লগ সাইট থেকে জনতে লিংক নিচে↓
    https://www.expertbd.gq/2021/12/blogger-income-expertd.html

    টুইটার ফলোয়ার বাড়ানোর ৫ টি টিপস
    https://www.expertbd.gq/2021/12/blog-post_13.html

    পিটিসি সাইট থেকে ইনকাম জনতে লিংক নিচে↓
    https://www.expertbd.gq/2021/12/realme-5i-4gb64gb-price-in-bangladesh.html

    জিপিটি সাইট থেকে ইনকাম জনতে লিংক নিচে↓
    https://www.expertbd.gq/2021/12/blogger-income-expertd.html

    wapkiz সাইট দিয়ে ব্লগ সাইট তৈরি করা জনতে লিংক নিচে↓
    http://www.hilplife360.gq/

    টুইটার থেকে ইনকাম জনতে লিংক নিচে↓
    https://www.expertbd.gq/2021/12/blog-post_13.html

    Freedom থেকে ফ্রী ডোমেইন নেয়ার নিয়ম জনতে লিংক নিচে↓
    https://www.expertbd.gq/2021/12/freenom-poblome-for-freenom-free-domain.html

    আপনারা আমাদের ইউটিউব চেনেলটি নিচে লিংকে গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন আমরা যখোন ভিডিও আপলোড করা সুরু করবো তখোন আপনি পয়ে যাবেন নিচে লিংক ↓
    https://youtube.com/channel/UCuhS8Xd4fc5SZzq3hQwfzrg

    আপনি আরো জানতে আমদের সাইটে গেলে বুঝতে পারবেন ৫০টি বেশি টপিক ১হজার আর্টিকেল প্রকাশ করা আছে…

মন্তব্য করুন