ঋণ করে কোরবানি করার বিষয়ে ইসলাম কি বলে?
ঋণ করে কোরবানি করার বিষয়ে ইসলাম কি বলে?
ইসলাম শুধুই একটি ধর্ম নয় ,এটা আমাদের জীবন বিধান । এখানে প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে , দেওয়া হয়েছে সমাধান । আর যদি সমাধান না দেয়া থাকে তাহলে তার জন্য সমাজের সেই সব লোক যারা ইসলামের বিষয়ে বেশি জানেন তারা সকলে মিলে কোরআন হাদিস দিয়ে একটা বিধান তৈরী করতে পারে ।
আর কোরবানি দেওয়ার বিষয় নিয়ে রয়েছে অনেক মাসলা – মাসায়েল , আমাদের মাঝে অধিকাংশ মানুষ এই বিষয়টা জানে না । কিছু সংখ্যক লোকজন আছে যারা এই বিষয় গুলো নিয়ে জানেন ।
ঠিক এই রকম একটা বিধান নিয়ে আজকে আলোচনা করা হবে ।
ঋণ করে কোরবানি করার বিষয়ে ইসলাম কি বলে?
আমরা জানি আসছে ঈদুল আজহা । আর এতে ধর্ম প্রান মুসলমানেরা আল্লাহর নৈকট্য লাভের জন্য কোরবানি দিয়ে থাকেন । এর পিছনে ইসলামের রয়েছে একটি ইতিহাস, যা আমরা সকলেই জানি । তবে আমার উদ্দেশ্য ইতিহাস আলোচনা করা নয় বরং একটি বিধান নিয়ে আলোচনা করা ।
সেটা হলো ঋণ করে কোরবানি করার বিষয়ে ইসলাম কি বলে ?
এবার আমরা আসল আলোচনা আসি । কোরবানি হচ্ছে ওয়াজিব একটি ইবাদত । প্রত্যেক বিত্তশালী লোক এবং কোরবানি দেওয়ার সামর্থ্য থাকলেই তাকে কোরবানি দিতে হবে ।
ব্যক্তির যদি সামর্থ্য থাকে কোরবানি দেওয়ার কিন্তু বর্তমানে তার কাছে কোনো টাকা পয়সা না থাকে ,আর সে এজন্য সম্পদ বিক্রি করতে ও চায় না , তাহলে কি করতে হবে ? এর উত্তরে বলা যায় – তাহলে সে ঋণ করে কোরবানি দিতে পারবে এতে কোনো সমস্যা নেই । ঐ ব্যক্তি যেমন অন্য কোনো প্রয়োজনে ঋণ করে ঠিক তেমনি এই কোরবানির পশু কেনার জন্য ও ঋন করতে পারবে ।
ইসলাম আমাদের জন্য যে বিধান গুলো নিয়ে এসেছে, তা সহজভাবেই নিয়ে এসেছে । আর আমাদের উচিত সেগুলো ঠিকঠাক মত পালন করা ।
good article
nice post
Ok
Nice
ok