আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভাল আছেন.
বন্ধুরা আপনারা যারা পুরাতন মোবাইল কিনেন তার অনেক সময় মোবাইলের মধ্যে কি সমস্যা আছে সেটা না জেনে মোবাইল কিনে ফেলেন এবং পরবর্তীতে দেখতে পান মোবাইলে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে যেমন হঠাৎ করে মোবাইলের টাচস্ক্রিন ঠিকভাবে কাজ. আবার দেখা যায় যে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ টিপতেছে না আবার এমন হয় মোবাইল হ্যাং করছে বা আপনার মোবাইলের সেন্সর গুলো ঠিকভাবে কাজ করছে না. এমন অনেক সময় হয়ে থাকে আপনার মোবাইলটি হ্যাং করতেছে. তো বন্ধুরা আমরা যারা পুরাতন মোবাইল কিনে তাদের এ বিষয়টি জানা খুবই প্রয়োজন এবং কীভাবে আমাদের মোবাইলের সমস্যা আছে সেটা জানবো একটা অ্যাপসের মাধ্যমে. এটা সবারই কাজে লাগবে যারা পুরাতন মোবাইল কিনবে অথবা যারা বর্তমানে মোবাইল ব্যবহার করতেছে তাদের জন্য কাজে লাগবে. বন্ধুরা আপনারা প্লে স্টোর থেকে phone doctor plus অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তারপর অ্যাপস টি অপেন করবেন. তারপর এখানে আপনার মোবাইলের সবকিছু এস করবে যেমন ব্যাটারি লেখা থাকবে সেখানে ক্লিক করবেন আপনার ব্যাটারির টেম্পারেচার চার্জ কেমন আছে. সবকিছুই বলে দেবে যদি ব্যাটারি টেম্পারেচার কম থাকে তাহলে সেটাও বলে দেবে. টাচস্ক্রিন লেখা থাকবে সেখানে ক্লিক করে আপনার মোবাইলের টাচ পরীক্ষা করতে পারবেন. যেমন একটি সাদা পেজ আসবে আপনার মোবাইলে আপনার মোবাইলের স্ক্রিন আপনি হাতের আঙ্গুল দিয়ে স্পর্শ করবেন যেখানে সমস্যা থাকবে সেখানে কোন পরিবর্তন হবে না এবং বাকি সব ডিসপ্লে কালার পরিবর্তন হয়ে যাবে আপনার আঙুলের চাপে. তো বন্ধুরা আপনারা অ্যাপসটা ওপেন করলেই আরো বিভিন্ন অপশন দেখতে পাবেন আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার মোবাইলে কি কি সমস্যা রয়েছে.