প্রায় সময় একটি মহাবিপত্তি চোখে পড়ে | যেটি আমার নিজের সাথেও হয়েছে |
চুইংগাম কাপড়ে অথবা চুলে লেগে যাওয়া | কক্সবাজার ঘুরতে গিয়েছি | চাঁদের গাড়ির থেকে নামার পরপরই চোখে পড়লো কোথা থেকে যেন চুইঙ্গাম চুলে লেগে চুলের পুরো বারোটা বাজার উপক্রম | অনেক কসরত করেও যখন চুইঙ্গাম ছাড়াতে পারছিলাম না তখন মন প্রচন্ড খারাপ হয়েছিল | সির্ধান্ত নিয়েছিলাম চুলের অতটুকু অংশ কেটে ফেলবো যতটুকু চুইংগাম লেগেছিলো| যাই হোক কপাল ভালো যে ঐবার চুলগুলো কাটতে হয়নি অনেক কষ্ট করার পর চুইঙ্গাম ছাড়াতে পেরেছিলাম | ঠিক একই বিপত্তি ঘটেছিলো যখন স্কুল এ পড়তাম | চুইঙ্গাম লেগে গিয়েছিলো স্কুল ড্রেস এ | ঐবার ও না বুঝে সাবান দিয়ে ড্রেস ধুয়েছিলাম কিন্তু তেমন লাভ হয়নি বললেই চলে | তখন জানতাম না আসলেই চুইঙ্গাম ড্রেস এ অথবা চুলে লেগে গেলে করণীয় কি |তাই আমি এই ছোট্ট টিপসটি সবাইকে দিতে চাই যেন কারো সাথে আর একই বিপত্তি না ঘটে |
কাপড় অথবা চুল থেকে চুইঙ্গাম ছাড়ানোর সব থেকে সহজ উপায় হলো বরফ | কখনো যদি আপনার জামায় চুইংগাম লেগে যায় বাসায় এসে জামাটি চেঞ্জ করে মিনিট ৫ এর মতো ফ্রীজ রেখে দিন | এরপর নখ দিয়ে একটু ঘষলেই উঠে যাবে চুইঙ্গাম |
আর যদি চুলে চুইঙ্গাম লাগে বাসায় এসে এক টুকরা বরফ নিয়ে চুলে ঘষতে থাকুন দেখবেন কেমন ম্যাজিকের মতো কাজ করে ব্যাপারটি|
আর সবার প্রতি অনুরোধ দয়া করে চুইঙ্গাম খাবার পর সেটি যেখানে সেখানে না ফেলে অথবা যেখানে সেখানে না লাগিয়ে ডাস্টবিন এ ফেলুন | একই বিপত্তি কিন্তু যে কোনো সময় আপনার সাথেও ঘটে যেতে পারে |
ধন্যবাদ
nice
Nice
ok