শুভেচ্ছা বন্ধুরা, আজকে আমি এই লেখাটি লিখছি একটা বাজে মেয়ের সন্ধানে। আজকে আমি সমাজে সেই বাজে মেয়ে গুলো নিয়ে কথা লিখব।
আপনারা কখনো ভেবে দেখেছেন,নিজের ঘরের মেয়েকে যদি কেউ বাজে বলে, তাহলে হবে সর্বনাশ কিন্তু পাশের বাড়ির মেয়েকে বাজে কথা বলা যাবে। পাশের বাড়ির মেয়েটা যদি বাজে হয় তাহলে সেটা একটা বিনোদনের মত বিষয় তাই না?
এজন্য তো আমাদের সমাজে সেই বাজে মেয়ে গুলোকে নিয়ে বারবার কথা ওঠে,চুপি চুপি বদনাম করে,বলে সেই মেয়েটা একদম ভালো না, বাজে মেয়ে একটা।
বাজে মেয়ে কাকে বলছি আমরা?
আমাদের এই সমাজ,রাষ্ট্র মেয়েদেরকে বড় যেভাবে দেখছে,পুরুষতান্ত্রিক সমাজ যেভাবে মেয়েদেরকে বড় হতে শিখিয়েছে,তার বাহিরে গিয়ে কোন মেয়ে কি কিছু একটা করে বসলে তখন বলা হয় বাজে মেয়ে। সমাজ সেসব বাজে মেয়েকে একটা বিশাল বড় সংজ্ঞা দিয়ে দেয়।
এমন কিছু বাজে মেয়ে আছে,সমাজে যাদের নিয়ে সিনেমা হয়, যাদের নিয়ে গল্প হয়, এবং হাজার হাজার মেয়ে সেই বাজে মেয়েকে দেখে মুগ্ধ হয়ে তারা নিজে বাজে মেয়ে হতে চেষ্টা করে।
এই লেখাতে যদি কোন বাজে মেয়ে বাজে ছেলেকে চাও বা কনো বাজে ছেলে যদি বাজে মেয়েকে চাও তাহলে এই কবিতাটি তোমার জন্য…
“একটা বাজে মেয়ের সন্ধানে”
এমনই একটা বাজে মেয়ে চাই
যার গায়ে চরিত্রহীনতার তকমা লেগে আছে।
পাড়ায় ছেলে-চোকড়াদের আড্ডায় সাইজ নিয়ে অনেক কোথায় হয়
কিন্তু সামনে এসে দাঁড়ালে মাথা নিচু করে নেয়।
কাকিমারা এর বাড়ি ওর বাড়ি গেলে যার চাল-চলন হয়ে যায়
হট টপিক…
অথচ কারোর তাকে বলার সাহস নেই
বুড়ো বামগুলো যার জামা কাপড়ের দিকে হা করে
তাকিয়ে লালা ফেলতে ফেলতে সেটাকে আলোচনার বিষয় বানিয়ে
দেশের ভালোর কথা বলে…
পাড়ার অন্যান্য মেয়েরা যে মেয়েটার স্বাধীনতার প্রতি
হিংসা করে।
এমনই একটা বাজে মেয়ে চাই….
এমনই একটা বাজে মেয়ে চাই
যে মেয়েটা রাত করে বাড়ি ফেরে,কাজ থেকে..
ইচ্ছে মতন ঘুরে বেড়ায়,
বাইরে রাত কাটায়,
একলা চলতে ভয় করে না।
নিজের মতোই থাকে,
কারোর ধার ধারেনা।
যে প্রতিটা কথায় সপাটে জবাব দেয়
খিস্তি খেউর করে
সব যুক্তি দিয়ে মাপে।
হকের জিনিষ ছিনিয়ে নিতে জানে।
পিছুু হটা যার স্বভাব নেই ।
এমনই একটি বাজে মেয়ে চাই….
যার চোখে কাজল না থাকলেও চলবে
তীক্ষ্ণ দৃষ্টি থাকুক।
যার হাতে চুরি না থাকলেও চলবে
কলম থাকুক।
যার ঠোঁটে লিপস্টিক না থাকলেও চলবে
উলঙ্গ সত্যতা থাকুক।
যে মেয়েটা ঠাকুর ঘরে পুজা দেয়না
যুদ্ধের প্রস্তুতি নেয়।
যে মেয়েটা রান্না ঘরে রান্না করেনা
মানুষ গড়ার দায়িত্ব নেয়।
যে মেয়েটা অন্যায় হলে চেঁচায়
প্রতিবাদী হয়ে দাঁড়ায়,
লড়াই করতে জানে…।
এমনই একটি বাজে মেয়ে চাই….
আমি দেখতে চাই তার বুকের ভেতর
দেশলাই কাঠি জ্বেলে
কতটা লাভা ফুঁটছে তার ভেতর।
এ জীবন সংগ্রাম,সংসার নয়,
তাই এখানে সহধর্মিনী নয়
এমনি এক সহ যোদ্ধা চাই
একসাথে লড়াই করবো না হয়।
– নিঃস্বার্থ পথিক
😶
!!!!
Bolar vasa hariye fechi…kotha gulo onk vlo hyeche
Tnx… Baje Cheler Donnobad Grohon Korun.
ভালো লিখেছেন।
😶😶
!!!!! fou u
Sundor
🙁🙁💕
অসাধারণ
Nice
lol
Onek valo cilo
good
valo
Nice
sundor
nice post
nice post
hmmm
Darun’s
Apnake to award deowa dorkar eirokom post er jonno…good post
আপনার ধন্যবাদ ।
Good job
লেখার হাত খারাপ না ভালই। চালিয়ে যান
Valo chilo
Thanks
Right
Fantastic
Khub vlo
Osm
nice
osm
ভালো
Awesome post
Gd
ভালো
কথা সত্য সব
good
Very nice 😉
%%
অসাধারণ।
Ok.
valo
দারুণ!
কবিতাটা সেরা হয়েছে
Amazing
great
Valo
nice
🦏
pera choto korben
SUNDOR
good
nice post
❤
Valo chilo
Nice
বেশ ভালো পোস্ট।
সব কিছুর সমন্বয়েই নারী।
nice