একটি প্রেমের গল্প

-গোধুলির বিকেল…

-শুভ ও নিতু  রাস্তার পাস ধরে হাটছে…

-নিতুঃ- আচ্ছা তুমি আমাকে বিয়ে করবে কবে…

-শুভঃ- ভয় ভয় কন্ঠে। এইতো আর কিছু দিন পরেই।

-নিতুঃ-তুমি সবসময় এমনটাই বলো।

-শুভঃ-হাটছে আর মনে মনে ভাবছে। কি করবে সে।কারণ তার এখনও কোন চাকরি নেই । নিতু কে বিয়ে করে সে কি খাওয়াবে।কোথাই রাখবে তাকে।

——-এমনি করে আরো কিছু দিন পার হয়ে গেলো…

     এক দিন……

 

-নিতুঃ- এই নাও বিয়ের কাড।

—শুভর বুঝার বাকি রইলোনা সে নিতুকে হারাতে যাচ্ছে।

তখন আর ভেবে লাভ কি সময় তো পুরিয়ে গেছে ।

নিতুও অন্যের ঘরে পাড়ি দিতে যাচ্ছে।

এভাবেই শুভ নিতুকে হারিয়ে ফেলেছে।।

 

 

–ইদানিং শুভ তেমন একটা বের হয়না।

সবার থেকে আলাদা।

–কারণ নিতুকে হারানো টা এত সহজে মেনে নিতে পারছেনা।

–এখন সে অনেক টা মানষিক রোগে আক্রান্ত।

–বিঃদ্র…ইহা একটি কাল্পনিক গল্প

Related Posts

12 Comments

মন্তব্য করুন