এক গুচ্ছ অনন্য পঙতিমালা

এক গুচ্ছ অনন্য পঙতিমালা
জিয়াউল জিয়া

১.
নববর্ষের আনন্দে আজ-
সবাই দিশেহারা,
নিউ ইয়ারে সব নিউ হোক-
মনের মানুষ ছাড়া!

২.
এই কথাটি প্রমানিত বারে বারে,
একমাত্র ‘মানবী’ আমায়-
ভাল রাখতে পারে!
৩.
যে পথ ধরে যাও হেঁটে যাও তুমি,
সে পথ আমার জেনো তীর্থভূমি!

৪.
মনটা চুরি না করিয়া
কেন করো ঘি চুরি,
কারণ, তাতে যায় রাধা যায়-
দারুন মজার খিচুরি!
৫.
তোমার জন্য সবটুকু রোদ-
তোমার জন্য ছায়া,
তোমার জন্য আমার কিযে মায়া!

৬.
যদি তোমার থাকে আঁধার ঘর,
আমায় ডেকো, আমি বন্ধু-
আলোর কারিগর!
৭.
আমার কি আর আছে এতো বল,
চোখের পাতায় আটকে রাখবো জল!

৮.
একটা মানুষ সাদা, একটা মানুষ কালো
একটা মানুষ গাধা, একটা মানুষ ভালো!
৯.
ভালোবেসে না ডাকলেও-
প্রয়োজনেই আমায় ডেকো,
বাইরে অন্য কারো হলেও
ভেতরে তুমি আমারই থেকো!

১০.
জানি না জানো কি না
তোমায় ভীষণ ভালবাসি মিনা!
১১.
লিখতে বসলে কষ্টরা নেয় পিছু
কয় দিন ধরে লিখতে পারি না কিছু!
১২.
ভ্যাপসা গরম, দরদরিয়ে-
ঘামছি, ঘামা থামে না,
চোখের পাতায় বৃষ্টি নামে
আকাশ চিড়ে নামে না!

১৩.
মেঘের সাথে ভালোবাসার খামার
মেঘের দেশে বাড়ি হবে আমার!
১৪.
ভালবাসাহীন জীবন আমার
আজ বড় একঘেঁয়ে,
ভালবাসা চেয়ে এ্যাপলিকেশন
দিতে হবে নাকি মেয়ে?

১৫.
কিছু কথা না বলা থাক,
কিছু পথ না চলা থাক!
১৬.
শোকের নদী উথাল পাতাল
মানতে চায় না পোষ,
অসময়ে চলে গেছো
ঋতুপর্নো ঘোষ!
১৭.
দূর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার
বাইকটা নষ্ট, দারুন কষ্ট টাকা নাই সারাবার!

১৮.
সালিশে সালিশে
কথার মালিশে
সিক্ত বালিশে,
হুমকি দিয়েছে-
হারাবে কাল-ই সে!
১৯.
স্মৃতিশক্তি চলিয়া গিয়াছে কোমায়
চশমা চোখেও যায় না চেনা তোমায়!

২০.
মনে একটু আঘাত পেলেই
শরীরে ওঠে জ্বর,
বহুলা আমায় সারিয়ে তোলে
আমি লক্ষিন্দর!
২১.
খুঁজতে গিয়ে তোমার আদুরে নাম,
খুঁজে পেলাম, তাই ডাকলাম-
তোমাকে ‘গুলফাম’!

২২.
ভালবাসার লেনদেন করি
ভালবাসাই কারবার,
ভালবাসা মরে না কখনো
জেগে ওঠে বার বার,
পিছুটান দেয়, সামনে দাঁড়ায়
আগলে ধরে পথ,
‘ভালবাসবো, ভালবাসবো’
হোক এই শপথ!

খুকু এবং চাঁদ
জিয়াউল জিয়া

খুকু ডাকে, ‘আয়, আয়’
চাঁদ নেমে আসে না,
খুকু ভাবে, চাঁদ তাকে-
মোটে ভালবাসে না।
খুকু হাসে ফিক ফিক
চাঁদটাতো হাসে না,
দু’জনেই দূরে দূরে
কেউ কারো পাশে না।
খুকু ভাবে ‘পাজি চাঁদ’
বাস্তবে যা সে না,
অপবাদ শুনে চাঁদ-
হাসে বারো মাসে না!

Related Posts

45 Comments

  1. তুমি খুব ভালো কবিতা লিখ” ৯৩ দিলাম তোমায়। তোমার পরের কবিতা, অপেক্ষার সময় আর প্রহর গুনতে বাধ্য করলো।
    লিখ কিছু ছন্দ, একদম খারাপ না, কিছুটা হলেও মন্দ
    তবুও মন্দের ভেতর দ্বন্দ্ব না রেখে,
    আমি পড়ে যাব, কবিতা আর কবিতা
    সেখানে কি পাবো জানিনা, শুধু জানি মনের ক্ষুধা মেটে যাবে, যারা ভুল বুঝে তারা হারিয়েছে সবিতা- হ্যাঁ।
    তোমার কলম যেন নাহি হয় ক্লান্ত।

মন্তব্য করুন