এক গুচ্ছ অসাধারন প্রেমের অণুকাব্য
জিয়াউল জিয়া
১.
নিজেকে তুমি মনিব ভাবো
আমায় বাবো ভৃত্য,
আমার সঙ্গে তাইতো তোমার
এতো বৈপরীত্য!
২.
চাঁদের দিকে হাত বাড়িয়ে
ব্যর্থ হচ্ছি বার বার,
কাণ্ড দেখে পাবলিকে কয়
‘দ্যাখ পাগলের কারবার’!
৩.
দিনে-রাতে তোমার পিছু
ঘুরতে থাকে পাঁচশ’ নর,
আমার প্রোপোজ তোমার কাছে
তাইতো ভীষণ হাস্যকর!
৪.
আদর করে ‘সোনা’ বলি
কখনো বলি ‘বাবু’,
তবু তুমি দাও না ধরা
হওনা মোটেও কাবু!
৫.
তোমায় ভালবাসি বলেই
পৃথিবীটা মূখ্য না,
যদিও এই পৃথিবীটা
তোমার মতো রুক্ষ না!
৬.
আমার থেকে দূরে থাকো তুমি
দূরে থাকার কারণ আছে তাই,
তুমি আমায় ভালোবাসো না মোটে
বাবা-মায়ের বারণ আছে তাই!
৭.
আমার যখন নুন দরকার
এগিয়ে দাও চিনি,
আমার জীবন নিয়ে তুমি
খেলছো ছিনিমিনি!
৮.
তোমার কথার চাইতে সহজ
সহ্য করা বুলেট,
সিদ্ধান্ত নিয়েছি তাই
হৃদয়ে লিখবো ‘টু-লেট’!
৯.
যখন আমি ঘোষণা দিলাম
জীবন থেকে ‘খেয়া’ বাদ,
শুনে তুমি বেজায় খুশি
বললে হেসে ‘কেয়া বাত’!
১০.
তোমার জন্য কেঁদে কেঁদে
যতোই ভাসাই বুক,
তবু তোমার চোখে ভাসে
অন্য কারো মুখ!
১১.
কথা মতো মাঝরাত্রিরে
যখনই তুই জাগলি,
বুঝেছি তখন তোকে দিয়েই
হবে রে হবে পাগলি!
১২.
সিঁথিতে সিঁদুর, হাতে নকশার শাখা,
বোতাম ছেঁড়া শার্টে তবু-
তোমার ঘ্রাণই মাখা!
ভুলতে ভুলতে মনে পড়ে যাও
ফিরে আসো বারে বারে,
এ মন তোমায় ভুলতে পারে না
মনে রাখতে পারে।
১৩.
এখন তুমি আগের মতো
নাও না আমার খোঁজ,
তুমি আমায় একটু করে
ভুলে যাচ্ছো রোজ!
১৪.
হাঁটতে হাঁটতে যখন দেখি
পথের শেষে তুমি নাই,
তখন আমি বুঝতে পারি
পায়ের তলে ভূমি নাই!
১৫.
মায়ার বাঁধন একটু করে
কাটছে রোজই ইঁদুর,
ভাঙতে হবে হাতের বালা
মুছতে হবে সিঁদুর,
মেঘাচ্ছন্ন আকাশটা আজ
বড়ই বেদনাবিধুর!
১৬.
তোমার কথায় আকাশ ছোঁবো
সাগর দিবো পাড়ি,
বাঁচিয়া রবো অনন্তকাল
সিগারেট দেবো ছাড়ি!
১৭.
তোমার সাথে এখন আমার
হয় খুবই কম তর্ক,
ধীরে ধীরে ভালো হচ্ছে
আমাদের সম্পর্ক!
১৮.
তুমি হলে আমার চোখের মনি
তেমনি আমি তোমার চোখের তারা,
মানের ঘরের ভাড়াটিয়া তুমি
‘ভালবাসা’ দিচ্ছো রোজই ভাড়া!
১৯.
যাক ভেঙে যাক মনের সকল ভুল,
সবার হাতে আজ শোভা পাক-
রঙিন গোলাপ ফুল!
সকল প্রিয় এবং প্রিয়তমা,
মনের মাঝে কেউ রেখো না-
দুঃখ-ব্যথা জমা,
অভিমানে কেউ মেনো না-
দূরে থাকার আইন,
আজ যে ভ্যালেন্টাইন!
২০.
মনের চিলেকোঠা থেকে
তোমার স্মৃতি নাড়ান দায়,
আসবো ভেবে আজও কি তুমি
দাঁড়িয়ে থাকো বারান্দায়?
ভুল বোঝাবুঝি, কাকুতি-মিনতি
পুরনো সে পথ মাড়ান দায়,
ভোরের আলো আজও এসে
পড়ে কি তোমার বারান্দায়?
সব হারানো জীবন থেকে
শুধু তোমায় হারান দায়.
আজও কি তুমি দাঁড়িয়ে থাকো
তোমার দখিনা বারান্দায়?
good
Thanks…
nice
ধন্যবাদ…
osadaron post
অনেক ধন্যবাদ…
so educative post.
hmmm….
nice
thanks…
gd
thanks…
Nice
tai…???
ভাই আপনি খুব সুন্দর লিখেন
kemon achen…???
sundor kobita
thanx…
Great
Thanks Puja….
valo
hmmm…
ভালো
thanks…
Awesome hoise vai
Thank you bhai…
Nice
thanx….
Good
tai…???
Nice
thanks…
দারুন
Thanks…
দারুণ
Thanks…
Thanks
welcome…
❤️
তোমায় ভালবাসি বলেই
পৃথিবীটা মূখ্য না,
যদিও এই পৃথিবীটা
তোমার মতো রুক্ষ না! ভাল্লাগছে ❤️
nice post
❤️❤️
❤️