বিশ্বকাপ শুরু হতে আরমাত্র কিছুদিনের অপেক্ষা।বিশ্বকাপের ১০টি টিম তাদের সেরা প্রস্তুতি নেয়ার চেষ্টা করবে।বিশ্বকাপে টপ ফেবারিট টিমের মধ্যে রয়েছে ভারত,অস্ট্রেলিয়া,ইংল্যান্ড,নিউজিল্যান্ড,দক্ষিণ দক্ষিণ আফ্ৰিকা।বাংলাদেশও আছে তাদের সেরা ছন্দে।এই জন্য বোঝা যাচ্ছে না কোন দল এবার বিশ্বকাপ জিতবে।অনেকের মতে এবারের বিশ্বকাপের আসরটি হতে যাচ্ছে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক আসর.এক সাক্ষাৎকারে সুনীল গাভাস্কার বলেছে বাংলাদেশেরও এবার বিশ্বকাপ জেতার অনেক সম্ভবনা রয়েছে।এই জন্য বাংলাদেশকে নিতে হবে সেরা প্রস্তুতি।কিন্তু ভারতও সেরা ছন্দে আছে.তার মধ্যে ধোনির হলো এই বিশ্বকাপ শেষ বিশ্বকাপ।তাই ভারত চাবে এই বিশ্বকাপ যেকোনো মূল্যে জিততে।ধোনির বয়স ৩৭ বছর বয়স.যে কিনা হলো ভারত তথা পুরো বিশ্বের অন্যতম বড় আইকন প্লেয়ার।তাই বলা যেতে পারে ভারত নতুন কোনো চমক দেয়ার অপেক্ষায় থাকতে পারে।
আরো একটি ইতিহাস গড়ার লক্ষ্যে টাইগাররা!
গত ম্যাচে আফগানদের হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই ঢাকায় ফিরেছে বাংলাদেশ। মুখেই যেনো ফুটে উঠছিলো দূর্দান্ত সেই জয়ের প্রতিচ্ছবি। তবে মন...