অ্যান্ড্রয়েড ফোন কাজ কম করলে যা করতে হয় । এখন বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে দেখা যায় । যে অনেক বেশি দামের অ্যান্ড্রয়েড তাতেও কোনো কাজ হচ্ছে না । নতুন কেনার পর দুই থেকে তিন মাস ভালোভাবে চলে , এবং তারপর কাজ করা আস্তে আস্তে বন্ধ করে দেয় । জানেন কি এটার কারণ কি এবং এটার প্রতিকার কি ?
আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা । সকলে কেমন আছেন ? আশা করি ভাল আছেন । বরাবরের মতো , আজকেও আপনাদের সামনে অসাধারণ একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম , অ্যান্ড্রয়েড ফোন এর ।
আপনি দশ হাজার টাকা দিয়ে এন্ড্রয়েড ফোন কিনেছেন । বা তার বেশি টাকা দিয়ে এনড্রয়েড ফোন কিনেছেন । এখন দেখছেন যে আপনি কেনার পর তিন থেকে চার মাস ভালোভাবে সবকিছু চালাতে পারতেন । কিন্তু যখন তিন-চার মাস এর বেশি চলে যায় । তখন আস্তে আস্তে মোবাইল ফোন এর গতি কমে যায় আসলে এর প্রতিকার কি ?
এন্ড্রয়েড ফোন ঃ
অ্যান্ড্রয়েড ফোন কাজ কম করার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে । তবে আমি সামান্য কিছু প্রবলেম নিয়ে কথা বলব এবং এর থেকে , কিভাবে উদ্ধার পাবেন সে বিষয়ে কথা বলব ।
কাজ না করার পেছনে মূল কারণ ঃ মোবাইল ফোন কাজ না করার কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে সফটওয়্যার ইনস্টল করা । এবং অপ্রয়োজনীয় ওয়েলপেপার মোবাইল ফোনে সেট করা । আপনার পছন্দের এন্ড্রয়েড ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন না , কিন্তু আপনি ইন্টারনেট কানেকশন অন রেখেছেন । এর কারণেও মোবাইল ফোন যেমন গরম হবে এমন কাজ করা আস্তে আস্তে বন্ধ করে দিবে ।
অ্যান্ড্রয়েড ফোন ক্লিনার সফটওয়্যার দিয়ে ক্লিন না করা । অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী রয়েছে , যারা অ্যান্ড্রয়েড ফোন ইন কোন ধরনের এন্টিভাইরাস ইন্সটল করেন । এবং যদিও করে সেটা হচ্ছে ফ্রী ভার্শন । আপনাকে পেইড ভার্সন এন্টিভাইরাস ব্যবহার করতে হবে ।
অ্যান্ড্রয়েড ফোন কাজ করা বন্ধ করলে যেভাবে কাজ করা সচল করবেঃ
সর্বপ্রথম গুগল প্লে স্টোর বার গুগল প্লে সার্ভিস ওপেন করুন । এবং বাম সাইটে দেখতে পাবেন ৩ dot সেখানে ক্লিক করুন । সেখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন সেটিংস নামের একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করুন । আমি আপনাদের বোঝার সুবিধার্থে পুরো টিউটোরিয়ালে স্ক্রিনশট দিয়েছি ।
স্ক্রিনশট ১
তারপর ওখানে ক্লিক করে অটো আপডেট বন্ধ করে দিন ।
স্ক্রিনশট ২
তারপর গুগল প্লে স্টোর থেকে বেরিয়ে আসুন এবং আপনার মোবাইল থেকে সেটিংস অপশনে চলে যান নিচে আপনাদের বোঝার সুবিধার্থে একটি স্ক্রিনশট দিয়েছি ।
স্ক্রিনশট ৩
তারপর এবাউট এ চলে যান এবং নিচের ইমেজটি ফলো করুন ।
স্ক্রিনশট ৪
ডেভেলপার অপশন এ চলে যান ।
স্ক্রিনশট ৫
স্ক্রিনশট যেখানে ক্লিক করা হয়েছে সেখানে ক্লিক করুন ।
স্ক্রিনশট ৬
তারপর সেটিংস অপশন ক্লোজ করে দিন এবং আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ফাইল ম্যানেজার অপশনে চলে যায় আমি আপনার বুঝার জন্য দিয়ে দিচ্ছি ।
স্ক্রিনশট ৭
ফাইল ম্যানেজার থেকে থ্রি ডট আইকন এ ক্লিক করুন । এবং হাইট ফোল্ডার হাইড করুন এবং হাইড থাকা যে সমস্ত ফোল্ডার রয়েছে সেগুলো কি ডিলিট করুন । আশা করা যায় আপনি ভালো ফল পাবেন । ।