এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য টেলিটক আগামী সিম

বাংলাদেশের সিম অপারেটরদের মধ্যে টেলিটক অন্যতম। টেলিটক হলো বাংলাদেশের সরকারি সিম। যেটা বহুদিন আগে থেকে সেবা দিয়ে আসছে বাংলাদেশের জনগনকে। টেলিটক সিম এর মাধ্যমে দেশের অনেক গ্রাহক সেবা পাচ্ছে। এবার টেলিটক ভালো শিক্ষার্থীদের জন্য বা ভালো শিক্ষার্থীদের পড়াশুনার জন্য টেলিটক আগামী সিম নিয়ে এসেছে।

টেলিটক আগমি সিমে রয়েছে অনেক আকর্ষণীয় অফার এবং প্যাকেজ। এটি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সিম। তাই আজকাল টেলিটক আগমি সিমের প্রতি মানুষের আগ্রহ রয়েছে।

টেলিটক সিম আর টেলিটক আগামী সিম সম্পর্কে আলোচনা:-

টেলিটক বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সিম প্রদানকারী কোম্পানিগুলোর একটি। এর মালিক বাংলাদেশ সরকার নিজেই। এটা বাংলাদেশের একটি বিখ্যাত মোবাইল অপারেটর। কয়েক বছর ধরে, টেলিটক এখন উপলব্ধ কিছু সেরা ইন্টারনেট প্যাকেজের সাথে দুর্দান্ত পরিষেবা প্রদান করছে। আজ, আমরা 2022 সালের TeletalkAgami ইন্টারনেট প্যাকেজগুলি সম্পর্কে কথা বলব যেগুলিতে আকর্ষণীয় অফার রয়েছে যা আপনাকে এটির জন্য যথেষ্ট আগ্রহী করে তুলতে পারে। এই ইন্টারনেট প্যাকেজটি শিক্ষার্থীদের উপরও দৃষ্টি নিবদ্ধ করে এবং আমাদের সাইটে এখানে বেশ কিছু অফার রয়েছে। 2022 সালের টেলিটক আগামি ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে আরও জানতে, অনুগ্রহ করে এখানে সম্পূর্ণ নিবন্ধটি দেখুন যা আপনার চাহিদা পূরণের জন্য প্রস্তুত করা হয়েছে। টেলিটক আগমি প্যাকেজ সম্পর্কে টেলিটক আগামীর ইন্টারনেট প্যাকেজগুলো মূলত দেশের শিক্ষার্থীদের উপর দৃষ্টি নিবদ্ধ করে। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, অফারটি মূলত প্রতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তার মানে- আপনি যদি এমন একজন ছাত্র হন যিনি 2010 থেকে 2021 সাল পর্যন্ত SSC সম্পন্ন করেছেন এবং এই পরীক্ষায় A+ অর্জন করেছেন তাহলে TeletalkAgami সিম আপনার জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং আপনি এর অধীনে সব সেরা ইন্টারনেট প্যাকেজ উপভোগ করতে পারবেন।

টেলিটক আগামী সিম কারা কারা পাবে?

এই টেলিটক আগামী সিম সবার জন্য নয়। এটি শুধুমাত্র জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য টেলিটক আগামী সিম। এই টেলিটক সিমটি বিক্রি জন্য নয় এটি শুধু এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পড়াশুনার জন্য।

আপনি যদি এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে থাকেন তাহলে এই টেলিটক আগামী সিমটি আপনার জন্য। তবে এই টেলিটক আগামী সিমটি পেতে হলে বেশ কয়েকটি নিয়ম আপনাকে মেনে চলতে হবে।

এবার বলি এই টেলিটক আগামী সিমের সুবিধা কতটুকু?

টেলিটক আগামী সিমটি আপনি কথা বলার প্রতি মিনিটে আপনার ৪৫ পয়সা কাটবে। এছাড়াও আপনি এই সিম কার্ডে নানান রকমের সুবিধা পেয়ে থাকবেন।

এই সুবিধা ছাড়াও আপনি এই টেলিটক আগামী সিমটি রেজিস্ট্রেশন করে সিমটি এক্টিভ করার পর বিশেষ ধরনের সুবিধা পেয়ে থাকবেন। এই টেলিটক আগামী সিমের সাথে আপনি ফ্রী পাচ্ছেন ১০০ মিনিট, ১০০ এসএমএস ও ৫ জিবি ইন্টারনেট ৩০ দিনের জন্য।

টেলিটক আগামী সিমটি কিভাবে পাবেন?

আপনি টেলিটক আগামী সিমের জন্য অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনার কাছের কোন টেলিটক কাস্টমার কেয়ার গিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশনকৃত সিমটি নিয়ে আসতে পারবেন।

এবার বলি এই সিমটি রেজিস্ট্রেশন কিভাবে করবেন?

টেলিটক আগামী সিমের জন্য এসএমএস রেজিস্ট্রেশন নিম্নলিখিত এসএমএস ফর্ম্যাট অনুযায়ী যেকোনো টেলিটক নম্বর থেকে আগমি সিমের জন্য নিবন্ধন করতে পারবেন।

যেভাবে টাইপ করবেন:-

১/ AGAMISSC_board(প্রথম 03টি অক্ষর)

২/ SSC_Roll

৩/ SSC_Year

৪/ Contact_No

পাঠিয়ে দিন 16222 নম্বরে।

 যদি এবারেও বুঝে না থাকেন তাহলে নিচের উদাহরণ ফলো করুন :-

• AGAMI MYM 12**** 2020 0155XXXXXXX

এরপর সফল রেজিস্ট্রেশনের পরে, আপনি একটি আইডি এবং ওটিপি পাবেন। আপনি এই আইডি, ওটিপি, এনআইডি নম্বর দেখিয়ে যেকোনো টেলিটক কাস্টমার কেয়ার থেকে আগমি সিম তুলতে পারবেন এবং এসএসসি অ্যাডমিট কার্ড/সার্টিফিকেট/মার্কশিটের মূল কপি সাথে থাকতে হবে।

টেলিটক আগামী সিমটি নিতে হলে এক্ষনি রেজিস্ট্রেশন করুন। আর টেলিটক আগামী সিম সমন্ধে আরো জানতে ভিজিট করবেন টেলিটক অফিসিয়াল পেজে বা ওয়েবসাইটে। অথবা গুগলে সার্চ দিবেন “টেলিটক আগামী সিম ( Teletalk Agami SIM )” নামে।