এবারের এসএসসি পরীক্ষার্থীরা নিয়ে নিন টেলিটক এর আগামী সিম:
কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার রেজাল্ট। আর তাই অন্যান্য বছরের মতো এবারও টেলিটক নিয়ে আসলো এসএসসি পরীক্ষার্থীদের জন্য আগামী সিম। তাই এখনই নিবন্ধন করে ফেলুন তাড়াতাড়ি স্টক শেষ হয়ে যাওয়ার আগে।
উল্লেখ্য যে এবারের এসএসসি পরীক্ষায় প্রায় 82 শতাংশ এর বেশি পরীক্ষার্থী সকল বোর্ডে উত্তীর্ণ হয়েছে। বিগত বছর গুলোতে ও টেলিটক সকল জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য এই সিমটি দিয়েছিল এই বছরে এর ব্যতিক্রম ঘটেনি। তাই চলুন দেরি না করে দেখেনি কিভাবে নিবন্ধন করতে হবে।
টেলিটকের আগামি সিম পেতে নিচের দেওয়া নিয়মে নিবন্ধন করুন: আপনার ব্যবহৃত যে কোন ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন AGAMI স্পেস Board (প্রথম ৩ অক্ষর) স্পেস Roll স্পেস Passing Year স্পেস Contact No ( অর্থাৎ আপনার ব্যবহৃত যে কোন সিম নাম্বার জেটু সব সময় সচল থাকবে এটি আপনার মাতা-পিতা, ভাই-বোন এর যেকোনো কারো সচল মোবাইল নাম্বারটি দিবেন যাতে আপনার সাথে কতৃপক্ষ যোগাযোগ করতে পারে)
যদি বুঝতে কষ্ট হয় তবে আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি:
উদাহরণ: AGAMI CHI 12345678( আপনার নাম্বারটি এই জায়গায় দিবেন) 2020 01818★★★★★
এইতো ডিউটি কমপ্লিট করার পর মেসেজটি পাঠিয়ে দিন মেসেজটি পাঠিয়ে দিন 16222 এই নম্বরে। ব্যাস হয়ে গেল এরপর ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দেবে আপনার অনুরোধটি গ্রহণ হয়েছে কিনা। মেসেজ না আসলে চিন্তা করবেন না কারণ মাঝেমধ্যে টেকনিক্যাল সমস্যার কারণে মেসেজ নাও আসতে পারে।
চলুন দেখে নেই আগামী সিমে কি কি ইন্টারনেট প্যাক রয়েছে::
1. টেলিটক দিচ্ছে আপনাকে 2 জিবি ইন্টারনেট মাত্র 81 টাকায়। এই প্যাকটি নিতে বলে আপনার থেকে ডায়াল করতে হবে *111*603# অথবা A3 লিখে পাঠিয়ে দিন 111 এই নাম্বারে।
এই অফারটির মেয়াদ 30 দিন
2. এছাড়াও 3 জিবি দিচ্ছে মাত্র 53 টাকায়। আর এই প্যাকটি নিতে হলে আপনার থেকে ডায়াল করতে হবে *111* 603# অথবা A4 লিখে 111 নাম্বারে মেসেজ পাঠিয়ে প্যাক কিনতে পারবেন।
মেয়াদ 10 দিন।
3. জি বি এস আপনি পাবেন 10 জিবি ইন্টারনেট মাত্র 169 টাকায় আর এই অফারটি কিনতে হলে আপনার থেকে ডায়াল করতে হবে *111* 610#
আর এই অফারটির মেয়াদ 30 দিন।
আসুন জেনে নিই আগামী সিমের কলরেট সম্পর্কে:
এই সিম দিয়ে কল করলে টেলিটক টু টেলিটক আপনি পাচ্ছেন 45 পয়সা মিনিট।
এছাড়া টেলিটক থেকে অন্য যেকোনো সিমে আপনি 45 পয়সা পার মিনিটে কথা বলতে পারবেন।
আগামী সিমের মাধ্যমে টেলিটক টু টেলিটক অথবা অন্য কোন সিমে মেসেজ পাঠালে তার মেসেজ 30 পয়সা করে কাটবে।
এছাড়াও রয়েছে আগামী সিমে রিচার্জ এর মাধ্যমে মিনিট অফার। 25 মিনিট এবং সাথে 25 টি এসএমএস ফ্রি এবং 50 এমবি ফ্রি পাবেন। অবশ্য মেসেজ এবং মিনিট অফারটি শুধুমাত্র টেলিটক টু টেলিটক হবে এর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আর এই অফারটির মেয়াদ মাত্র তিন দিন।
ইউটিউব, ফেইসবুক ইত্যাদি সাইট থেকে ভিডিও ডাউনলোড করুন সরাসরি মেমোরির ফাইলে। চমৎকার এই অ্যাপটির মাধ্যমে….!
প্রিয় ভিউয়ারস আশা করি সবাই অনেক ভাল আছেন। আমরা বর্তমানে অনেকেই অনলাইনে ভিডিও দেখি বিশেষ করে ইউটিউব এ ভিডিও দেখা...