প্রিয় পাঠক, পাঠিকা ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকু। ঘরে ও বাইরে, দেশ এবং বিদেশে যে যেখানে যে অবস্থায়ই আছেন সবাইকেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা কেমন আছেন আপনারা? জানি আপনারা ভালো নেই, তার কারণ বিশ্বজুড়ে মহামারী করোনার জন্য আজ আমাদের ঘরের ভিতরেই থাকতে হচ্ছে। এটা আসলেই কস্টের বিষয়। আর তাই এই কস্টের সময়ে যারা মোবাইলে এ্যাড দেখে টাকা ইনকাম করছেন তাদের জন্য নিয়ে আসছি এ্যাড বাড়ানোর কৌশল।
বন্ধুরা আপনারা অনেকেই Mo cash ও Today Cash এ এমনকি এ্যাড দেখে টাকা ইনকাম করা যায় এমন সাইটে কাজ করছেন তাদের জন্য আজকের এই পোস্টটি। বন্ধুরা লকডাউনে ঘরে থাকা এমনিতেই কস্টকর, তারপর যদি ইনকাম সাইটে এ্যাড না আসে তখন যে কি অবস্থা হয় সেটা আমরা হাড়ে হাড়েই বুঝতে পারি। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, এবার আসল কাজেই আসি। Mo Cash ও Today Cash এ কাজ করতে করতে হঠাৎ এ্যাড আসা বন্ধ হয়ে গেল অথবা যদিও এড আসে তাও আবার দশ বারো সেকেন্ড পরে, এমনকি হ্যাং অবস্থায় থেকে যায়। এমন সময় কি করবেনঃ-
বন্ধুরা আপনারা সরাসরি আপনাদের এন্ড্রয়েড সেটের সেটিংস অপশনে যান। সেটিংস অপশনে গিয়ে গুগুল অপশনটিতে ক্লিক করুন। দেখবেন এ্যাড নামক একটি অপশন আছে।
অপ রাখবেন। ডাটা কানেকশন অন থাকা অবস্থায় এ্যাড অপশনে ক্লিক করলে প্লে সার্ভিসিং বন্ধ হয়ে যেত পারে। তো বন্ধুরা এ্যাডে ক্লিক করার পর নিচের চিত্রের মতই একটি অপশন দেখতে পাবেন,
যেখানে লেখা থাকবে Reset advertising ID. এখানে ক্লিক করুন। তারপর আপনাদের সামনে চলে আসা OK ইন্টারফেসে ক্লিক করুন।
এরপর আপনার ভিপিন অন করে কাজ শুরু করুন। দেখবেন আগের মতই খুব ফাস্ট এ্যাড চলে আসছে। তো বন্ধুরা এতেও যদি এ্যাড ঠিকমত না আসে তখন কি করবেন? আসুন জেনে নেই পরবর্তী অপশনের বিস্তারিতঃ-
সরাসরি চলে যান আপনার সেটের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে robot vpn লিখে সার্চ দেন। বন্ধুরা নিচের চিত্রের মত প্রথম যে
ভিপিএনটা দেখতে পাবেন সেটাই ইনস্টল করুন। ইনস্টল করার পর অন করুন। অন করার পর আপনাদের সামনে যে ইন্টারফেসটি আসবে তার উপরে ডান কর্ণারে নিচের চিত্রের মত
একটি গোল এ্যারো চিহ্নে ক্লিক করুন। এর কাজ হলো ভিপিএনটাকে রিফ্রেশ করা। এই কাজটি করার পর উপরে বাম পাশে নিচের চিত্রের মত
একটি Free বাটনে ক্লিক করুন। তারপর নিচে দেখুন United States/ sun fransisco.
এটাতে ক্লিক করে আপনার ইনকাম সাইটে চলে যান। কাজ শুরু করুন। দেখবেন আগের চেয়ে খুব দ্রুত গতিতে এ্যাড চলে আসছে। তো বন্ধুরা একটা কথা না বল্লেই নয়। কিছু বিষয় আছে যেখানে একটু সতর্কতা না থাকলেই নয়। পাশাপাশি একটু বিশ্রামেরও প্রয়োজন আছে। আপনি যদি একটানা আপনার মোবাইলের ডাটা অন রেখে কাজ করতে থাকেন তাহলে আপনার মোবাইলের মাদারবোর্ড দুর্বল হতে থাকবে। হঠাৎ দেখবেন আপনার মোবাইল হ্যাং হয়ে গেছে। ঘাবড়ানোর কিছুই নেই। সকল কাজ বন্ধ করুন। মোবাইলের ডাটা অপ করুন।
ঘন্টা খানেক সময় আপনার মোবাইলটাকে একটু রেস্টে রাখুন। তারপর মোবাইলের ভাইরাস দুর করুন। মোবাইলের ইতিপূর্বে কাজ করা সকল কার্যক্রম ক্লিন করে আবার কাজ শুরু করুন। এভাবে কাজ করলে আপনার মোবাইল কখনো হ্যাং হবে না আর এ্যাড আসাও বন্ধ হবে না। আপনি চিন্তাহীন ভাবে একমনে দীর্ঘক্ষন কাজ করতে পারবেন। আশা করি আজকের পোস্ট আপনাদের অবশ্যই উপকারে আসবে। আর যদি সামান্যতম আপনাদের উপকারে আসে তাহলে ভালো হোক মন্দ হোক কমেন্ট করতে ভুলবেন না।
ভালো থাকুন সুস্থ থাকুন
মাস্ক পরুন ঘরে থাকুন।
করোনা প্রটোকল মেনে চলুন
সরকারি জরুরি নির্দেশনা মেনে চলুন।
ভালো লাগছে
Hmm!
ধন্যবাদ স্যার
Valo hoise
Tnx
Good
নতুন সাইট ভালো ইনকাম ঘুরে আসার আমন্ত্রন রইলো রেজিস্টার করলেই পাবেন ৮ টাকা বোনাস ২০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন । লিংক এ গিয়ে দেখে আসুন ভালো লাগলে করবেন । ধন্যবাদ
https://blog.jit.com.bd/fresh-income-site-3830
0h