ভাইরাস, ভাইরাস, ভাইরাস চারিদিকে এই ভাইরাস কথাটি শুনতে শুনতে আমরা অ্যান্টিভাইরাসের নাম একরকম ভুলতেই বসেছি। বর্তমান সময়ে আমরা সবাই যার যার বাসায় সময় কাটাচ্ছি। এজন্য সময় কাটানোর মূল বস্তু হিসেবে আমরা ফোন বা পার্সোনাল পিসি ব্যবহার করছি। আর এই সুযোগটি পুরোপুরি লুফে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের হ্যাকার ভাইয়েরা। আজকে তাদেরকে একটু বিরক্ত করার জন্যই এই আর্টিকেলটি লেখা।
আজকে এই ভিডিওতে আমরা TOP 10 ফ্রি অ্যান্টিভাইরাস সম্পর্কে জানবো। যার মধ্যে ৫টি কম্পিউটার অ্যান্টিভাইরাস এবং ৫টি মোবাইল অ্যান্টিভাইরাস। তো চলুন কথা না বাড়িয়ে অ্যান্টিভাইরাস গুলো সম্পর্কে জানা যাক।
প্রথমে জানা যাক কম্পিউটার অ্যান্টিভাইরাস সম্পর্কেঃ
অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস
ফ্রি অ্যান্টিভাইরাস গুলোর মধ্যে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাসটি বেশ জনপ্রিয় ও বিশ্বস্ত একটি অ্যান্টিভাইরাস। বিশ্বের প্রায় ২৩০ মিলিয়নের অধিক ইউজার রয়েছে এই অ্যান্টিভাইরাসের। অ্যাভাস্ট এর ফ্রি ভার্সনটিতে আপনি যে যে সুবিধা গুলো পাবেন সেগুলোর মধ্যে রয়েছেঃ
- ভাইরাস ব্লক এবং ম্যালওয়্যার ডিটেক্ট
- ওয়াইফাই সিকিউরিটি স্ক্যান
- পাসওয়ার্ড সিকিউরিটি সহ আরো বেশ কিছু সুযোগ সুবিধা
লিংকঃ www.avast.com/free-antivirus-download
বিট ডিফেন্ডার
অ্যান্টিভাইরাস জগতের এক রাজার নাম Bitdefender Antivirus. এ অ্যান্টিভাইরাসটির রয়েছে অটো ভাইরাস ডিটেক্ট করার ক্ষমতা। রয়েছে HTTP স্ক্যানিং, সুপার ফাস্ট বুট স্ক্যানিং, অ্যান্টি রুটকিট সুবিধা সহ বিভিন্ন ফিচার। অ্যান্টিভাইরাসটি একবার ব্যবহার করেই দেখুন, হয়তো এটি ব্যবহারের পর অন্য অ্যান্টি ভাইরাস গুলো আর ব্যবহার করতে ইচ্ছে হবে না।
লিংকঃ www.bitdefender.com/solutions/free.html
পাণ্ডা অ্যান্টিভাইরাস
ফ্রি অ্যান্টিভাইরাস জগতের আরেক জনপ্রিয় অ্যান্টিভাইরাস এই পাণ্ডা অ্যান্টিভাইরাস। পাণ্ডার প্রিমিয়াম ভার্সনে আপনি যেসব ফিচার পাবেন সেগুলোর মধ্যে বেশ অনেক গুলো ফিচারই পাণ্ডার ফ্রি ভার্সনে পেয়ে যাবেন।
লিংকঃ www.pandasecurity.com/en/homeusers/solutions/free-antivirus
ক্যাসপারস্কি সিকিউরিটি ক্লাউড
জনপ্রিয় অ্যান্টিভাইরাস গুলোর মধ্যে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস অনেকেরই প্রথম পছন্দের নাম। অ্যান্টিভাইরাসটিতে রয়েছে প্রাইভেসি প্রোটেকশন, প্রোটেকশন ফর কিডস্, সেফ মানি, ম্যালওয়্যার স্ক্যানিং, সিস্টেম ক্লিনআপ, ডার্কওয়েব স্ক্যানিং সহ আরো বেশ কিছু সুযোগ সুবিধা। এটি আপনার চাহিদা মেটাতে ব্যর্থ হবে না বলে আমি মনে করি।
লিংকঃ www.kaspersky.co.in/security-cloud
সোফোস হোম
আমি এটা খুব ভালোভাবেই জানি এই অ্যান্টিভাইরাসটির নাম আপনারা অনেকেই প্রথমবার শুনলেন। অনলাইনে এমন অনেক কিছু রয়েছে যা বেসিক অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলো নিয়ন্ত্রণ করতে পারে না। ভাইরাস থেকে আপনার ডিভাইস এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার পাশাপাশি, সেফোস হোম অ্যান্টিভাইরাসটি বেশ ভালো সুরক্ষা প্রদান করে। এছাড়া শিশুদেরকে ইন্টারনেটের খারাপ ব্যবহার থেকে সুরক্ষা প্রদান করতে সক্ষম এই সোফোস হোম ফ্রি অ্যান্টিভাইরাসটি।
লিংকঃ home.sophos.com/en-us.aspx
তো আমরা এতক্ষণ জানলাম কম্পিউটার অ্যান্টিভাইরাস সফটওয়্যার সম্পর্কে। এখন জানবো TOP 5 মোবাইল অ্যান্টিভাইরাস সম্পর্কে:
অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস
মোবাইল অ্যান্টিভাইরাসের ক্ষেত্রেও আমরা অ্যাভাস্টকেই প্রথমে রেখেছি। মোবাইলে ব্যবহারের ক্ষেত্রেও এই অ্যান্টিভাইরাসটি আপনার ডিভাইসের যথেষ্ট খেয়াল রাখবে, যাতে করে আপনার ডাটা গুলো সিকিউর থাকে।
লিংকঃ play.google.com/store/apps/details?id=com.avast.android.mobilesecurity
AVG অ্যান্টিভাইরাস
প্লে স্টোরে অ্যান্টিভাইরাসটির রয়েছে 4.7 স্টার রেটিং। সেই সাথে রয়েছে অসংখ্য পজিটিভ রিভিউ। এই অ্যান্টিভাইরাসটি আপনার ডিভাইসকে যেমন সিকিউরিটি প্রদান করবে। তেমনি এটি ব্যবহার করেও আপনি পেইড অ্যান্টিভাইরাসের তৃপ্তি নিতে পারবেন।
লিংকঃ play.google.com/store/apps/details?id=com.antivirus
ESET মোবাইল সিকিউরিটি অ্যান্ড অ্যান্টিভাইরাস
প্লে স্টোরে বেশ দাপটের সাথে রাজত্ব করে চলেছে এই অ্যান্টিভাইরাসটি। 4.8 রেটিং সমৃদ্ধ এই অ্যান্টিভাইরাসটি আপনাকে সব দিক থেকেই সন্তুষ্ট রাখতে সক্ষম।
লিংকঃ play.google.com/store/apps/details?id=com.eset.ems2.gp
বিট ডিফেন্ডার
আবারো আসতে হলো Bitdefender এর কাছে। এই অ্যান্টিভাইরাসটির প্লে স্টোরে বেশ ভালোই রাজত্ব রয়েছে। 4.7 স্টার রেটিং সমৃদ্ধ এই অ্যান্টিভাইরাসটিও আপনাকে নিরাশ করবে না।
লিংকঃ play.google.com/store/apps/details?id=com.bitdefender.security
নরটন অ্যান্টিভাইরাস
প্লে স্টোরে 4.7 স্টার রেটিং এর সাথে বেশ বড় সংখ্যার ইউজারও রয়েছে এই অ্যান্টিভাইরাসটির। আপনিও তাদের ফ্যামেলিতে যোগ দিয়ে নিজের সিকিউরিটি বজায় রাখতে পারেন।
লিংকঃ play.google.com/store/apps/details?id=com.symantec.mobilesecurity