আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনা করি।
মানুষের জীবনের সবথেকে মজার এবং সবথেকে শিক্ষণীয় সময় হলো কলেজ জীবন। কারণ কলেজের শিক্ষায় মানুষের সারা জীবন পথপ্রদর্শক হিসেবে কাজ করে। কলেজ এ শুধু মানুষ শিক্ষা গ্রহণ করে তা কিন্তু নয় বরং জীবন গঠনের প্রয়োজনীয় দিক সম্পর্কে সিদ্ধান্ত গঠনের উপযুক্ত সময়।আমি আমার জীবনের সবথেকে মজার সময় কাটিয়েছি আমার কলেজ জীবনে।আজ তাই আপনাদের সামনে আমি আমার জীবনের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরবো।
আমার কলেজ জীবন কেটেছে কুমিল্লা সি সি এন মডেল কলেজে। স্কুলের পথ চুকিয়ে যখন কলেজ জীবনে পদার্পন করলাম তখন অনেকটা ভয়ে ভয়ে ছিলাম। আজ ও কলেজের প্রথম দিনের কথা মনে পরে। কারণ খুবই অপরিচিত এবং একটি ভিন্ন পরিবেশ ছিল আমাদের কলেজের। প্রথম প্রথম প্রতি দিন খুব খালি খালি লাগতো। কারণ আমার বন্ধু বান্ধব ছিলোনা। নিজেকে খুব একা একা মনে হতো।
কিন্তু আসতে আসতে পরিবেশ পাল্টাতে লাগলো। প্রথম প্রথম নিজেকে খুব এক মনে হতো। ধীরে ধীরে নতুন নতুন বন্ধু বান্ধব হলো। সকলে মিলে কলেজের প্রতিটা অনুষ্ঠান খুব উৎসাহ সহকারে পালন করেছি। হাসি খান্না পড়ালেখা সব মিলিয়ে আমাদের প্রতিটা দিন ভালোই কাটছিলো। সকলের সাথে প্রতিটাদিন কত মজাদার করে কেটেছে তা বলার অন্ত নাই।আমাদের কলেজে শুধুমাত্র শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ করার উপর জোর দেওয়া হতো না।বরং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলার জন্য যা যা প্রয়োজন সব কিছুই শিখানো হতো আমাদের কলেজে।
দেখতে দেখতে হাসি আনন্দের দিনগুলো আসতে আসতে অভিবাহিত হতে লাগলো। কলেজ এর দিনগুলো ঘনিয়ে আসতে লাগলো।পরীক্ষা ঘনিয়ে আসতে লাগলো। পরীক্ষার পর কলেজ জীবনের ইতি টানতে লাগলো। এখনো মনে পড়ে কলেজ জীবনের সেই মধুর স্নৃতিগুলো। এখনো কলেজের সেই বন্ধুদের সাথে দেখা হলে কলেজ জীবনের স্নৃতি ভেসে উঠে আমাদের আড্ডায়।
আজ এইটুকুই।ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন