একটি কাজ শুরু করবো | কিন্তু কাল পরশু করে কাজটি শুরুই করা হচ্ছে না কি তাইতো ? এই সমস্যাটি যেন কম বেশি সবার মাঝে আছে | আবার মাঝে মাঝে এমন হয় কোন কাজটি ফেলে কোন কাজটি আগে শুরু করবো আর কোন কাজটি পরে এটি নিয়েও অনেকে দ্বিধাদ্বন্দে ভুগেন |
প্রথমত যেই কোনো কাজ শুরু করার পূর্বে আমি মনে করি আত্মবিশ্বাস থাকাটা খুব জরুরি | এবং যেই মুহূর্তে সির্দ্ধান্ত নিবো যে এই কাজটি করবো ঠিক সেই মুহূর্তে কাজটি শুরু করে দিলে ভালো হয় | যেদিনের কাজ সেদিন শেষ করে ফেললে পরবর্তীতে নিজের উপর কাজের বোঝাটা কমে যাবে | আর নাহলে কাজের পরিমান জমতে জমতে এমন একটা অবস্থায় পৌঁছাবে যে আপনি আরো সির্দ্ধান্তহীনতায় ভুগবেন |
বেশিরভাগ ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের মধ্যে এই সমস্যাটা দেখা যায় তারা তাদের পড়া ফেলে রাখে এবং পড়া জমতে জমতে পরীক্ষার ঠিক আগের রাতে তাদের জন্য পড়া শেষ করাটা অনেক কষ্টকর হয়ে যায় |
শুধু পড়াশুনা না মনে রাখতে হবে যেই কোনো কাজই সময়েরটা সময়ে করা ভালো | বড় কাজ হলে সেটিকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেললে আরো ভালো হয় |
সকালে ঘুম থেকে উঠেই ঠিক করে ফেলা উচিত আজ সারাদিন কি কাজ করবো | ঠিক রাতেও ঘুমাতে যাওয়ার পূর্বে যদি আমরা ঠিক করে নেই পরদিন কি কি কাজ করবো তাহলে আরো ভালো হয় |
যেই কাজটি আপনার এখন করতে ভালো লাগছেনা সেটি রেখে অন্য কাজ কাজ শুরু করুন কারণ মনের বিরুদ্ধে করা কোনো কাজই কখনো ভালো হয় না |
কাজ শেষ হয়ে গেলে মনে মনে নিজেকে উৎসাহ দিন এতে আপনি পরবর্তী কাজগুলো শুরু করার জন্য নতুন একটি উদ্দীপনা পাবেন | আর কোনো কাজে আটকে গেলে মন খারাপ না করে,ভেঙে না পরে পরবর্তী কাজটি শুরু করুন |
আমাদের জীবন চিরস্থায়ী নয় | এমনও তো হতে পারে যেই কাজটি আপনি আগামীর জন্য ফেলে রেখেছেন সেই কাজটি আপনার আর করা হলোনা | তাই দেরি না করে সির্ধান্তহীনতায় না ভুগে কাজ শুরু করে দিন পুরোদমে |
সাফল্য অর্জনের অন্যতম চাবিকাঠি সময়ের কাজ সময়ে করা | এতে আপনি অন্যদের থেকে এগিয়ে যাবেন অনেকাংশে |