জিয়াউল হক পলাশ ওরফে কাবিলার অজানা সব তথ্য

আচ্ছালামুয়ালাইকুম ভিওয়ারস। আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভাল আছেন.
বন্ধুরা বর্তমান সময়ে নাটকের জগতে জিয়াউল হক পলাশ আপনারা যাকে কাবিলা নামে চিনেন তিনি খুব রটনা ফেলে দিয়েছেন. এই কাবিলা নাটক পছন্দ করেন না বর্তমানে এমন কোনো মানুষ নেই. তিনি নাটকে যেমন অভিনয় করেন তেমনি তা ভাব বঙ্গীয়. প্রতিটি নাটকই হিট হয় তিনি নাটকের পাশাপাশি পরিচালনার কাজও করে থাকেন. আজকে আপনাদেরকে বলবো কাবিলার জীবনের কিছু কথা এবং তারপর তোমার অবস্থা.
# নাম জিয়াউল হক পলাশ, তাকে সবাই পলাশ বা কাবিলা বলেই ডাকে. তার জন্ম সাল 1993 সালের 3 ফেব্রুয়ারি. বয়স 25 বছর. জন্মস্থান নোয়াখালীর কালিকাপুর গ্রামে. তিনি বর্তমানে ঢাকার নাখলা পাড়াতে থাকেন. তিনি তিতুমীর কলেজ থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং সাবজেক্টে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন. তিনি ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেছেন. তার অভিনয় জগতে বড় পর্দায় আসে 2013 সালে এর আগে তিনি ছোটখাটো কাজ করতেন নাটকের মধ্যে. তার প্রথম নাটক ট্যাটু. তিনি 2017 সালে জার্নি বাই লঞ্চ নাটকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন. তখন থেকেই তাকে সবাই মোটামুটি চিনে ফেলেছে. তিনি আসলে অভিনয় করতে চাননি তার ছিল বড় কোনো পরিচালক হবে. তিনি বর্তমানে অভিনয়ের পাশাপাশি সহ-পরিচালক এর কাজ করে থাকেন. তার পরিচালিত প্রথম নাটক ফ্রেন্ড উইথ বেনিফিট. কাজল আরেফিন অমির ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন. ব্যাচেলর পয়েন্ট নাটক মূলত এই কাবিলার জন্যই এত হিট হয়েছে. তার প্রিয় খেলা ফুটবল এবং প্রিয় খেলোয়াড় নেইমার তিনি ব্রাজিল সাপোর্ট করেন, ক্রিকেট খেলার মধ্যে মাশরাফি তার প্রিয় খেলোয়ার. তার মাসিক ইনকাম 50 হাজার থেকে এক লক্ষ টাকা, তার দুটি বাড়ি একটি নোয়াখালী এবং আরেকটি ঢাকার মধ্যে. তার ফেসবুক আইডির নাম জিয়াউল হক পলাশ ফলোয়ার প্রায় এক লক্ষ এর বেশি. তার একটি গাড়িও আছে. অবিশ্বাস হলেও সত্য তিনি এখনো সিঙ্গেল রয়েছেন.

বন্ধুরা এই ইনফরমেশন গুলো 100% সত্যি . বন্ধুরা আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ.

Related Posts

11 Comments

মন্তব্য করুন