আসসালামুআলাইকুম কেমন আছেন সকলে? আশা করি সবাই অনেক ভালো আছেন।
অনলাইন থেকে ইনকাম করার জন্য কিন্তু ইউটিউব অনেক ভালো একটি মাধ্যম। ইউটিউবে আপনারা মূলত ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন। আর ইউটিউবে ইনকাম হতে হলে আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ লাগবে। কারণ ভিউজ যদি না হয় তাহলে আপনার ইনকাম হবে না।
আর একটি ভিডিওতে ভিউ বা নির্ভর করে সেই ভিডিওর থাম্বনেইল এর উপর। কারন, নরমালি আপনি যদি ইউটিউবে যান ভিডিও দেখতে, তাহলে নিশ্চয়ই আপনি যে ভিডিও তে ক্লিক করেন সে ভিডিওটি থাম্বনেইল দেখার পরেই সেখানে ক্লিক করেন।
সোজাকথায় বলা যায় যে,একটি ভিডিওতে কি পরিমান ভিউজ হবে সেটার অনেকটা নির্ভর করে ভিডিও থাম্বনেইল এর উপর। যেমন তেমন ভাবে যদি আপনি ইউটিউব এর ভিডিও জন্য থাম্বনেইল বানান, তাহলে সেটা তো কেউ তেমন একটা ক্লিক করতে চাইবে না।
তাই অবশ্যই আপনাকে গভীর মনোযোগ সহকারে ভেবে চিন্তে একটি ভিডিও জন্য থামলেন এডিট করতে হবে।
থাম্বনেইল বানানোর আগে যে বিষয়ে লক্ষ রাখতে হবে :
১) ভিডিওর কনটেন্ট অনুযায়ী থাম্বনেইল বানাতে হবে।
২) কোন ধরনের ক্লিকবাইট করা থেকে বিরত থাকতে হবে।
৩) ভিডিও টপিক বা টাইটেল অনুযায়ী থাম্বনেইল লিখতে হবে।
৪) অবশ্যই সম্পূর্ণ কোয়ালিটিফুল থাম্বনেইল তৈরি করতে হবে।
৫) তাড়াহুড়ো করে কখনোই থাম্বনেইল এডিট করবেন না। অনেক ভেবেচিন্তে একটি ভিডিওর জন্য থাম্বনেইল বানাবেন।
তাহলে নিশ্চয়ই আপনি বুঝে গেছেন যে কি থাম্বনেইল বানানোর আগে আমাদের কি কি বিষয় সম্পর্কে ভালোভাবে লক্ষ রাখতে হবে। তাহলে আসুন এখন জেনে নেই কিভাবে আমরা একটি সুন্দর থাম্বনেইল এডিট করতে পারি।
থাম্বনেইল এডিট করার জন্য সবচেয়ে বেশি ভালো লাগে PixalLab এবং PicsArt, এই দুইটি সফটওয়্যার।
তবে PixalLab সবচেয়ে ভালো থাম্বনেইল বানানোর ক্ষেত্রে।
সর্বপ্রথম PixalLab অ্যাপ টি ওপেন করুন।এরপর ডানপাশের ৩ডট ক্লিক করুন। এখান থেকে Image Size ক্লিক করুন।
এখন এ্যারো চিহ্ন ক্লিক করে Youtube Thumbnail অপশন সিলেক্ট করুন।
এখন আপনি আপনার কনটেন্ট অনুযায়ী কোনো ছবি থাকলে সেটি এড করে ফেলুন। মনে রাখবেন অবশ্যই কপিরাইটমুক্ত ছবি ব্যবহার করবেন। তাহলে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কপিরাইটমুক্ত ছবি আপনি কোথায় পাবেন।
কপিরাইট মুক্ত ছবির জন্য আপনি গুগলে সার্চ করবেন Pixels.com লিখে, সরাসরি আপনি ওয়েব সাইটটিতে প্রবেশ করে দিতে পারবেন।
এখন আপনি আপনার ভিডিও টপিক লিখে সার্চ করুন। আপনার কাজ শেষ এখন শুধু ডাউনলোড করে এড করে ফেলুন।
তাহলে ছবি এড করার কাজটা শেষ হলো। এখন আপনি আপনার ভিডিও টাইটেল অনুযায়ী যদি কিছু লিখতে চান তাহলে সেটা হাইলাইট করে লিখে দিতে পারেন।
মেসির করা হয়ে গেলে ছবিটি সেভ করে ফেলুন। হয়ে গেল আপনার থাম্বনেইল বানানোর কাজ।অনেকে থাম্বনেইল বানানোর জন্য অনেক টাকা খরচ করে থাকে, তবে আপনি নিজেই এভাবে খুব সহজে থাম্বনেইল বানিয়ে নিতে পারবেন।ধন্যবাদ