আসসালামুআলাইকুম কেমন আছেন সকলে? আশা করি সবাই অনেক ভালো আছেন।
বরাবরের মতো আরো একটি নতুন আর্টিকেল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বর্তমানে অনলাইনে ইনকাম করার বেশ কয়েকটি মাধ্যমে রয়েছে জার মধ্যে ওয়েব ডিজাইন অন্যতম। ওয়েব ডিজাইন নামটি হয়তো আগে কোথায় শুনে থাকবেন।
কারণ এটি হলো ফ্রিল্যান্সিং এর একটি ভাগ। আর ফ্রিল্যান্সিং হলো স্বাধীন বা মুক্ত পেশা যার কারণে ওয়েব ডিজাইনকেও বলা যায় স্বাধীন কিংবা মুক্ত পেশা।
তাহলে এখন আশা যাক যে এই স্বাধীন পেশার মাধ্যমে আমরা কিভাবে আমাদের ইনকাম বাড়িয়ে নিতে পারবো। যেকোনো চাকরির বিকল্প হিসেবে ওয়েব ডিজাইন করে ইনকাম করবেন কিভাবে? প্রথমে আসি ওয়েব ডিজাইন মূলত কি?
সহজ ভাষায় একটি ওয়েবসাইটের ডিজাইন করা কিংবা সে ওয়েবসাইটের টেমপ্লেট ডিজাইন করা এগুলো হলো ওয়েব ডিজাইন। একটি ওয়েবসাইটের নানান ধরনের ডিজাইনিং থাকতে পারে যেটিকে ওয়েব ডিজাইনিং বলা হয়ে থাকে।
এখন অনেকে মনে করে যে এটি শিখতে লাগবে প্রচুর পরিশ্রম আর সময়। তো তাদের বলছি, বর্তমানে ইন্টারনেট আমাদের সব কাজকে অনেক সহজ করে দিয়েছে, যার কারণে আপনি মাত্র ১মাস এর মধ্যেই চাইলে ওয়েব ডিজাইন শিখে ইনকাম করা শুরু করে দিতে পারেন।
আর পরিশ্রম তেমন হচ্ছে না, কেবল কিছু দিনের মধ্যেই আপনি একজন প্রফেশনাল এক্সপার্ট ওয়েব ডিজাইনার হয়ে যেতে পারবেন। আর অবশ্যই জেনে থাকবেন এটির কাজ জানলেই আপনি সহজে ইনকাম করতে পারবেন।
কিভাবে আপনি ওয়েব ডিজাইনের মাধ্যমে ইনকাম করবেন?
১. ফ্রিল্যান্সিং এর মাধ্যমে : আমরা সবাই জানি ,ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা। যেখানে নিজের ইচ্ছেমত কাজকে সিলেক্ট করে করার মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা যায়। আর ওয়েব ডিজাইন ফ্রিল্যান্সিং এর একটি লাভজনক মাধ্যম। যার কারণে আপনি এটিকে ফ্রিলান্সিং হিসেবে করতে পারেন।
ভালো কোনো ফ্রিল্যান্সিং সাইটে একাউন্ট করে একজন ওয়েব ডিজাইনার হিসেবে জইন করলে, আপনি বিভিন্ন ক্লায়েন্ট এর কাছ থেকে প্রতি কাজের জন্য 5$ থেকে শুরু করে 100$ কিংবা তার অধিক টাকা আয় করতে পারেন। যদি আপনি অনেক দক্ষ ওয়েব ডিজাইনে, তাহলে আপনার ইনকাম অবশ্যই 100$ এর মত আপনি করতে পারবেন।
২.ব্লগ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে : ওয়েব ডিজাইন এর মাধ্যমে আয় করার ক্ষেত্রে আপনি ব্লগ বা ওয়েবসাইট এর সাহায্যে খুব সহজে করতে পারেন।আপনি চাইলে একটি ফ্রী ব্লগ সাইট খুলে সেখানে নিজের কাজকে প্রমোট করে ওয়েব ডিজাইন বিক্রি করতে পারবেন পাশাপাশি ক্লায়েন্ট ও পেয়ে যেতে পারবেন অনেক সহজে।
যদি আপনার ওয়েবসাইটে ভালো ট্রাফিক থাকে তাহলে আপনি বেশ লাভ করতে পারবেন।
৩.বিভিন্ন ওয়েব ডিজাইন কোম্পানিতে চাকরির মাধ্যমে : আপনি চাইলে কোনো নির্দিষ্ট বেতনে যেকোনো ওয়েব ডিজাইন কোম্পানিতে চাকরি করতে পারবেন। এর জন্য মাসের শেষে আপনি নির্দিষ্ট পরিমাণে কিছু অর্থ পেয়ে যাবেন।
আর একজন ওয়েব ডিজাইন জানা ব্যাক্তির কাজের কোনো অভাব হয় না।সুতরাং অবশ্যই ইনকাম করতে পারবেন।
তো এই ছিল মূলত আজকের এপিসোডে। আসা করি বুঝে গেছেন যে কিভাবে ওয়েব ডিজাইন এর মাধ্যমে আপনি আপনার ইনকাম বাড়িয়ে নেবেন।ভালো থাকুন সবাই । ধন্যবাদ।