কিভাবে বিটকয়েন মাইনিং করবেন

আজকে আমি লিখবো কিভাবে আমরা বিটকয়েন মাইনিং করতে পারি । তো চলুন দেখে নেই কিভাবে বিটকয়েন মাইনিং করতে হবে । তো এর জন্য আমাদের :

1। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে server bitcoin miner নামক অ্যাপলিকেশন টি ডাউনলোড করে নিবেন ।

2। এরপর ওপেন করে 4 বার next বাটনে ক্লিক করবেন ।

3। এরপর আপনাদের সামনে Finish লেখা আসবে ।

4। এখানে আমাদের কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না । অর্থাৎ নাম নাম্বার অথবা অন্য কিছু ।

5। তো এরপর আমাদের মাইনিং শুরু হয়ে যাবে ।

6। এরপর প্রতি 3 ঘন্টা পরপর এটি অফ হয়ে যাবে । তো আমাদের প্রতি 3 ঘন্টা পরপর এটিকে অন করে দিতে হবে ।
অ্যাকাউন্ট খুলার পর কি করতে হবে সবকিছু আপনারাই বুঝতে পারবেন । একেবারে সহজ কাজ ।

তো এভাবে প্রতিদিন মাইনিং হবে 17280 সাতসি । অর্থাৎ 17280 × 28 = 501120
তবুও ধরে নিচ্ছি 30 দিনেই না হয় 5 লাখ সাতসে হবে ।

7000$ × 0.005 = 35$
35$ × 80 = 2800 টাকা ।

কিন্তু এরপরও যদি আপনারা কিভাবে কাজ করতে হবে অথবা কিভাবে মাইনিং করতে হবে সেটা বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা ইউটুবে ভিডিও দেখতে পেরেন । ইউটুবে অ্যাপসের নাম রেখে সার্চ করলেই হবে । আর যদি ইউটুবে ভিডিও না পান তাহলে প্লে স্টোর থেকেও আপনারা সেই ভিডিওর লিংক পেয়ে যাবেন ।

তো এভাবে আপনাদের 2800 টাকা প্রতি মাসে আয় হবে । তো আপনারা এভাবে টাকা আয় করতে পারবেন । তো মনে চাইলে কাজ করুন ।তো কথা গুলো পড়ার জন্য আপনাকে ধন্যবাদ । ‘আল্লাহ্ হাফেজ’

Related Posts

8 Comments

মন্তব্য করুন