কেউ গুরুত্ব না দিলে কি করা উচিত, অবহেলা নিয়ে ক্যাপশন / স্ট্যাটাস, উক্তি, পোস্ট এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত থাকছে আজকের আর্টিকেল এ। আমরা প্রত্যেকে চাই আমাদের নিয়ে কেউ ভাবুক, আমাদের নিয়ে কেউ প্রশংসা করুন। নিজের নামে ভালো কিছু সবাই প্রত্যাশা করে থাকে।
এক্ষেত্রে একজন প্রেমিক/প্রেমিকা হিসেবে আপনি নিশ্চই চাইবেন আপনার ভালোবাসার মানুষ কিংবা আপনার কাছের মানুষগুলো আপনাকে সবসময় গুরুত্ব দিক। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি লক্ষ করেন যে তারা আপনাকে আর আগের মত কোনো গুরুত্ব দিচ্ছে না।
একভাবে বলা যায় তারা আপনাকে অবহেলা করছে বা এড়িয়ে চলছে। তো এমন পরিস্থিতিতে কি করা উচিৎ এটা অনেকে ভেবে পাননা। ফলে ক্রমশ আপনারা হতাশায় ভুগেন। আমি চেষ্টা করবো কেউ গুরুত্ব না দিলে কি করা উচিত সে নিয়ে আপনাদের কয়েকটি সমাধান বলে দিতে। চলুন তাহলে শুরু করা যাক।
কেউ গুরুত্ব না দিলে কি করা উচিত
১. কারণ খুঁজে বের করা
কোনো কথা বার্তা ছাড়া হটাৎ যখন কেউ আমাদের গুরুত্ব দেওয়া বন্ধ করে তখন আমাদের মনের মধ্যে কেমন যেন এক প্রকার বিভ্রান্তির সৃষ্টি হয়। আমাদের প্রবলভাবে জানতে ইচ্ছে করে নিজের দোষ সম্পর্কে।
আমরা ক্রমশ নিজেকে দোষারোপ করে যাই। এমনটা করলে হবে না। তাকে সরাসরি জিজ্ঞেস করুন। হয়তো সেও কোনো ইতিবাচক বা নেতিবাচক কারণে আপনার সাথে এমন করছে। তাই সবচেয়ে ভালো হয় সরাসরি কথা বলে বিষয়টা মিটমাট করে নেওয়া।
২. নিজের দোষ খোঁজা
যখন কেউ আপনাকে অবহেলা করবে তখন হয়তো আপনার কোনো দোষের জন্য সে এমনটা করতে পারে। আর তাই নিজের কোনো দোষ আছে কিনা সেটা বোঝার চেষ্টা করুন। যদি থেকে থাকে তবে অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে নিন।
৩. বিশ্বস্ত বন্ধুর সাথে শেয়ার করুন
যখন আপনি নিজের হতাশা কারো সাথে শেয়ার করবেন তখন আপনার মন অনেক হালকা লাগবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করতে পারেন। যদি আপনার কোনো বিশ্বস্ত বন্ধু থাকে তবে তাকে বিষয়টা শেয়ার করতে পারেন।
৪. কাজটি বারবার না করা ও চুপ থাকা
আপনার যে কাজে কেউ গুরুত্ব দিবে না সে কাজটি কম করার চেষ্টা করুন এবং চুপ থাকুন। এটা নিশ্চই আপনি জানেন যে, জ্ঞানীরা সবসময় চপচাপ থেকে অসাধ্য সাধন করতো।
৫. নিজের জায়গায় অটুট থাকুন
যখন আপনার কোনো দোষ না থাকার সত্বেও কেউ শুধু শুধু আপনাকে গুরুত্ব দিচ্ছে না বা অবহেলা করছে তখন তাকেও আপনি অবহেলা করুন। যখন আপনিও তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবেন তখন সে বিষয়টা বুঝতে পারবে।
তো এই ৫ টি উপায়ে আপনি কারোর গুরুত্ব না দেওয়ার হতাশা থেকে মুক্তি পেতে পারেন। আর একটা কথা মাথায় রাখবেন কেউ গুরুত্ব দিচ্ছে না বা অবহেলা করছে এর মানে এই না যে আপনি অনেক ছোট মনের মানুষ, সবসময় নিজের জায়গায় ঠিক থাকুন।
অবহেলা নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি
সবার অবহেলা কে পুঁজি করে একদিন সেই সমাজে প্রতিষ্ঠিত কেউ হতে চাই!
আজকে আমাকে অবহেলা করে হয়তো বড় তৃপ্তি আসছে তোমার, একদিন এই তৃপ্তি আমি পাবো তোমায় অবহেলা করে।
কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, অনেক অবহেলা করছে তাই বলে নিজেকে ছোট ভাববেন না! জীবনের অধ্যায় কিন্তু অনেক…
সমাজের অবহেলা এর গুরুত্ব না দেওয়া ছেলেগুলো একদিন সমাজের প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে উঠে।
কাউকে এতটা অবহেলা করাও ঠিক না, হয়তো সেও একদিন বড় কোনো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।
যে আপনাকে অবহেলা করছে দিনের পর দিন, সে আপনাকে ভালোবাসতে পারে না। তাই তাকে এড়িয়ে চলার চেষ্টা করুন।
বন্ধুরা আজকে আপনাদের সাথে কেউ গুরুত্ব না দিলে কি করা উচিত এবং অবহেলা নিয়ে ক্যাপশন/ স্ট্যাটাস শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। এমন দ্বারুণ সব পোস্ট পেতে সাথে থাকুন Grathor এর Facebook Group এর সাথেই থাকুন (লাল সবুজের লেখক)