নিজের ভালো অভ্যাস নিজে গড়ে তুলুন

শুধু সুন্দর ও দামি পোশাক, ভারি makeup, উঁচু হাই

হিলস পরলেই সুন্দর হওয়া যায় না। অবশ্যই স্মার্ট হতে

হবে, তবে স্মার্ট হতে হলে ভালো ও দামি জামা পড়তে

হবে তা কিন্তু নয়। স্মার্ট হতে হলে আবশ্যই নিজেকে

গোছানো হতে হবে। অর্থাৎ যে নিজেকে সুন্দর ভাবে

গুছিয়ে রাখতে পারে। শুদ্ধ স্মার্ট ব্যক্তিদের কিছু নিজস্ব

বৈশিষ্ট্য আছে, যেমনঃ

১।অন্য বা নিজের পরিবারের সদস্যদের সাথে

ভালোভাবে কথা বলা।

২।বাহিরে গিয়ে অযথা চিৎকার , হৈ হুল্লোড় না করা।

৩। গুরুজনদের সাথে ভালো ব্যবহার করা, তাদের

সম্মান করা।

৪। বাড়ির ছোট সদস্য দের সাথে ভালো ব্যবহার করা।

৫। ছোট সদস্য দের ভালো ব্যবহার শিখানো।

৬। মা বাবার কথা মেনে চলা, মা-বাবার সাথে তর্ক

না করা বরং কোন বিষয় ভদ্রভাবে বোঝানো।

৭। বড়দের সাথে ঝগড়া না করা।

৮। অযথা কাউকে কষ্ট না দেওয়া।

৯। বড়দের কথা মেনে নেওয়া।

মূলত ভালো ব্যবহার বা অভ্যাস গুলোকেই স্মার্টনেচ

বলে। মনটাকে সুন্দর করতে হবে। তবেই ভালো ব্যবহার

বা অভ্যাস শেখা যাবে।

ভালো অভ্যাস শেখা বড় কঠিন না। প্রতিদিন যদি

একটি করে ভালো অভ্যাস শেখা যায় তবে সপ্তাহ

শেষ এ দেখবেন আপনার অনেক ভালো অভ্যাস

শেখা হয়ে গেছে। তা চেষ্টা করবেন প্রতিদিন একটা

করে ভালো অভ্যাস শিখতে।

এখন থেকে চেষ্টা করবেন আপনারা শিশুকে ভালো

ব্যবহার বা ভালো অভ্যাস গড়ে তুলার কারণ

আগামীকাল আপনারা শিশু বড় হতে হতে সব খারাপ

অভ্যাস বাদ দিবে। তবে তার আগে আপনাকে ভালো

ব্যবহার ও অভ্যাস শিখতে হবে কারণ আপনাকে দেখেই

আপনারা সামনে বড় হবে।

স্মার্ট হতে হলে আগে আপনারা ব্যবহার ও অভ্যাস

ভালো করে ফেলুন। যদি ব্যবহার বা অভ্যাস ভালো হয়

তবে আপনাকে সবাই মুল্যে দিবে।

তাই আপনাকে মেক আপ দিয়ে স্মার্ট করার দরকার

নেই, শুধু ব্যবহার ও অভ্যাস ভালো করুন।।

ঘরে থাকুন
সুস্থ থাকুন

Related Posts

9 Comments

মন্তব্য করুন